ঢাকা , রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ , ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালীতে ক্রেতা সেজে ফেনসিডিল কারবারি গ্রেপ্তার সলঙ্গায় ৩১ লাখ টাকার হেরোইন-সহ গোদাগাড়ীর মাদক কারবারী লিটন গ্রেফতার ফেনীতে কিশোরী ধর্ষণ চেষ্টার অভিযোগে আসামী বাবু গ্রেফতার চট্টগ্রামে মামলার প্রধান আসামি ডাকাত সর্দার নিরঞ্জন দাস গ্রেপ্তার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দোভাষীর রহস্যজনক মৃত্যু ৫লাখ টাকার হেরোইন-সহ পুকুরে লাফ দিয়েও শেষ রক্ষা হলো না মাদক কারবারী রাকিবের রাণীশংকৈলে সড়কে প্রাণ হারালো আদিবাসী ফুলবাড়ীতে নিখোঁজ সাব্বিরের মাথা বিহীন মরদেহ উদ্ধার; ঘাতক বাড়ির কাজের লোক সবুজ নগরীর শালবাগানে দুই দিনব্যাপী মুদ্রা ও ডাকটিকিট প্রদর্শনীর সমাপ্তি হৃদয়ে পাবনার আয়োজনে চিত্রাংকন ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত পবায় ধানখেত থেকে অজ্ঞাতপরিচয় নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় ঘরে ঢুকে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ, গ্রেফতার ধর্ষক জুয়েল নব নির্বাচিত সকল রাকসু প্রতিনিধি দের অভিনন্দন জানিয়েছেন এষা রাজশাহীতে মোটরসাইকেল চোর চক্রের মূলহোতাসহ ৩জন গ্রেফতার সড়ক দুর্ঘটনা রোধে নিসচার মাসব্যাপী কর্মসূচি প্রেমিকের নানার বাড়ি থেকে প্রেমিকার মরদেহ উদ্ধার ​পুণ্ড্র ইউনিভার্সিটিতে ব্লাড এইড ক্লাব গঠিত বর্ণিল আয়োজনে রাজশাহীতে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লালপুরে স্ত্রী ও মায়ের ওপর অভিমান করে যুবকের আত্মহত্যা রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে আটক ২৪

রাজশাহীতে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হলো দূর্গাপুজা

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৫ ০৯:০৪:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৫ ০৯:০৪:১৬ অপরাহ্ন
রাজশাহীতে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হলো দূর্গাপুজা রাজশাহীতে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হলো দূর্গাপুজা
সারাদেশের ন্যায় রাজশাহীতে দুর্গাপূজা উৎসবের আমেজ শুরু হয়েছে। নিখুঁত তুলির আঁচড়ে দেবী দুর্গার অনন্যসুন্দর অভয়দানকারী রূপ ফুটে উঠেছে মণ্ডপগুলোতে। রাজশাহী মহানগরীতে এবার ৮০টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে।

রবিবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা। এই উৎসবকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিপুল উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার (২ অক্টোবর) এই উৎসবের সমাপ্তি হবে। রাজশাহীর প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, আনসার, বিজিবি, র‌্যাব এবং অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন করা হয়েছে। 

এছাড়া প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবক বাহিনীও দায়িত্ব পালন করছে বলে জানিয়েছেন আরএমপি পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ গাজিউর রহমান, পিপিএম।

জানা গেছে, রবিবার (২৮ সেপ্টেম্বর): মহাষষ্ঠী (বোধন), সোমবার (২৯ সেপ্টেম্বর) মহাসপ্তমী, মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর: মহাষ্টমী, বুধবার (১ অক্টোবর): মহানবমী, বৃহস্পতিবার (২ অক্টোবর): বিজয়া দশমী।

বিজয়া দশমীর দিনে বিকেল ৩টায় শোভাযাত্রা শুরু হবে এবং সন্ধ্যার আগেই প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে।

শারদীয় দুর্গাপূজা সার্বিক বিষয়ে জানতে চাইলে, আরএমপি পুলিশের পুলিশ কমিশনার আবু সুফিয়ান বলেন, পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা, প্রতিমা বিসর্জন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা অপপ্রচার রোধে আরএমপি সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেছে। আরএমপি'র পক্ষ থেকে গুরুত্বপূর্ণ মোবাইল নম্বর সম্বলিত লিফলেট প্রতিটি পূজা মণ্ডপে প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি। 

উল্লেখ্য, রবিবার (১৫ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এক প্রস্তুতিমুলক সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার।

তিনি বলেন, এবার রাজশাহী জেলাজুড়ে মোট ৪৬২টি মণ্ডপে অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৩৮২টি মণ্ডপ গ্রামীণ এলাকায় এবং মহানগরীতে ৮০টি মণ্ডপ।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দোভাষীর রহস্যজনক মৃত্যু

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দোভাষীর রহস্যজনক মৃত্যু