ঢাকা , মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ , ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুই বছর টানা যুদ্ধ চালিয়েও লক্ষ্য অর্জনে ব্যর্থ ইসরায়েল অ্যান্টার্কটিকায় ৬০ দিনে গলে গেল অর্ধেক বরফ, ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা অভিনেত্রীকে অশ্লীল মেসেজ ও ভিডিও পাঠিয়ে হেনস্তা ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় গায়িকা সানি লিওনের সঙ্গী এবার করণ কুন্দ্রা! ‘বিগ বস ১৯’-এর বিজয়ীর নাম প্রকাশ, স্ক্রিপ্ট ফাঁস! মায়ের কান্নার ভিডিও দেখে ফারহানকে ফেরত দিয়ে গেল অপহরণকারী মসজিদ নির্মাণ নিয়ে ২ পক্ষের সংঘর্ষ নোয়াখালীতে ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ৫ বিএনপির প্রার্থী তালিকা থেকে ১ জনের নাম স্থগিত বিএনপিকে নিয়ে কটূক্তির প্রতিবাদে কেশরহাটে সংবাদ সম্মেলন নিয়ামতপুরে সাথী পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন কর্মজীবী মা-বাবাদের জন্য হপ লুনের ‘প্লে ইট ফরওয়ার্ড’ উদ্যোগ নওগাঁ-১ আসনে বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমানের নাম ঘোষণায় উচ্ছ্বসিত কর্মী-সমর্থক রাজাবাড়ী ডিগ্রি কলেজের পাসওয়ার্ড আটকে রেখে হয়রানির অভিযোগ পরিচালকের বিরুদ্ধে রাজশাহীর গোদাগাড়ীতে আদিবাসী পাঁচ পরিবারকে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন বড় কাজ করতে যাচ্ছি, আমি অনেক অনেক বেশি এক্সাইটেড: তানজিন তিশা বেসরকারি প্রাথমিকের শিক্ষার্থীরাও বৃত্তি পরীক্ষা দিতে পারবে নওগাঁয় ৬টি আসনে মধো ৫টিতে বিএনপি'র মনোনয়ন পেলেন যারা আগামী সাপ্তাহে শেখ হাসিনার বিচারের রায়: উপদেষ্টা মাহফুজ

গণতন্ত্রের নতুন যুগ শুরু হবে ফেব্রুয়ারির নির্বাচনে: প্রধান উপদেষ্টা

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৫ ০৩:০৪:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৫ ০৩:০৪:২৮ অপরাহ্ন
গণতন্ত্রের নতুন যুগ শুরু হবে ফেব্রুয়ারির নির্বাচনে: প্রধান উপদেষ্টা ছবি- সংগৃহীত
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে প্যারিসের মেয়র অ্যান হিদালগো সাক্ষাৎ করেছেন। এসময় প্রধান উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারির নির্বাচন গণতন্ত্রের জন্য নতুন যুগের সূচনা করবে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে প্রধান উপদেষ্টার অবস্থানরত হোটেলে মেয়র এসে সাক্ষাৎ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

সাক্ষাৎকালে আসন্ন জাতীয় নির্বাচন, অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম, ক্রীড়া ও অলিম্পিকে সামাজিক ব্যবসার ভূমিকা এবং বৈশ্বিক শরণার্থী সংকট—বিশেষ করে রোহিঙ্গা মানবিক সংকট নিয়ে আলোচনা হয়।

অলিম্পিক প্রসঙ্গে প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, প্যারিস ২০২৪ অলিম্পিককে বিশ্বের অন্যতম বৃহৎ সামাজিক ব্যবসার ইভেন্টে রূপান্তরে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি জোর দিয়ে বলেন, ভবিষ্যতের সব অলিম্পিক, বিশেষ করে আসন্ন লস অ্যাঞ্জেলেস অলিম্পিক, কার্বন নিরপেক্ষ হতে হবে।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের পথে রয়েছে এবং আগামী সাধারণ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, আসন্ন ফেব্রুয়ারির নির্বাচন হবে একটি ভিত্তিগত নির্বাচন, যা দেশের গণতন্ত্রের জন্য নতুন যুগের সূচনা করবে।

মেয়র হিদালগো এই সংকটকালীন সময়ে অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন। তিনি বলেন, আমি আপনার নেতৃত্বের প্রশংসা করি। আপনি অসাধারণ কাজ করেছেন।

উভয় নেতা কক্সবাজারের শরণার্থী শিবিরে বসবাসরত ১০ লাখেরও বেশি রোহিঙ্গার মানবিক সহায়তার জন্য অর্থায়ন বাড়ানোর জরুরি প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

মেয়র হিদালগো বিশেষভাবে বিশ্বব্যাপী শরণার্থী শিবিরগুলোর জীবনযাত্রার মানোন্নয়নের আহ্বান জানান এবং আশা প্রকাশ করেন যে রোহিঙ্গারা একদিন নিরাপদে ও মর্যাদার সাথে তাদের স্বদেশ মিয়ানমারে ফিরে যেতে সক্ষম হবে।

এসময় প্রধান উপদেষ্টা জানান, জাতিসংঘ আগামী সপ্তাহে রোহিঙ্গা সংকট নিয়ে একটি বড় আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে, যার লক্ষ্য হলো সাম্প্রতিক দশকগুলোর অন্যতম গুরুতর এই শরণার্থী পরিস্থিতি নিয়ে বৈশ্বিক মনোযোগ নতুন করে কেন্দ্রীভূত করা।

তিনি আরও জানান, সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য তিনি মেয়র হিদালগোকে আমন্ত্রণ জানিয়েছেন। বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদও বৈঠকে উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
চারঘাটে বড়াল নদে গোসলে নেমে প্রাণ হারালো দুই বন্ধুর

চারঘাটে বড়াল নদে গোসলে নেমে প্রাণ হারালো দুই বন্ধুর