রাজশাহীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কাজল আলী (৩৫) নামের এক যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পাঁজচজন যাত্রী গুরুত্বর আহত হলে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে পবা উপজেলার নওহাটা পৌর এলাকার রাজশাহী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে। তবে এই ঘটনার পর ট্রাকের চালক ও সহকারি পালিয়ে গেছে। আর বাসটিও উল্টে গিয়ে দুমড়েমুচড়ে গেছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়- বাসটি নওগাঁ থেকে রাজশাহী অভিমুখে যাচ্ছিল। আর ট্রাকটি নওগাঁর দিকে যাচ্ছিল। পথে নওহাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটলে ওই সড়কটি বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠায়।
জানা গেছে-নিহত কাজল আলী (৩৫) নওগাঁর মান্দা উপজেলার কুসুমবাগ এলাকার বাসিন্দা। এছাড়াও গুরুত্বর আহতরা হলেন- উষা (৩৫), শিউলী (২৬), রুমানা (১৪) তুষার। এরা সবাই নগরীর মেহেরচণ্ডি এলাকার বাসিন্দা। এছাড়াও বাসের চালক জমিরুল ইসলাম (৪০) গুরুত্বর আহত হন।
নওহাটা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর নিরঞ্জন সরকার জানান, তিনজনকে আমাদের গাড়িতে করে রামেক হাসপাতালে পাঠিয়েছি। তাদের অবস্থা আশঙ্কাজনক। কাজল ঘটনাস্থলে মারা গেছেন। তার মৃতদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে পবা থানা অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, এই ঘটনায় নিহতের মরদেহ হাসপাতালে রয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে শুনেছি। গাড়ি দুটিকেও উদ্ধার করা হয়েছে। এবিষয়ে মামলা হবে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে পবা উপজেলার নওহাটা পৌর এলাকার রাজশাহী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে। তবে এই ঘটনার পর ট্রাকের চালক ও সহকারি পালিয়ে গেছে। আর বাসটিও উল্টে গিয়ে দুমড়েমুচড়ে গেছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়- বাসটি নওগাঁ থেকে রাজশাহী অভিমুখে যাচ্ছিল। আর ট্রাকটি নওগাঁর দিকে যাচ্ছিল। পথে নওহাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটলে ওই সড়কটি বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠায়।
জানা গেছে-নিহত কাজল আলী (৩৫) নওগাঁর মান্দা উপজেলার কুসুমবাগ এলাকার বাসিন্দা। এছাড়াও গুরুত্বর আহতরা হলেন- উষা (৩৫), শিউলী (২৬), রুমানা (১৪) তুষার। এরা সবাই নগরীর মেহেরচণ্ডি এলাকার বাসিন্দা। এছাড়াও বাসের চালক জমিরুল ইসলাম (৪০) গুরুত্বর আহত হন।
নওহাটা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর নিরঞ্জন সরকার জানান, তিনজনকে আমাদের গাড়িতে করে রামেক হাসপাতালে পাঠিয়েছি। তাদের অবস্থা আশঙ্কাজনক। কাজল ঘটনাস্থলে মারা গেছেন। তার মৃতদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে পবা থানা অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, এই ঘটনায় নিহতের মরদেহ হাসপাতালে রয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে শুনেছি। গাড়ি দুটিকেও উদ্ধার করা হয়েছে। এবিষয়ে মামলা হবে।