ফরিদপুরের কুমার নদে দাদি ও দুই নাতির পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের পশ্চিম ভাসানচর গ্রামের চৌধুরী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ওই দিন বিকেল সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে দাদি এবং এক নাতির মরদেহ উদ্ধার করা হয়।
এরপর শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে নিখোঁজ থাকা আরেক শিশুর মরদেহও কুমার নদ থেকে উদ্ধার করা হয়। ভাসানচর গ্রামের পাশে নদীতে হেলে পড়া বাঁশের ঝোপের কাছে শিশুটির মরদেহ ভেসে ওঠে এবং স্থানীয়রা তা উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
মৃতদের মধ্যে রয়েছেন পশ্চিম ভাসানচর গ্রামের দিরাজউদ্দিন মৃধার স্ত্রী মালেকা বেগম (৬৮), তার নাতি তোতা মৃধার ছেলে তৌসিফ (৭) এবং শরিফউদ্দিন মৃধার ছেলে সোয়াদ (৬)। বৃহস্পতিবার রাতে দাদি ও এক নাতির জানাজা ও দাফন সম্পন্ন করা হয়।
অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাইদ চৌধুরী জানান, বাড়ির পাশে গোসল করতে গিয়ে দুই চাচাতো ভাই পানিতে ডুবে যায়। তাদের উদ্ধার করতে গিয়ে দাদিও পানিতে ডুবে মারা যান।
ফরিদপুর কোতয়ালি থানার ওসি মো. আসাদউজ্জামান বলেন, নিহতদের পরিবারের অনুরোধে তিনজনের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের পশ্চিম ভাসানচর গ্রামের চৌধুরী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ওই দিন বিকেল সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে দাদি এবং এক নাতির মরদেহ উদ্ধার করা হয়।
এরপর শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে নিখোঁজ থাকা আরেক শিশুর মরদেহও কুমার নদ থেকে উদ্ধার করা হয়। ভাসানচর গ্রামের পাশে নদীতে হেলে পড়া বাঁশের ঝোপের কাছে শিশুটির মরদেহ ভেসে ওঠে এবং স্থানীয়রা তা উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
মৃতদের মধ্যে রয়েছেন পশ্চিম ভাসানচর গ্রামের দিরাজউদ্দিন মৃধার স্ত্রী মালেকা বেগম (৬৮), তার নাতি তোতা মৃধার ছেলে তৌসিফ (৭) এবং শরিফউদ্দিন মৃধার ছেলে সোয়াদ (৬)। বৃহস্পতিবার রাতে দাদি ও এক নাতির জানাজা ও দাফন সম্পন্ন করা হয়।
অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাইদ চৌধুরী জানান, বাড়ির পাশে গোসল করতে গিয়ে দুই চাচাতো ভাই পানিতে ডুবে যায়। তাদের উদ্ধার করতে গিয়ে দাদিও পানিতে ডুবে মারা যান।
ফরিদপুর কোতয়ালি থানার ওসি মো. আসাদউজ্জামান বলেন, নিহতদের পরিবারের অনুরোধে তিনজনের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।