ঢাকা , বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ , ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহারের সাকোঁপাড়ায় মাসব্যাপী গ্রামীণ তরুণ উদ্যোক্তা শীতবস্ত্র মেলার উদ্বোধন রাবি ছাত্রসংসদ উপহার পেল চার শতাধিক খেজুর ও তাল গাছের চাঁরা ঐক্যবদ্ধ রাজশাহী মহানগর বিএনপি, বিভেদ নেই বলে জানালেন নতুন নেতারা শিবগঞ্জ উপজেলা সমিতির নেতৃত্বে রবিউল-কাউসার জন্মোৎসবের আলোচনায় বক্তারা- এন্ড্রু কিশোরের গান মানেই জীবনের গল্প নাটোর -১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ তানোরে জামায়াতের সেন্টার ভিত্তিক নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ তানোরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচার হালিশহর প্রবাসী ডাকাতি: পলাতক আসামি সাদ্দম গ্রেফতার নোয়াখালীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫ হবিগঞ্জে ৮ বছরের শিশুকে বলাৎকার, মাদ্রাসার প্রিন্সিপাল গ্রেপ্তার কক্সবাজারে বাস-মাইক্রোবাস সংঘর্ঘে একই পরিবারের ৫ জন নিহত ১৩০০ জনের বহর নিয়ে বেলজিয়ামে এখন বার্সেলোনা রাণীনগরে মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা ১২২ বছরের রেকর্ড ছুঁয়ে আর্সেনালের সহজ জয় পদত্যাগ করে নির্বাচনের ঘোষণা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের একঢাল লম্বা, ঘন চুল পাওয়ার উপায়, রোজ ৫ অভ্যাসও জরুরি অভিনেত্রী মেয়েকে শাসন করেন শাহরুখ! রাজশাহীতে দশমাসে ২৮ জন এইচআইভি পজেটিভ স্ত্রী ও খালাতো ভাইয়ের অসম প্রেমের বলি জহুরুল!

আল্লাহ সবাইকে কোনো না কোনো গুণ দিয়ে পাঠিয়েছেন, সেটা কাজে লাগান: প্রভা

  • আপলোড সময় : ২৫-০৯-২০২৫ ০২:৩১:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৯-২০২৫ ০২:৩১:৫৫ অপরাহ্ন
আল্লাহ সবাইকে কোনো না কোনো গুণ দিয়ে পাঠিয়েছেন, সেটা কাজে লাগান: প্রভা ছবি- সংগৃহীত
বিজ্ঞাপনচিত্র ও নাটকে অভিনয় করে খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে জায়গা করে নেন সাদিয়া জাহান প্রভা। এরপর হয়ে পড়েন তুমুল ব্যস্ত। তবে নানান কারণে সেই পথচলায় হঠাৎ ছন্দপতন হয়। হয়ে পড়েন অভিনয়ে অনিয়মিত। তবে সব ঝামেলা চুকিয়ে নতুন উদ্দ্যমে কাজে ফিরেছেন তিনি।

কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব প্রভা।  নিজের মনের অনুভূতিগুলো ফেবুকে প্রকাশ করেন ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। তবে বিপত্তি বেঁধেছে অন্য জায়গায়, ফেসবুক জুড়ে অভিনেত্রীর নামে একাধিক ফেক অ্যাকাউন্ট। ফলে অনুরাগীদের সঙ্গে যোগাযোগ কমে গেছে প্রভার। 

সম্প্রতি এক লাইভে তিনি জানিয়েছেন তার ফেসবুকে রিচ কমে গেছেন এবং অনুরাগীদের সতর্ক করে বলেছেন ফেক অ্যাকাউন্ট থেকে রাজনৈতিক মন্তব্য, দেশবিরোধী লেখা বা অর্থ দাবি করা হলে তা যেন কেউ বিশ্বাস না করেন। 

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে লাইভে ভক্তদের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন প্রভা। লাইভ চলাকালীন সময় একজন দর্শক তাঁকে জানান, তার ছবি ব্যবহার করে একাধিক ফেক অ্যাকাউন্ট চালানো হচ্ছে।

এ বিষয়ে প্রভা বলেন, হ্যাঁ, অনেকগুলো ফেক আইডি দেখেছি। এমনকি আমার ছবিসহ পোস্ট দিয়ে লেখা হচ্ছে, আইডির রিচ কমে গেছে, সবাই কমেন্টে সাড়া দিন। এগুলো মোটেও আমার নয়।

ফেক আইডি নিয়ে লাইভে ক্ষোভ প্রকাশ করেন তিনি। প্রভা বলেন, আপনাদের কি কোনো যোগ্যতা নেই যে, আমার ছবি বা কাজ দিয়ে ফেক করতে হবে? আল্লাহ সবাইকে কোনো না কোনো গুণ দিয়ে পাঠিয়েছেন, সেটা কাজে লাগান। কিন্তু, এসব নকল প্রোফাইল বন্ধ করুন।

প্রভা তার অনুরাগীদের সতর্ক করে বলেন, ভুয়া আইডি থেকে রাজনৈতিক মন্তব্য, দেশবিরোধী লেখা বা অর্থ দাবি করা হলে তা বিশ্বাস করবেন না। আমার নামের প্রোফাইল ব্যবহার করে যদি কেউ এমন কিছু করে, সেটা আমি নই। দয়া করে, বিচার করবেন না।

সম্প্রতি ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন প্রভা। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দেনা পাওনা’ গল্প অবলম্বনে নির্মাণ করা হচ্ছে দেনা পাওনা। এটি সরকারি অনুদানের ছবি। এতে নিরুপমা চরিত্রে অভিনয় করবেন তিনি। প্রভার বিপরীতে দেখা যাবে মামনুন ইমনকে। জমিদারের ছেলের চরিত্রে দেখা যাবে তাকে। কলকাতার একজন ম্যাজিস্ট্রেট সে। অন্যদিকে নিরুপমা চরিত্রটি গ্রামের এক মধ্যবিত্ত পরিবারের ঘরের। অসচ্ছল পিতা বিয়েতে পণ দিতে ব্যর্থ হলে আত্মহত্যা করে নিরুপমা। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মতিহারের সাকোঁপাড়ায় মাসব্যাপী গ্রামীণ তরুণ উদ্যোক্তা শীতবস্ত্র মেলার উদ্বোধন

মতিহারের সাকোঁপাড়ায় মাসব্যাপী গ্রামীণ তরুণ উদ্যোক্তা শীতবস্ত্র মেলার উদ্বোধন