ঢাকা , শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ , ৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমি ওকে পুরুষ মনে করি না,' ফিরল পুরোনো যুদ্ধ, ভারতীয় তারকাকে একহাত আফ্রিদির খেলার ছলে সেই 'খেলা': যৌন প্রতিযোগিতার উদ্যোগ নিতে চলেছে এই দেশ? ভারত ও চীনকে আল্টিমেটাম দিয়ে চাপানো যাবে না: রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ ‘কম বয়সী পুরুষের সঙ্গে প্রেম করতে আপত্তি নেই, বিয়েতেও অরাজি নই’ আমিশা প্যাটেল টাইগার শ্রফ ও দিশা পাটানি মধ্যে বন্ধুত্ব ছাড়া কোন সম্পর্ক নেই সাঁতার শিখতে গিয়ে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু নরসিংদীতে গৃহবধূকে গুলি করে হত্যা রহনপুরে মাদকদ্রব্য সহ ২ জনকে আটক করে পুলিশে দিলো ঐক্য পরিষদ কমিটির সদস্যরা সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার কবলে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর রাকসু নির্বাচন: গানে, গম্ভীরায় ও সৃজনশীল লিফলেটে জমজমাট ক্যাম্পাস রাবিতে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ রাজশাহীতে অস্ত্র হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল, রাজনৈতিক অঙ্গনে তোলপাড় জুলাই জাতীয় সনদ-সহ ৫দফা দাবিতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ভোলার রিজার্ভ পুকুর থেকে এক শিশুর ভাসমান উদ্ধার তানোরে কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ স্ত্রী ভাড়া পাওয়া যায় যে দেশে মহিলাদের বলতেন ‘টাটকা মাংস’, পদের জোরে পাঁচ বছর ধরে যৌন হেনস্থা হাসপাতালের সহকর্মীদের ওষুধের দোকানে মদ বিক্রি, আটক ৩ সেই দুই নেতার বিরুদ্ধে খাদ্যগুদাম কর্মকর্তার মামলা শিক্ষার্থীকে পিটিয়ে জখম, দুই মাদ্রাসা শিক্ষক বরখাস্ত

মহিলাদের বলতেন ‘টাটকা মাংস’, পদের জোরে পাঁচ বছর ধরে যৌন হেনস্থা হাসপাতালের সহকর্মীদের

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৫ ০৮:০১:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৫ ০৮:০১:১৯ অপরাহ্ন
মহিলাদের বলতেন ‘টাটকা মাংস’, পদের জোরে পাঁচ বছর ধরে যৌন হেনস্থা হাসপাতালের সহকর্মীদের মহিলাদের বলতেন ‘টাটকা মাংস’, পদের জোরে পাঁচ বছর ধরে যৌন হেনস্থা হাসপাতালের সহকর্মীদের
গত ২০১৭ সাল থেকে ২০২২— পাঁচ বছরে একাধিক মহিলা সহকর্মী তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন। সেই অভিযোগ প্রমাণিত হওয়ার পরে বিলেতের আদালত ছ’বছরের কারাদণ্ড দিল এক বাঙালি চিকিৎসককে। তাঁর নাম অমল বসু। ল্যাঙ্কাস্টারের বাসিন্দা অমল কর্মরত ছিলেন ব্ল্যাকপুল ভিক্টোরিয়া হাসপাতালে। বিবিসি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, কার্ডিও ভাস্কুলার সার্জন হিসাবে ওই হাসপাতালে কর্মরত ছিলেন অমল।

অমলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে এক মহিলা সহকর্মী প্রথম প্রেস্টন আদালতের দ্বারস্থ হন ২০২২ সালে। তার পর একে একে আরও অনেকে অমলের বিরুদ্ধে অভিযোগ জানান। গোপন জবানবন্দিও দেন আদালতে। বিবিসি-র প্রতিবেদন অনুযায়ী, অমল তাঁর পদের জোরে প্রথমদিকে মহিলাকর্মীদের হোয়াট্‌সঅ্যাপ গ্রুপে বিভিন্ন অশ্লীল বার্তা পাঠাতেন। কাউকে উল্লেখ করতেন ‘টাটকা মাংস’ হিসাবে, কারও শরীরের গঠন, বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের আকার-আকৃতি নিয়েও মন্তব্য করতেন। শুধু তা-ই নয়, অমলের বিরুদ্ধে শারীরিক নিগ্রহেরও অভিযোগ করেছেন অনেকে। অভিযোগকারিণীদের মধ্যে একাধিক মহিলার বক্তব্য, তাঁরা ভয়ে মুখ খুলতে পারেননি। কেউ কেউ ওই হাসপাতালের চাকরি ছেড়েও দিয়েছেন বলে জানা গিয়েছে।

যদিও চিকিৎসক অমল আদালতে দাবি করেন, তিনি যেগুলি বলতেন বা করতেন, সেগুলি ‘নিছক মজা’ ছিল। গত জুন মাসে প্রেস্টন ক্রা‌উন কোর্ট অমলকে দোষী সাব্যস্ত করে। গত মঙ্গলবার অমলকে ছ’বছরের কারাদণ্ডের সাজা দেয় আদালত। মোট পাঁচ জন মহিলা ১২টি অভিযোগ করেছিলেন অমলের বিরুদ্ধে। এই সবগুলিই পাঁচ বছরের মধ্যে ঘটেছে।

দোষী চিকিৎসক অমলের পরিচয় নিয়ে নানা দাবি উঠতে শুরু করেছে। গত মার্চ মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিলেত সফরে গিয়েছিলেন। সেই পর্বে তাঁর অক্সফোর্ডের কেলগ্‌স কলেজে বক্তৃতার সময়ে আরজি কর-কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ দেখান কিছু প্রবাসী ভারতীয়। মমতার বক্তৃতার মধ্যেই হট্টগোল বাধে। প্রাথমিক ভাবে বক্তৃতা থামিয়ে দিতে হয়েছিল মুখ্যমন্ত্রীকে। তবে কিছু পরেই তিনি বিষয়টি নিয়ন্ত্রণে নিয়ে নেন। প্রেক্ষাগৃহে উপস্থিত অনেকে বিক্ষোভকারীদের সেখান থেকে চলে যেতে বাধ্য করেছিলেন। পরে মমতা যখন বক্তৃতা করে বেরোচ্ছেন, তখনও বাইরে দাঁড়ানো কিছু লোক তাঁকে লক্ষ্য করে টিপ্পনি করেন। মমতা অবশ্য সে বিষয়টিকেও পাত্তা দেননি।

অনেকের দাবি, ওই বিক্ষোভের ‘অন্যতম হোতা’ ছিলেন এই চিকিৎসক। যদিও সে প্রসঙ্গে কোনও প্রামাণ্য ছবি বা ভিডিয়ো ক্লিপ শুক্রবার দুপুর পর্যন্ত প্রকাশ্যে আসেনি। বিবিসি-র প্রতিবেদনেও এই বিষয়টির কোনও উল্লেখ নেই। এই দাবি যাঁরা করছেন, তাঁদের অনেকের বক্তব্য, কলেজের সেমিনার হলের বাইরে যে জমায়েত ছিল, সেখানে উপস্থিত ছিলেন চিকিৎসক অমল। কিন্তু সেই মর্মেও কোনও ছবি এখনও প্রকাশ্যে আসেনি। কেলগ্‌স কলেজের তরফেও এমনকিছু জানানো হয়নি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাকসু নির্বাচন: গানে, গম্ভীরায় ও সৃজনশীল লিফলেটে জমজমাট ক্যাম্পাস

রাকসু নির্বাচন: গানে, গম্ভীরায় ও সৃজনশীল লিফলেটে জমজমাট ক্যাম্পাস