ঢাকা , সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ , ১৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হলো দূর্গাপুজা ইতালি পাঠানোর প্রলোভনে কোটি টাকা প্রতারণা: নারী গ্রেফতার গুরুদাসপুরে সম্পত্তি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবা-মাকে মারধরের অভিযোগ নিয়ামতপুরে দুর্গাপূজা উপলক্ষ্যে অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ পত্নীতলায় কারিতাস কর্তৃক উপকারভোগীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান ফরিদপুরে নিজ মেয়েকে ধর্ষণের দায়ে বাবার আমৃত্যু কারাদণ্ড হাজী সেলিমের বাসভবনে যৌথবাহিনীর অভিযান: ৬ বিলাসবহুল গাড়ি জব্দ, ম্যানেজার আটক কুমিল্লায় বাবুল হত্যা মামলার প্রধান আসামি ইমন ও রিমন গ্রেপ্তার চট্টগ্রামে রাজু হত্যা মামলার প্রধান আসামি আরিফ গ্রেপ্তার শ্রেষ্ঠ পারফরমেন্সের জন্য ১৫ অফিসারকে পুরস্কৃত করলেন, আরএমপি পুলিশ কমিশনার নগরীতে পৃথক ট্রেন দুর্ঘটনায় বৃদ্ধ নিহত ও স্কুল ছাত্র আহত, কোরআনের বর্ণিত ৭ নবীর শ্রেষ্ঠ দোয়া সন্তান পালনে মুসলিম বাবা-মায়েরা যে ৩ ভুল করেন পাকিস্তানি ক্রুবাহী ট্যাংকার জাহাজে হামলা করলো ইসরাইল নির্বাচনের কাজে জড়িতরাও এবার ভোট দিতে পারবেন: সিইসি দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কায় একজন নিহত ‘পূজা নিয়ে শঙ্কা নেই, তবে প্রতিবেশী দেশ ও ফ্যাসিস্টের সহযোগীরা গুজব সৃষ্টির চেষ্টা করবে’: স্বরাষ্ট্র উপদেষ্টা জাতিসংঘে নেতানিয়াহুর বক্তব্যের পরই গাজায় ফের হামলা ইসরায়েলের, মৃত কমপক্ষে ৩৮ অবশেষে গাঁটছড়া বাঁধলেন সেলেনা গোমেজ ও বেনি ব্লাঙ্কো কালো হয়ে যাওয়া পায়ের পাতা ঝকঝকে হবে ৩ উপায়ে

রাজশাহীতে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হলো দূর্গাপুজা

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৫ ০৯:০৪:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৫ ০৯:০৪:১৬ অপরাহ্ন
রাজশাহীতে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হলো দূর্গাপুজা রাজশাহীতে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হলো দূর্গাপুজা
সারাদেশের ন্যায় রাজশাহীতে দুর্গাপূজা উৎসবের আমেজ শুরু হয়েছে। নিখুঁত তুলির আঁচড়ে দেবী দুর্গার অনন্যসুন্দর অভয়দানকারী রূপ ফুটে উঠেছে মণ্ডপগুলোতে। রাজশাহী মহানগরীতে এবার ৮০টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে।

রবিবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা। এই উৎসবকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিপুল উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার (২ অক্টোবর) এই উৎসবের সমাপ্তি হবে। রাজশাহীর প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, আনসার, বিজিবি, র‌্যাব এবং অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন করা হয়েছে। 

এছাড়া প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবক বাহিনীও দায়িত্ব পালন করছে বলে জানিয়েছেন আরএমপি পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ গাজিউর রহমান, পিপিএম।

জানা গেছে, রবিবার (২৮ সেপ্টেম্বর): মহাষষ্ঠী (বোধন), সোমবার (২৯ সেপ্টেম্বর) মহাসপ্তমী, মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর: মহাষ্টমী, বুধবার (১ অক্টোবর): মহানবমী, বৃহস্পতিবার (২ অক্টোবর): বিজয়া দশমী।

বিজয়া দশমীর দিনে বিকেল ৩টায় শোভাযাত্রা শুরু হবে এবং সন্ধ্যার আগেই প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে।

শারদীয় দুর্গাপূজা সার্বিক বিষয়ে জানতে চাইলে, আরএমপি পুলিশের পুলিশ কমিশনার আবু সুফিয়ান বলেন, পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা, প্রতিমা বিসর্জন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা অপপ্রচার রোধে আরএমপি সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেছে। আরএমপি'র পক্ষ থেকে গুরুত্বপূর্ণ মোবাইল নম্বর সম্বলিত লিফলেট প্রতিটি পূজা মণ্ডপে প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি। 

উল্লেখ্য, রবিবার (১৫ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এক প্রস্তুতিমুলক সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার।

তিনি বলেন, এবার রাজশাহী জেলাজুড়ে মোট ৪৬২টি মণ্ডপে অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৩৮২টি মণ্ডপ গ্রামীণ এলাকায় এবং মহানগরীতে ৮০টি মণ্ডপ।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অটোরিক্সার দাপটে হারিয়ে যাচ্ছে প্যাডেল রিক্সার ঐতিহ্য

অটোরিক্সার দাপটে হারিয়ে যাচ্ছে প্যাডেল রিক্সার ঐতিহ্য