ঢাকা , রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ , ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালীতে ক্রেতা সেজে ফেনসিডিল কারবারি গ্রেপ্তার সলঙ্গায় ৩১ লাখ টাকার হেরোইন-সহ গোদাগাড়ীর মাদক কারবারী লিটন গ্রেফতার ফেনীতে কিশোরী ধর্ষণ চেষ্টার অভিযোগে আসামী বাবু গ্রেফতার চট্টগ্রামে মামলার প্রধান আসামি ডাকাত সর্দার নিরঞ্জন দাস গ্রেপ্তার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দোভাষীর রহস্যজনক মৃত্যু ৫লাখ টাকার হেরোইন-সহ পুকুরে লাফ দিয়েও শেষ রক্ষা হলো না মাদক কারবারী রাকিবের রাণীশংকৈলে সড়কে প্রাণ হারালো আদিবাসী ফুলবাড়ীতে নিখোঁজ সাব্বিরের মাথা বিহীন মরদেহ উদ্ধার; ঘাতক বাড়ির কাজের লোক সবুজ নগরীর শালবাগানে দুই দিনব্যাপী মুদ্রা ও ডাকটিকিট প্রদর্শনীর সমাপ্তি হৃদয়ে পাবনার আয়োজনে চিত্রাংকন ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত পবায় ধানখেত থেকে অজ্ঞাতপরিচয় নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় ঘরে ঢুকে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ, গ্রেফতার ধর্ষক জুয়েল নব নির্বাচিত সকল রাকসু প্রতিনিধি দের অভিনন্দন জানিয়েছেন এষা রাজশাহীতে মোটরসাইকেল চোর চক্রের মূলহোতাসহ ৩জন গ্রেফতার সড়ক দুর্ঘটনা রোধে নিসচার মাসব্যাপী কর্মসূচি প্রেমিকের নানার বাড়ি থেকে প্রেমিকার মরদেহ উদ্ধার ​পুণ্ড্র ইউনিভার্সিটিতে ব্লাড এইড ক্লাব গঠিত বর্ণিল আয়োজনে রাজশাহীতে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লালপুরে স্ত্রী ও মায়ের ওপর অভিমান করে যুবকের আত্মহত্যা রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে আটক ২৪

কুমিল্লায় সড়ক-মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মকান্ড ঠেকাতে ব্যর্থ হলে ওসি প্রত্যাহার

  • আপলোড সময় : ২৭-০৯-২০২৫ ০৪:১২:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৯-২০২৫ ০৪:১২:২৬ অপরাহ্ন
কুমিল্লায় সড়ক-মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মকান্ড ঠেকাতে ব্যর্থ  হলে ওসি প্রত্যাহার কুমিল্লায় সড়ক-মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মকান্ড ঠেকাতে ব্যর্থ হলে ওসি প্রত্যাহার
কুমিল্লা জেলায় সড়ক-মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে নেমেছে জেলা পুলিশ। এই তৎপরতা ঠেকাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন জেলা পুলিশ সুপার।

বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও পুলিশের একাধিক সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা গেছে, ছাত্রলীগ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে, যার পরিপ্রেক্ষিতে জেলা পুলিশ এই কঠোর পদক্ষেপ নিয়েছে।

এই ঘোষণার ফলে সড়ক-মহাসড়কসংলগ্ন থানাগুলোর পুলিশ সদস্যরা নির্ঘুম রাত কাটাচ্ছেন।

অনুসন্ধানে জানা গেছে, গত কয়েক মাস ধরে ছাত্রলীগ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে লক্ষ্য করে নানামুখী নাশকতার তৎপরতা চালিয়ে আসছে। মহাসড়কের কুমিল্লা জেলার বিভিন্ন পয়েন্টে সংগঠনটি দফায় দফায় ঝটিকা মিছিল ও নাশকতার চেষ্টা করেছে। এর ফলে দাউদকান্দি ও সদর দক্ষিণ এলাকায় চারটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। এই মামলাগুলোতে গত এক সপ্তাহে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১৩২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

ময়নামতি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার জানান, ছাত্রলীগের নাশকতা ঠেকাতে তিনি নিজেই নিয়মিত সড়কে অবস্থান করছেন। জেলা পুলিশের সঙ্গে তাদের সমন্বয় রয়েছে এবং মহাসড়কে অপরাধ প্রবণতা রুখতে তাদের চেষ্টার কোনো কমতি নেই।

সদর দক্ষিণ থানার ওসি মোহাম্মদ সেলিম উদ্বেগ প্রকাশ করে বলেন, মহাসড়কে ছাত্রলীগের অপতৎপরতা নিয়ে তারা খুব দুশ্চিন্তায় আছেন। তাদের ঝটিকা মিছিল ও নাশকতা ঠেকাতে না পারলে ওসি পদ থেকে প্রত্যাহার হতে হবে, তাই তিনি দিন-রাত মহাসড়কে প্রচুর সময় দিচ্ছেন।

দাউদকান্দি থানার ওসি জুনায়েদ চৌধুরী নিশ্চিত করেন, মহাসড়কে নাশকতার প্রস্তুতিকালে গত এক সপ্তাহে তারা আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২৮ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছেন। তিনি আরও জানান, মহাসড়কে টহল এবং গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে এবং পুলিশ সুপার কঠোর নির্দেশনা দিয়েছেন।

পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ যেন কোনো অপতৎপরতা চালাতে না পারে সেই লক্ষ্যে সংশ্লিষ্ট সব থানার ওসিদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, কারও দায়িত্বে গাফিলতি মেনে নেওয়া হবে না।

এই কঠোর অবস্থানের ফলে কুমিল্লা জেলার সড়ক-মহাসড়কগুলোতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পুলিশের উপর চাপ বেড়েছে এবং তারা সার্বক্ষণিক সতর্ক অবস্থায় রয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দোভাষীর রহস্যজনক মৃত্যু

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দোভাষীর রহস্যজনক মৃত্যু