ঢাকা , রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ , ৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন লুকে ভাইরাল, আগের মতোই লাস্যময়ী পূর্ণিমা ব্ল্যাকমেইল করতে প্রবাসীর স্ত্রী’র সাথে আপত্তিকর ভিডিও ভাইরাল শাশুড়ির সঙ্গে স্বামীর পরকীয়া সম্পর্কের কথা টিকটকে ফাঁস প্রেমিকের সঙ্গে পালানোর সময় হাতেনাতে ধরলো স্বামী চুয়াডাঙ্গায় আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা হানিমুনে গিয়ে স্ত্রীর দুগ্ধপান করেছিলেন আয়ুষ্মান! ছেলেদের ভাড়া করছেন নারীরা হিজবুল্লাহ প্রধান ইসরায়েলকে দমাতে সৌদি আরবের সাথে একজোট হয়ে কাজ করতে চান ন্যাটোর দাবি এস্তোনিয়ার আকাশসীমায় রাশিয়ার ৩টি যুদ্ধবিমান অনুপ্রবেশের ইসরায়েলের আটক ছেলের মরদেহ, কবর দেয়ার অপেক্ষায় ফিলিস্তিনি মা জামিলা জনবান্ধব কর্মকর্তা ইউএনও লিয়াকত সালমান আগামীকাল রাবি শিক্ষকদের পূর্ণ দিবস কর্মবিরতির ঘোষণা বাংলাদেশি ৫ সিনেমা অস্কারের জন্য জমা পড়েছে রাবিতে পোষ্য কোটা ইস্যুতে শিক্ষক-শিক্ষার্থী হাতাহাতি: উপ-উপাচার্যসহ ১০ জন অবরুদ্ধ রহনপুরে মাদকদ্রব্য সহ ২ জনকে আটক করে পুলিশে সোপর্দ মহানগরীতে যুবলীগ নেতা ফরিদ-সহ গ্রেফতার ১২ ৩১ দফা বাস্তবায়ন হলেই রাষ্ট্র সংস্কার ও মেরামত সম্ভব: মোস্তাফিজুর রহমান নারী ও শিশুদের জন্য নিরাপদ সাইবারস্পেস নিশ্চিত অপরিহার্যতা, আরএমপি পুলিশ কমিশনার ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের তিনদিন ব্যাপী ‘শারদ মেলা’ শুরু তানোর-মুন্ডুমালা-আমনুরা প্রশস্ত সড়কে সরু কালভার্ট, বাড়ছে দুর্ঘটনা

তানোর-মুন্ডুমালা-আমনুরা প্রশস্ত সড়কে সরু কালভার্ট, বাড়ছে দুর্ঘটনা

  • আপলোড সময় : ২০-০৯-২০২৫ ০৬:২৮:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৫ ০৬:২৮:৪৯ অপরাহ্ন
তানোর-মুন্ডুমালা-আমনুরা  প্রশস্ত সড়কে সরু কালভার্ট, বাড়ছে দুর্ঘটনা তানোর-মুন্ডুমালা-আমনুরা প্রশস্ত সড়কে সরু কালভার্ট, বাড়ছে দুর্ঘটনা
রাজশাহীর তানোর-মুন্ডুমালা-আমনুরা সড়কের প্রশস্ততার সঙ্গে সামঞ্জস্যহীন সরু কালভার্টগুলো এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে এই সড়ক দিয়ে চলাচল করছে শত শত যানবাহন, সামান্য অসতর্কতায় ঘটছে ভয়াবহ দুর্ঘটনা। গত ২৯ বছরে এই সড়কে ৩২০টির বেশি দুর্ঘটনায় দেড় ডজনের বেশি মানুষের প্রাণহানি হয়েছে এবং আহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে।

প্রায় তিন দশক আগে কাঁচা থেকে ১০ ফিট প্রশস্ত পাকা সড়কে উন্নীত হওয়ার সময় এই সড়কের কালভার্টগুলোও ১০ ফিট চওড়া করে নির্মাণ করা হয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সড়কটি একাধিকবার সম্প্রসারিত হয়ে বর্তমানে ২০ ফিট প্রশস্ত হয়েছে।

দুঃখজনকভাবে, সড়ক প্রশস্ত হলেও সেই তিন দশক আগের সরু কালভার্টগুলো  পরিবর্তিতই রয়ে গেছে। এই সরু কালভার্টগুলো দিয়েই বিগত ৩০ বছর ধরে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন, ফলে দুর্ঘটনার সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ এই সরু কালভার্টগুলো ভেঙে প্রশস্ত রাস্তার মাপে নতুন সেতু নির্মাণের প্রতিশ্রæতি দিলেও, এক যুগের বেশি সময় পেরিয়ে গেলেও তা বাস্তবায়িত হয়নি। বিশেষ করে তানোর থেকে মুন্ডুমালা পর্যন্ত ১২ কিলোমিটার সড়কের ৬টি এবং মুন্ডুমালা থেকে আমনুরা পর্যন্ত ৮ কিলোমিটার সড়কের ৩টি এতটাই সরু কালভার্ট, একটি বাস বা ট্রাক কালভার্টের উপর উঠলে পাশে পায়ে হেঁটে যাওয়ারও জায়গা থাকে না। অনেক কালভার্টের সাইডওয়াল ভেঙে রডগুলো দুমড়ে-মুচড়ে গেছে।

তানোর উপজেলা ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, গত ২৯ বছরে এই সড়কে প্রায় ৩২০টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে দেড় ডজনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং আহতের সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে। ২০১৭ সালের জানুয়ারি মাসে তানোর-আমনুরা রোডের দেবিপুর মোড় এলাকায় সরু কালভার্টের কাছে নির্মাণাধীন হিমাগারের মালামাল রাখার কারণে চলন্ত ট্রাকের নিচে মোটরসাইকেল থেকে পড়ে তৎকালীন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মাকসুদা খাতুন মারা যান। সর্বশেষ ২০২০ সালের শুরুতে যাত্রীবাহী বাস চিনাশো নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গিয়ে দুইজনের প্রাণহানি হয়। রাতের বেলায় আরও অসংখ্য দুর্ঘটনা ঘটলেও সেগুলোর কোনো তথ্য কোনো প্রতিষ্ঠানের কাছে নেই।

স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) তানোর অফিসের তথ্য মতে, ১৯৯২ সালে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) আমনুরার ধামধুম থেকে তানোর হয়ে রাজশাহী নগরীর বায়া পর্যন্ত প্রায় ৪৩ কিলোমিটার ১০ ফিট প্রশস্ত পাকা সড়ক নির্মাণ করে। ২০১২ সালে বিএমডিএ কর্তৃপক্ষ ৪৩ কিলোমিটার রাস্তাটি এলজিইডির কাছে হস্তান্তর করে। এরপর থেকে এলজিইডি পর্যায়ক্রমে মুন্ডুমালা থেকে বাগধানী পর্যন্ত সড়কটি ২০ ফিট পর্যন্ত সম্প্রসারণ করে। কিন্তু সর্বশেষ ২০২৫ সালেও ঝুঁকিপূর্ণ সরু কালভার্ট রেখেই আবারও সড়কটি সম্প্রসারণ করা হয়েছে। এতে স্থানীয় জনসাধারণ ও যানবাহন চালকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।

রাজশাহী থেকে তানোর-মুন্ডমালায় চলাচলকারী একাধিক যানবাহন চালক জানান, রাস্তা থেকে কালভার্ট অনেক সরু হওয়ায় কালভার্টের উপর গাড়ি উঠলে আর কোনো জায়গা থাকে না। কালভার্টের কাছাকাছি গিয়ে সামনের গাড়ি থাকলে সেখানে কে আগে পার হবে তা নিয়ে সমস্যায় পড়তে হয়। রাতের বেলায় এই রাস্তায় গাড়ি চালাতে আরও বেশি সমস্যা হয়। চালকেরা গাড়ি পারাপারের সময় অনেকে ভারসাম্য হারিয়ে কালভার্টের সাইডওয়ালে ধাক্কা খায়, এতে নিজেরাই আহত বা নিহত হন।

এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) তানোর উপজেলা প্রকৌশলী নূর নাহার বলেন, আমি এই উপজেলায় নতুন যোগদান করেছি। কালভার্ট-ব্রিজগুলো অতি ঝুঁকিপূর্ণ স্বীকার করে তিনি বলেন, কালভার্টগুলো সম্প্রসারণ করতে আমরা দ্রুত পদক্ষেপ নেব।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আগামীকাল রাবি শিক্ষকদের পূর্ণ দিবস কর্মবিরতির ঘোষণা

আগামীকাল রাবি শিক্ষকদের পূর্ণ দিবস কর্মবিরতির ঘোষণা