ঢাকা , মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ , ৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএমডিএ'র নির্বাহী প্রকৌশলী এজাদুলের বিরুদ্ধে বিভাগীয় মামলা খুলনায় আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ড, ২০ নারী-পুরুষ গ্রেপ্তার পায়ে লিখে এইচএসসি পাস, হাত না থাকায় জুটছে না এনআইডি রাজশাহী-ঢাকা বাস চলাচল ৩৬ ঘণ্টা পর শুরু মধ্যরাতে অনৈতিক সম্পর্কে পুত্রবধূ, শ্বশুরের কাছে হাতেনাতে ধরা ধামরাইয়ে পরকীয়া ও ছিনতাইয়ের জালে প্রাণ গেল সায়েদুরের এক নারীকে স্ত্রী দাবি করে দুইজনের টানাটানি স্বামীকে বেঁধে নববধূকে সংঘবদ্ধ ধর্ষণ, ভিডিও ধারণ ‘কাটা লাগা’ গার্ল শেফালির মৃত্যু, নতুন তথ্য ফাঁস করলেন স্বামী ফিলিস্তিনে হত্যাকাণ্ডের জন্য শুধু ইসরায়েল নয়, নরেন্দ্র মোদিও দায়ী: প্রকাশ রাজ তানোরে সরকারি গাছ ও পুকুরের মাছ তছরুপের অভিযোগ রাজশাহীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ৯৩ আমর্ড ব্রিগেড কমান্ডারের মতবিনিময় রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে পূজা পালনে প্রস্তুত : র‌্যাব-৫ রাজশাহীর পবায় মসজিদের জমি বিক্রির ইস্যুতে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ববিতে উপাচার্যের মেয়েসহ কোটায় ভর্তি ২৪ জন এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিলো পর্তুগাল রাজশাহীতে ৫ আগস্টের গণহত্যার আরেকটি মামলা দায়ের মাদারীপুরে ছিনতাইকারী সন্দেহে ৬ নারী আটক নোয়াখালীতে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন সভা নোয়াখালীতে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন সভা

একেইতো প্রতিবন্ধি তারপর আবার ধর্ষণ রাণীশংকৈলে শালিসে জরিমানা করলেন ইউপি সদস্য

  • আপলোড সময় : ২৩-০৯-২০২৫ ০৭:২৩:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৯-২০২৫ ০৭:২৩:৫৯ অপরাহ্ন
একেইতো প্রতিবন্ধি তারপর আবার ধর্ষণ রাণীশংকৈলে শালিসে জরিমানা করলেন ইউপি সদস্য একেইতো প্রতিবন্ধি তারপর আবার ধর্ষণ রাণীশংকৈলে শালিসে জরিমানা করলেন ইউপি সদস্য
মেয়েটি একেইতো দৃষ্ঠি প্রতিবন্ধি তার পর আবার ধর্ষণ। এমন লোহমর্ষক ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার গাজীরহাট খুনিপাড়া এলাকায়। আর স্থানীয়রা অনৈতিক কাজের খেসারত হিসাবে সাবুলকে জরিমানা করলো আড়াই লাখ টাকা।

জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর শনিবার গভির রাতে একই এলাকার সাবুলের স্ত্রী প্রতিবেশি দৃষ্টি প্রতিবন্ধী কে তাঁর বাসায় ডেকে নিয়ে যায়। এরপর জোর প‚র্বক তাকে ঘরে নিয়ে গেলে সাবুল প্রতিবন্ধির সাথে অনৈতিক কাজ করে।

এসময় এলাকাবাসী টের পেলে দূজনকে আটক করে। তাৎক্ষণিক ইউপি সদস্য ও ওয়ার্ড বিএনপি সভাপতি রমজান আলী হাসু মেম্বার, স্থানীয় আওয়ামী লীগ নেতা
বিশিষ্ট ব্যাবসায়ী রাজিব ও স্থানীয় লোকজন বিষয়টি তারাহুরো করে প্রতিবন্ধী ইজ্জতের ম‚ল্য নির্ধারণ করে ২ লক্ষ ৫০ হাজার টাকা। তাও আবার বাকি।

এবিষয়ে দৃষ্টি প্রতিবন্ধি জানান আমাকে প্রায় ৮ বছর ধরে এভাবে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে আসছে সাবুল। গত বৈশাখ মাসে আমার সঙ্গে শারিরীক সর্ম্পক করে এবং আমার গর্ভে সন্তান আসে তিন মাস পর আমি যখন বলতে যায়। ঔষধ দিয়ে আমার গর্ভের সন্তান নষ্ট করে দেয়। আমি এখন সাবুলকে বিয়ে করতে চাই। না হয় আমার জীবনের ম‚ল্য করে দেক। যেহেতু আইনে ধর্ষণ একটি গুরুত্বপূর্ণ অপরাধ আর এ অপরাধে অভিযুক্তকারীকে শনিবার আটকেরপর (সাবুল) কে সে রাতেই স্থানীয়
বিএনপি,আওয়ামীলীগনেতারা প্রতিবন্ধির ইজ্জতের মুল্য নির্ধারণ করে ২ লক্ষ ৫০হাজার টাকা। নগদ ২০হাজার অশিষ্ঠ টাকা ১৫দিন পরে। এ প্রসঙ্গে ঠাকুরগাঁও
জেলা জজকোর্টের এ্যাডভোকেট আসাদুজাম্মান রনি বলেন, ধর্ষণ একটি গুরুত্বপূর্ণ অপরাধ আর এটা শালিসে নিসম্পত্তি করা যায়না। এটি নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০৩ এর অধীনে শাস্তিযোগ্য অপরাধ। ধর্ষনের মতো জঘন্য অপরাধের ক্ষেত্রে সালিশের মাধ্যমে মিমাংসা করার সুযোগ নেই। এ ধরণের অপরাধের বিচার রাষ্ঠীয় আইনে পরিচালিত হবে।

এ ব্যাপারে অভিযুক্ত সাবুলের বক্তব্য নেওয়ার চেষ্ঠা করা হলে তাকে বাসায় পাওয়া যায়নি। তবে সাবুলের ভাই সুমন রানা ও তার স্ত্রী এ প্রতিনিধিকে কাছে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মেম্বার সাহেব আমাদের এটি মিমাংসা করে দিয়েছে। নন্দুয়ার ইউপি সদস্য ও ওয়ার্ড বিএনপি সভাপতি রমজান আলী (হাসু) মুঠো ফোনে বলেন, আমি কি করবো ওসি স্যারকে এর আগে আরেকটা ধর্ষণের ঘটনা বলেছিলাম ওনি আমাকেই উল্টো রাগ করেছিল তাই স্থানীয় লোকজন নিয়ে বিষয়টি আপোষ মিমাংসা করে দিয়েছি। আপোষের টাকাগুলো ১৫ দিনের জন্য সময় নিয়েছে দিয়ে দিবে। এব্যাপারে থানা অফিসার ইনচার্জ আরশেদুল হক মুঠোফোনে বলেন, বিষয়টি আমি জানিনা। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
রাসিক সাবেক কাউন্সিলর ও আ’লীগ নেতা পচা গ্রেফতার

রাসিক সাবেক কাউন্সিলর ও আ’লীগ নেতা পচা গ্রেফতার