ঢাকা , রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ , ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালীতে ক্রেতা সেজে ফেনসিডিল কারবারি গ্রেপ্তার সলঙ্গায় ৩১ লাখ টাকার হেরোইন-সহ গোদাগাড়ীর মাদক কারবারী লিটন গ্রেফতার ফেনীতে কিশোরী ধর্ষণ চেষ্টার অভিযোগে আসামী বাবু গ্রেফতার চট্টগ্রামে মামলার প্রধান আসামি ডাকাত সর্দার নিরঞ্জন দাস গ্রেপ্তার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দোভাষীর রহস্যজনক মৃত্যু ৫লাখ টাকার হেরোইন-সহ পুকুরে লাফ দিয়েও শেষ রক্ষা হলো না মাদক কারবারী রাকিবের রাণীশংকৈলে সড়কে প্রাণ হারালো আদিবাসী ফুলবাড়ীতে নিখোঁজ সাব্বিরের মাথা বিহীন মরদেহ উদ্ধার; ঘাতক বাড়ির কাজের লোক সবুজ নগরীর শালবাগানে দুই দিনব্যাপী মুদ্রা ও ডাকটিকিট প্রদর্শনীর সমাপ্তি হৃদয়ে পাবনার আয়োজনে চিত্রাংকন ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত পবায় ধানখেত থেকে অজ্ঞাতপরিচয় নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় ঘরে ঢুকে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ, গ্রেফতার ধর্ষক জুয়েল নব নির্বাচিত সকল রাকসু প্রতিনিধি দের অভিনন্দন জানিয়েছেন এষা রাজশাহীতে মোটরসাইকেল চোর চক্রের মূলহোতাসহ ৩জন গ্রেফতার সড়ক দুর্ঘটনা রোধে নিসচার মাসব্যাপী কর্মসূচি প্রেমিকের নানার বাড়ি থেকে প্রেমিকার মরদেহ উদ্ধার ​পুণ্ড্র ইউনিভার্সিটিতে ব্লাড এইড ক্লাব গঠিত বর্ণিল আয়োজনে রাজশাহীতে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লালপুরে স্ত্রী ও মায়ের ওপর অভিমান করে যুবকের আত্মহত্যা রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে আটক ২৪

ফুলবাড়ীতে যুবকের মাথাবিহীন দ্বিখন্ডিত মরদেহ উদ্ধার : গ্রেপ্তার - ৫

  • আপলোড সময় : ২৭-০৯-২০২৫ ০৫:২৯:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৯-২০২৫ ০৫:২৯:১২ অপরাহ্ন
ফুলবাড়ীতে যুবকের মাথাবিহীন দ্বিখন্ডিত মরদেহ উদ্ধার : গ্রেপ্তার - ৫ ফুলবাড়ীতে যুবকের মাথাবিহীন দ্বিখন্ডিত মরদেহ উদ্ধার : গ্রেপ্তার - ৫
দিনাজপুরের ফুলবাড়ীতে যুবকের মাথা বিহীন দ্বিখন্ডিত মরদেহ উদ্ধারের একদিনের ব্যবধানে হত্যা মামলার এজাহারভুক্ত পাঁচ আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তবে এখনও উদ্ধার হয়নি মাথা।

তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে থানা পুলিশ গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার ৩নং কাজিহাল ইউনিয়নের পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের মৃত ইমার উদ্দিনের ছেলে মো. মাহাবুর রহমান (৪০), একই গ্রামের মৃত ওবায়দুল হক সরকারের চেলে মো. রায় হান সরকার রতন (৪৬), রশীদপুর গ্রামের সরকারপাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে ইসতিয়াক সরকার (৪০), মিরপুর জলেশ্বরী গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে মো. রাশেদুজ্জামান ডালিম (৪০) ও রশিদপুর মন্ডলপাড়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে মো. আব্দুর হামেদ (৫২)।

জানা যায়, উপজেলার ৩নং কাজিহাল ইউনিয়নের সীমান্তবর্তী রশীদপুর গ্রামের মৃত ইবনে সাউদ সরকারের ছেলে সাব্বির হোসেন সবুজ গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় নিজ বাড়ী থেকে আটপুকুরহাট শাখা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিথোঁজ হন। দিন গড়িয়ে রাতেও সে আর বাড়ি ফিরে না আসায় বাড়ির লোকজন আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও তার কোন সন্ধান পাননি।

পরে পরিবারের পক্ষ থেকে গত বুধবার (২৪ সেপ্টেম্বর) থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। এরই এক পর্যায়ে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার ৩নং কাজিহাল ইউনিয়নের সীমান্তবর্তী রশীদপুর গ্রামের একটি ধান ক্ষেতের ডোবা থেকে সাব্বির হোসেন সবুজের (৩০) মস্তক বিহীন দ্বিখন্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে তার মাথা এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি।

এদিকে এ ঘটনায় নিহতের ছোটভাই সাদেক হাসান সজিব বাদী হয়ে গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে ৬জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার সূত্র ধরে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ওই রাতেরই মামলার এজাহারভূক্ত পাঁচ আসামী গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল বলেন, গ্রেপ্তারকৃত পাঁচজনকে জিজ্ঞাসাবাদ শেষে আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) আদালতে সোপর্দ করা হয়েছে।

তবে মরদেহের শরীর থেকে বিচ্ছিন্ন করা মাথা এখনও উদ্ধার করা যায়নি, উদ্ধারের চেষ্টা চলছে। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দোভাষীর রহস্যজনক মৃত্যু

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দোভাষীর রহস্যজনক মৃত্যু