ঢাকা , রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ , ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালীতে ক্রেতা সেজে ফেনসিডিল কারবারি গ্রেপ্তার সলঙ্গায় ৩১ লাখ টাকার হেরোইন-সহ গোদাগাড়ীর মাদক কারবারী লিটন গ্রেফতার ফেনীতে কিশোরী ধর্ষণ চেষ্টার অভিযোগে আসামী বাবু গ্রেফতার চট্টগ্রামে মামলার প্রধান আসামি ডাকাত সর্দার নিরঞ্জন দাস গ্রেপ্তার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দোভাষীর রহস্যজনক মৃত্যু ৫লাখ টাকার হেরোইন-সহ পুকুরে লাফ দিয়েও শেষ রক্ষা হলো না মাদক কারবারী রাকিবের রাণীশংকৈলে সড়কে প্রাণ হারালো আদিবাসী ফুলবাড়ীতে নিখোঁজ সাব্বিরের মাথা বিহীন মরদেহ উদ্ধার; ঘাতক বাড়ির কাজের লোক সবুজ নগরীর শালবাগানে দুই দিনব্যাপী মুদ্রা ও ডাকটিকিট প্রদর্শনীর সমাপ্তি হৃদয়ে পাবনার আয়োজনে চিত্রাংকন ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত পবায় ধানখেত থেকে অজ্ঞাতপরিচয় নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় ঘরে ঢুকে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ, গ্রেফতার ধর্ষক জুয়েল নব নির্বাচিত সকল রাকসু প্রতিনিধি দের অভিনন্দন জানিয়েছেন এষা রাজশাহীতে মোটরসাইকেল চোর চক্রের মূলহোতাসহ ৩জন গ্রেফতার সড়ক দুর্ঘটনা রোধে নিসচার মাসব্যাপী কর্মসূচি প্রেমিকের নানার বাড়ি থেকে প্রেমিকার মরদেহ উদ্ধার ​পুণ্ড্র ইউনিভার্সিটিতে ব্লাড এইড ক্লাব গঠিত বর্ণিল আয়োজনে রাজশাহীতে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লালপুরে স্ত্রী ও মায়ের ওপর অভিমান করে যুবকের আত্মহত্যা রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে আটক ২৪

নির্বাচনের কাজে জড়িতরাও এবার ভোট দিতে পারবেন: সিইসি

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৫ ০৪:২৯:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৫ ০৪:২৯:৪৫ অপরাহ্ন
নির্বাচনের কাজে জড়িতরাও এবার ভোট দিতে পারবেন: সিইসি ছবি- সংগৃহীত
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভোটে ১০ লাখ হাজার মানুষ দায়িত্বে নিয়োজিত থাকে। তারা ভোট দিতে পারেন না। আমরা এবার সবার ভোটের ব্যবস্থা করবো। যারা হাজতে আছে তাদের ভোটের ব্যবস্থা করবো। আমরা সুষ্ঠু সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন করতে প্রতিজ্ঞাবদ্ধ।

রোববার (২৮ সেপ্টেম্বর) সুশীল সমাজের প্রতিনিধি দলের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপে এমনটা জানান তিনি।

সিইসি বলেন, নির্বাচনের প্রস্তুতিতে এগিয়ে গেছে কমিশন। দেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ।

এ এম এম নাসির উদ্দিন বলেন, বর্তমান কমিশন দায়িত্ব নেয়ার পর আরপিও সংশোধনসহ বিভিন্ন কাজ করেছে। পোস্টাল ব্যালট আইনে থাকলেও প্রয়োগ ছিল না, এটি নিয়েও কাজ করছে ইসি।

তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে অনেক কাজ সম্পন্ন করেছি। তারমধ্যে বিশাল একটা কাজ ভোটার তালিকা, তা বাড়ি বাড়ি গিয়ে শেষ করেছি। নারী ভোটার ব্যবধান কমিয়েছি। নয়টি আইন আমরা সংশোধন করছি। সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রস্তুতি নেওয়ার অনেক কিছু এগিয়ে নিয়েছি।

সংলাপে চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিবসহ সংস্থাটির অন্য কর্মকর্তারা অংশ নিয়েছেন। 

এছাড়া সুশীল সমাজ ও বুদ্ধিজীবী প্রতিনিধিদের মধ্যে রয়েছেন, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার রাশেদা কে চৌধুরী, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আল মাহমুদ হাসানউজ্জামান, সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবীর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইয়াহইয়া আখতার, নিরাপত্তা বিশ্লেষক মো. মাহফুজুর রহমান, অধ্যাপক আব্দুল ওয়াজেদ, বিজিএমইএ পরিচালক রশিদ আহমেদ হোসাইনি, কবি মোহন রায়হান, পুলিশ রিফর্ম কমিশনের মোহাম্মদ হারুন চৌধুরী, শিক্ষার্থী প্রতিনিধি জারিফ রহমান, অধ্যাপক রোবায়েত ফেরদৌস ও টিআইবি পরিচালক মোহাম্মদ বদিউজ্জামান।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দোভাষীর রহস্যজনক মৃত্যু

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দোভাষীর রহস্যজনক মৃত্যু