লিওনেল মেসির জোড়া গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ৪-০ গোলের বিশাল ব্যবধানে হারালো ইন্টার মায়ামি। এ নিয়ে টানা দুই ম্যাচে মায়ামির হয়ে জোড়া গোল করলেন এই আর্জেন্টাইন তারকা। আর এই জয়ে মেজর লিগ সকার (এমএলএস) কাপের প্লে-অফে জায়গা করে নিলো হাভিয়ের মাচেরানোর দল।
ম্যাচের ৪৩ মিনিটে মেসির অ্যাসিস্টে গোল করে দলকে লিড এনে দেন বালতাসার রড্রিগেজ। খেলার দ্বিতীয়ার্ধের ৭৪ মিনিটে নিজের প্রথম গোলটি করেন মেসি। এরপর খেলার ৮৩ মিনিটে পেনাল্টি শটে গোল করেন সম্প্রতি নিষেধাজ্ঞা থেকে ফেরা লুইস সুয়ারেজ। সবশেষ ম্যাচের ৮৬ মিনিটে প্রতিপক্ষের জালে নিজের দ্বিতীয় গোলটি করেন এল এম টেন। এ পারফরম্যান্সে এমএলএসে এবারের মৌসুমে গোলের শীর্ষে চলে গেলেন মেসি। ২৩ ম্যাচে করলেন ২৪ গোল।
ম্যাচ জেতার মাধ্যমে এমএলএস কাপের প্লে-অফে নিজেদের জায়গা নিশ্চিত করলো মায়ামি। ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো এমএলএস কাপ প্লে-অফ খেলতে যাচ্ছেন মেসি। আর এ নিয়ে টানা তিন ম্যাচে ‘এলএমটেন’ একটি করে গোল করানোর পাশাপাশি নিজেও গোল করলেন।
ম্যাচের ৪৩ মিনিটে মেসির অ্যাসিস্টে গোল করে দলকে লিড এনে দেন বালতাসার রড্রিগেজ। খেলার দ্বিতীয়ার্ধের ৭৪ মিনিটে নিজের প্রথম গোলটি করেন মেসি। এরপর খেলার ৮৩ মিনিটে পেনাল্টি শটে গোল করেন সম্প্রতি নিষেধাজ্ঞা থেকে ফেরা লুইস সুয়ারেজ। সবশেষ ম্যাচের ৮৬ মিনিটে প্রতিপক্ষের জালে নিজের দ্বিতীয় গোলটি করেন এল এম টেন। এ পারফরম্যান্সে এমএলএসে এবারের মৌসুমে গোলের শীর্ষে চলে গেলেন মেসি। ২৩ ম্যাচে করলেন ২৪ গোল।
ম্যাচ জেতার মাধ্যমে এমএলএস কাপের প্লে-অফে নিজেদের জায়গা নিশ্চিত করলো মায়ামি। ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো এমএলএস কাপ প্লে-অফ খেলতে যাচ্ছেন মেসি। আর এ নিয়ে টানা তিন ম্যাচে ‘এলএমটেন’ একটি করে গোল করানোর পাশাপাশি নিজেও গোল করলেন।
ক্রীড়া ডেস্ক