ঢাকা , রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ , ১২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফের পাক বাহিনীর হামলায় ১৭ বিদ্রোহীর মৃত্যু গফুর গানে ঝড় তুলেছেন তমন্না ভাটিয়া রণবীরের সঙ্গে শয্যাদৃশ্যে অভিনয় করে জীবন পুরো বদলে যায়, তৃপ্তি কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্টিত আগত ভক্ত ও দর্শনার্থীদের সাথে সদাচরণ ও বিনয়ী হতে হবে, সহকারি পুলিশ সুপার স্নেহা শীষ গোদাগাড়ীতে বিপুল পরিমান হেরোইন-সহ মাদক কারবারী গ্রেফতার তৃতীয় দিনের মতো রাজশাহী অঞ্চলে দূরপাল্লার বাস চলাচল বন্ধ মরদেহের শেষকৃত্যে গিয়ে নৌকা ডুবিতে নিহত-১, নিখোঁজ-২ ফুলবাড়ীতে যুবকের মাথাবিহীন দ্বিখন্ডিত মরদেহ উদ্ধার : গ্রেপ্তার - ৫ নওগাঁর মান্দায় দুই স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক কবিরাজ গ্রেপ্তার মতপার্থক্য সত্ত্বেও একসঙ্গে দাঁড়ানোই আসল শক্তি : তাসনিম জারা গোমস্তাপুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু রাজশাহীতে বিশ্বপর্যটন দিবস উদ্যাপিত গোদাগাড়ীতে বিপুল পরিমান হেরোইন-সহ মাদক কারবারী গ্রেফতার প্রবাসীর খণ্ডিত মরদেহ উদ্ধার, পরিকল্পিত হত্যার অভিযোগ চট্টগ্রামে কলেজ ছাত্রী মিম’কে ধর্ষণের পর হত্যা ! ইজিবাইক চুরির সময় জণতার হাতে যুবক আটক, পুলিশে সোপর্দ কুমিল্লায় সড়ক-মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মকান্ড ঠেকাতে ব্যর্থ হলে ওসি প্রত্যাহার রাণীশংকৈলে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ

কুমিল্লায় সড়ক-মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মকান্ড ঠেকাতে ব্যর্থ হলে ওসি প্রত্যাহার

  • আপলোড সময় : ২৭-০৯-২০২৫ ০৪:১২:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৯-২০২৫ ০৪:১২:২৬ অপরাহ্ন
কুমিল্লায় সড়ক-মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মকান্ড ঠেকাতে ব্যর্থ  হলে ওসি প্রত্যাহার কুমিল্লায় সড়ক-মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মকান্ড ঠেকাতে ব্যর্থ হলে ওসি প্রত্যাহার
কুমিল্লা জেলায় সড়ক-মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে নেমেছে জেলা পুলিশ। এই তৎপরতা ঠেকাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন জেলা পুলিশ সুপার।

বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও পুলিশের একাধিক সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা গেছে, ছাত্রলীগ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে, যার পরিপ্রেক্ষিতে জেলা পুলিশ এই কঠোর পদক্ষেপ নিয়েছে।

এই ঘোষণার ফলে সড়ক-মহাসড়কসংলগ্ন থানাগুলোর পুলিশ সদস্যরা নির্ঘুম রাত কাটাচ্ছেন।

অনুসন্ধানে জানা গেছে, গত কয়েক মাস ধরে ছাত্রলীগ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে লক্ষ্য করে নানামুখী নাশকতার তৎপরতা চালিয়ে আসছে। মহাসড়কের কুমিল্লা জেলার বিভিন্ন পয়েন্টে সংগঠনটি দফায় দফায় ঝটিকা মিছিল ও নাশকতার চেষ্টা করেছে। এর ফলে দাউদকান্দি ও সদর দক্ষিণ এলাকায় চারটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। এই মামলাগুলোতে গত এক সপ্তাহে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১৩২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

ময়নামতি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার জানান, ছাত্রলীগের নাশকতা ঠেকাতে তিনি নিজেই নিয়মিত সড়কে অবস্থান করছেন। জেলা পুলিশের সঙ্গে তাদের সমন্বয় রয়েছে এবং মহাসড়কে অপরাধ প্রবণতা রুখতে তাদের চেষ্টার কোনো কমতি নেই।

সদর দক্ষিণ থানার ওসি মোহাম্মদ সেলিম উদ্বেগ প্রকাশ করে বলেন, মহাসড়কে ছাত্রলীগের অপতৎপরতা নিয়ে তারা খুব দুশ্চিন্তায় আছেন। তাদের ঝটিকা মিছিল ও নাশকতা ঠেকাতে না পারলে ওসি পদ থেকে প্রত্যাহার হতে হবে, তাই তিনি দিন-রাত মহাসড়কে প্রচুর সময় দিচ্ছেন।

দাউদকান্দি থানার ওসি জুনায়েদ চৌধুরী নিশ্চিত করেন, মহাসড়কে নাশকতার প্রস্তুতিকালে গত এক সপ্তাহে তারা আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২৮ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছেন। তিনি আরও জানান, মহাসড়কে টহল এবং গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে এবং পুলিশ সুপার কঠোর নির্দেশনা দিয়েছেন।

পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ যেন কোনো অপতৎপরতা চালাতে না পারে সেই লক্ষ্যে সংশ্লিষ্ট সব থানার ওসিদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, কারও দায়িত্বে গাফিলতি মেনে নেওয়া হবে না।

এই কঠোর অবস্থানের ফলে কুমিল্লা জেলার সড়ক-মহাসড়কগুলোতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পুলিশের উপর চাপ বেড়েছে এবং তারা সার্বক্ষণিক সতর্ক অবস্থায় রয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান হেরোইন-সহ মাদক কারবারী গ্রেফতার

গোদাগাড়ীতে বিপুল পরিমান হেরোইন-সহ মাদক কারবারী গ্রেফতার