রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত শনিবার রাতে জুবেরী ভবনে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মাইনউদ্দিনসহ কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে শিক্ষার্থীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী মহানগর জামায়াত।
সোমবার (২২ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ।
রাজশাহী মহানগরীর আমীর ড. মাওলানা কেরামত আলী ও সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল এক যৌথ বিবৃতিতে বলেন, কিছু উচ্ছৃঙ্খল কিছু শিক্ষার্থীর দ্বারা নির্যাতন নিপীড়ন গ্রহণযোগ্য নয়। দোষীদের শনাক্ত করে দ্রুত সময়ে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। বিবৃতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করার উপরে জোর দেওয়া হয়েছে।
বার্তা প্রেরক:
তাহসীনুল আমিন রাহী,
প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক,
বাংলাদেশ জামায়াতে ইসলামী (উলামা বিভাগ),
রাজশাহী মহানগর।
সোমবার (২২ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ।
রাজশাহী মহানগরীর আমীর ড. মাওলানা কেরামত আলী ও সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল এক যৌথ বিবৃতিতে বলেন, কিছু উচ্ছৃঙ্খল কিছু শিক্ষার্থীর দ্বারা নির্যাতন নিপীড়ন গ্রহণযোগ্য নয়। দোষীদের শনাক্ত করে দ্রুত সময়ে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। বিবৃতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করার উপরে জোর দেওয়া হয়েছে।
বার্তা প্রেরক:
তাহসীনুল আমিন রাহী,
প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক,
বাংলাদেশ জামায়াতে ইসলামী (উলামা বিভাগ),
রাজশাহী মহানগর।