ঢাকা , মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ , ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুঠিয়ায় ফের ভেকু মেশিন নিস্ক্রীয় তানোরে সরকারি খাস জায়গায় পাকা বাড়ি নির্মাণের অভিযোগ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক সেলিম রেজা ​দুর্গাপুরে ড্রেজার মেশিন জব্দ ও ভাসমান ভেলা ধ্বংস মোহনপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মোহনপুরে সিসিডিবি উদ্যোগে শীতার্ত জনগণের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ ​নোয়াখালীতে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে বিনা প্রচারণায় রাতে শীতার্তদের মাঝে বিজিবির কম্বল বিতরণ নোয়াখালীতে জমির বিরোধে বড় ভাইকে কুপিয়ে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার সিরাজগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় নগরীর রাজপাড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নগরীতে আ’লীগ নেতা ও রাবি সেকশন অফিসার পলাশ সহ গ্রেফতার ৩৪ নগরীতে ট্যাপেন্টাডল-সহ ৫ কারবারি গ্রেফতার রাজশাহীতে মাদক প্রতিরোধে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে বিভাগীয় মতবিনিময় সভা চাইলে পরে ঠিক, সিল দিন টিক, অধ্যাপক আলী রীয়াজ গুণগতমান বজায় রেখে দ্রুত রাজশাহী আধুনিক তথ্য কমপ্লেক্সের নির্মাণ শেষের নির্দেশ নগরীতে পুলিশের অভিযানে আ’লীগ নেতা ও রাবি সেকশন অফিসার সহ গ্রেফতার ৩৪ দামকুড়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ চট্টগ্রামে আলোচিত আইনজীবী হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

রাজশাহীর পবায় মসজিদের জমি বিক্রির ইস্যুতে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

  • আপলোড সময় : ২৩-০৯-২০২৫ ০৯:৪৫:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৯-২০২৫ ০৯:৪৫:৩২ অপরাহ্ন
রাজশাহীর পবায় মসজিদের জমি বিক্রির ইস্যুতে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় মসজিদের জমি বিক্রির ইস্যুতে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন
পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়নের আদাড়িয়াপাড়া জামে মসজিদ ও গোরস্থানের জমি বিক্রি নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। এ নিয়ে সম্প্রতি পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আবুল কালাম আজাদ এবং হড়গ্রাম ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নাজিমুদ্দিন ও মসজিদ কমিটির সদস্য তসলেম উদ্দিন।

গত শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে আদাড়িয়াপাড়া এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে অধ্যাপক আবুল কালাম আজাদ অভিযোগ করেন,“মসজিদের জমি বিক্রি” নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে অভিযোগ ছড়ানো হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন,“আমি ১৯৮৬ সাল থেকে মসজিদ ও গোরস্থানের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। কোনো অনিয়ম হয়নি। বরং স্থানীয়দের সহযোগিতায় মসজিদের উন্নয়ন হয়েছে।”

তিনি আরও জানান, সম্প্রতি মসজিদ সম্প্রসারণের জন্য স্থানীয় আব্দুল মালেকের কাছ থেকে জমি ক্রয় করা হয়। এর বিনিময়ে মালেককেও দুই কাঠা জমি দেওয়া হয়। পরে মসজিদের উন্নয়ন কাজে সংলগ্ন জমি বিক্রির পরিকল্পনা করা হলে কমিটির সদস্য তসলেম উদ্দিন রেজুলেশন খাতা নিয়ে গিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করেন। অধ্যাপক আজাদের দাবি, তিনি যেহেতু আসন্ন নির্বাচনে জামায়াতের মনোনীত প্রার্থী হয়েছেন, তাই তাঁর জনপ্রিয়তা নষ্ট করতে স্থানীয় বিএনপি নেতা নাজিমুদ্দিন, তসলেম উদ্দিন ও আসগর আলী ষড়যন্ত্র করছেন।

তবে অপর মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনে হড়গ্রাম ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নাজিমুদ্দিন ও মসজিদ কমিটির সদস্য তসলেম উদ্দিন অধ্যাপক আজাদের অভিযোগের প্রতিবাদ জানিয়েছেন। তাঁরা বলেন, মসজিদের স্থায়ী সম্পত্তি বিক্রির বিষয়ে জনগণের মতামত ছাড়া এককভাবে সিদ্ধান্ত নেওয়া বেআইনি। তাঁদের দাবি,“আবুল কালাম আজাদ দুই কাঠা জমি বিক্রির নামে এক বিঘা জমি বিক্রির পাঁয়তারা করেছিলেন।” এ ঘটনায় সাধারণ মুসল্লিদের মধ্যে ক্ষোভ দেখা দিলে তিনি উল্টো ভয়ভীতি প্রদর্শন করেন এবং নিজেদের আড়াল করতে সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, মসজিদের সম্পত্তি বিক্রি বা ক্রয়ের ক্ষেত্রে কার্যনির্বাহী কমিটির সভার মাধ্যমে সাধারণ সভায় অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। অথচ অধ্যাপক আজাদ জনগণের মতামত উপেক্ষা করে গোপনে রেজুলেশন করেন, যা অনৈতিক ও অবৈধ। তাঁরা দাবি করেন, ধর্মীয় প্রতিষ্ঠানকে কোনো রাজনৈতিক ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে ব্যবহার করা যাবে না।

এ সময় উপস্থিত মসজিদ কমিটির সভাপতি তোফাজ্জল হোসেন বলেন,“আমাদের মসজিদ ও গোরস্থানের জমি নিয়ে নানা গুজব ছড়ানো হচ্ছে। কিন্তু আসল সত্য হলো-আমরা সবাই মিলেই মুসল্লিদের সুবিধার জন্য উন্নয়ন কাজ চালাচ্ছি। কোনো ব্যক্তিগত স্বার্থ নেই।”

মসজিদ কমিটির সহ-সভাপতি শামসুল আলম বলেন, “মসজিদের জমি নিয়ে যে সব বিভ্রান্তি ছড়ানো হচ্ছে তা ভিত্তিহীন। আমরা কোনোভাবেই ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থে মসজিদের স্থায়ী সম্পত্তি ব্যবহার করিনি এবং করবও না। মুসল্লিদের স্বার্থকেই সর্বাগ্রে রাখা হবে।”

একইসাথে মসজিদের ক্যাশিয়ার আবুল হোসেন বলেন, “আমাদের সমস্ত আর্থিক কার্যক্রম স্বচ্ছভাবে পরিচালিত হয়। মসজিদ ও গোরস্থানের উন্নয়নে যে অর্থ ব্যয় করা হচ্ছে, তার প্রতিটি টাকার হিসাব সংরক্ষিত আছে। তাই জমি বিক্রির নামে টাকা আত্মসাতের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।”

স্থানীয়রা সাংবাদিকদের কাছে অনুরোধ করেন, এ বিষয়ে সঠিক তদন্ত করে প্রকৃত ঘটনা প্রকাশ করতে। একইসাথে তাঁরা মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানকে দলীয়করণ ও ব্যক্তিগত স্বার্থে ব্যবহারের বিরুদ্ধে সোচ্চার থাকার অঙ্গীকার করেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় নগরীর রাজপাড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় নগরীর রাজপাড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত