ঢাকা , সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ , ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দামকুড়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ চট্টগ্রামে আলোচিত আইনজীবী হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার দুর্গাপুরে অবৈধ পুকুর খননের অপরাধে ৬ জনকে আটক ও জরিমানা কুমিল্লায় গোমতী নদীর দুই তীর থেকে অবৈধভাবে মাটি লুট, ঝুঁকিতে বাঁধ ও ফসলি জমি প্রকাশিত সংবাদের প্রতিবাদ মোহনপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল রাজশাহী নগরীতে প্রীতি ফুটবল ম্যাচ ১৬ জানুয়ারি পটিয়ায় ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি শওকত সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় ট্রাকের চাপায় পথচারী নিহত ভিন্ন দেশ–ভাষা পেরিয়ে লক্ষ্মীপুরে ফরাসি তরুণীর সুখী দাম্পত্য রাণীনগরে ১০টি খড়ের পালায় দুর্বৃত্তের আগুন নগরীর পবায় মাদক কারবারী কুলসুম ও চন্দ্রিমা থানায় আরিফ গ্রেফতার রাজশাহী সীমান্তবর্তী এলাকায় শীতার্ত মানুষের মাঝে বিজিবি’র কম্বল বিতরণ ঢাকা–১৪ আসনে এমপি পদপ্রার্থী এস এ সিদ্দিক সাজুকে ট্র্যাবের বিশেষ সম্মাননা চারঘাটে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নোয়াখালীতে থানার পাশে সুপার মার্কেট থেকে চুরি, ৯ ভরি স্বর্ণালংকারসহ গ্রেপ্তার-৩ সিংড়ায় কলাগাছের ভেলায় মাছ ধরা উৎসব মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে টেকনাফে প্রাণ গেল শিশুর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের আহ্বান প্রত্যাখ্যান করছেন গ্রিনল্যান্ডের রাজনৈতিক নেতারা নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২২

আব্দুল্লাহ ইবনে সালামের (রা.) তিন প্রশ্ন ও ইসলাম গ্রহণ

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৫ ০৩:৩১:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৫ ০৩:৩১:৪৪ অপরাহ্ন
আব্দুল্লাহ ইবনে সালামের (রা.) তিন প্রশ্ন ও ইসলাম গ্রহণ ছবি- সংগৃহীত
আবদুল্লাহ ইবনে সালাম (রা.) ছিলেন বিশ্বনবি হজরত মুহাম্মাদের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) একজন সাহাবি। ইসলাম গ্রহণের আগে তিনি মদিনার ইহুদি সম্প্রদায়ের একজন বড় রাব্বি বা ধর্মগুরু ছিলেন। তার নাম ছিল হুসাইন, উপনাম আবু ইউসুফ। নবিজি (সা.) মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পর কিছুদিনের মধ্যেই তিনি ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর নবিজি তার নাম রাখেন আব্দুল্লাহ।

নবিজি (সা.) মদিনায় যাওয়ার পর উৎসুক মদিনাবাসী যখন দলে দলে নবিজিকে (সা.) দেখতে যাচ্ছিলেন, আবদুল্লাহ ইবনে সালামও (রা.) তাদের সাথে নবিজিকে (সা.) দেখতে গিয়েছিলেন। নবিজিকে (সা.) দেখেই তার মনে হয়েছিল, এই ব্যক্তি মিথ্যুক হতে পারেন না। আবদুল্লাহ ইবনে সালাম (রা.) বলেন, আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় এলেন, লোকেরা তাকে দেখার জন্য ছুটে যাচ্ছিল এবং বলছিল, ‘আল্লাহর রাসুল এসেছেন!’ ‘আল্লাহর রাসুল এসেছেন!’ আমিও সবার সাথে তাকে দেখতে গেলাম। তার চেহারা ভালোভাবে দেখে আমি বুঝতে পারলাম, এটা মিথ্যাবাদীর চেহারা নয়। সর্বপ্রথম তার মুখে আমি যা শুনেছিলাম, তিনি বলেছিলেন, লোকসকল! আপনারা সালামের ব্যাপক প্রচলন করুন, খাবার খাওয়ান, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করুন এবং রাতে মানুষ যখন ঘুমিয়ে থাকে, তখন নামাজ আদায় করুন, তাহলে আপনারা নিরাপদে জান্নাতে প্রবেশ করবেন। (সুনানে তিরমিজি: ২৪৮৫)

আব্দুল্লাহ ইবনে সালামের (রা.) ইসলাম গ্রহণের ঘটনা বিস্তারিত বর্ণনা করেছেন হজরত আনাস (রা.)। তিনি বলেন, আবদুল্লাহ ইবনু সালামের কাছে যখন আল্লাহর রাসুলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মদিনায় আগমনের খবর পৌঁছল, তখন তিনি তার কাছে এলেন। তিনি বললেন, আমি আপনাকে এমন তিনটি বিষয়ে জিজ্ঞাসা করতে চাই যা নবি ছাড়া আর কেউ জানবেন না। তারপর তিনি জিজ্ঞেস করলেন, কিয়ামতের প্রথম নিদর্শন কি? জান্নাতবাসী সর্বপ্রথম কী খাবার খাবে? সন্তান কখন বাবার সাদৃশ্য লাভ করে আর কখন মাতৃকুলের সাদৃশ্য লাভ করে?

আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, এইমাত্র জিবরাইল (আ.) এ বিষয়ে আমাকে জানিয়েছেন। কেয়ামতের প্রথম নিদর্শন হল আগুন যা মানুষকে পূর্ব থেকে পশ্চিম দিকে তাড়িয়ে নিয়ে একত্রিত করবে। জান্নাতবাসী প্রথম যে খাবার খাবে তা হলো মাছের কলিজার অতিরিক্ত অংশ। পুরুষ-নারীর মিলনের সময় যদি পুরুষের বীর্য অগ্রগামী বা প্রবল হয়, তাহলে সন্তান তার সাদৃশ্য লাভ করে আর নারীর বীর্য অগ্রগামী বা প্রবল হলে সন্তান তার সাদৃশ্য লাভ করে।

আব্দুল্লাহ ইবনে সালাম (রা.) বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি নিঃসন্দেহে আপনি আল্লাহর রাসুল। এরপর তিনি বললেন, হে আল্লাহর রাসুল, ইহুদিদের মিথ্যা বলা ও অপবাদ দেওয়ার অভ্যাস আছে। আপনি তাদেরকে আমার ব্যাপারে জিজ্ঞাসা করার আগে তারা যদি আমার ইসলাম গ্রহণের খবর জেনে ফেলে, তাহলে তারা আপনার কাছে আমার ব্যাপারে মিথ্যা বলবে।

তারপর ইহুদিরা উপস্থিত হলে আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাদের জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে আবদুল্লাহ ইবনে সালাম কেমন ব্যক্তি? তারা বললো, তিনি আমাদের মধ্যে সবচেয়ে বিজ্ঞ ব্যাক্তি এবং সবচেয়ে বিজ্ঞ ব্যাক্তির পুত্র। তিনি আমাদের মধ্যে সর্বোত্তম ব্যাক্তি এবং সর্বোত্তম ব্যাক্তির পুত্র।

আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, যদি আবদুল্লাহ ইসলাম গ্রহন করে, এতে তোমাদের অভিমত কী হবে? তারা বললো, এর থেকে আল্লাহ তার তাকে রক্ষা করুন। এমন সময় আবদুল্লাহ (রা.) তাদের সামনে বের হয়ে এলেন এবং বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আল্লাহর রাসূল।

তখন ইহুদিরা বলতে লাগল, সে আমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যাক্তি এবং সবচেয়ে নিকৃষ্ট ব্যাক্তির সন্তান এবং তারা তার ব্যাপারে কুৎসা রটনায় লিপ্ত হয়ে গেল। (সহিহ বুখারি: ৩০৯৪)

ইসলাম গ্রহণের আগে ইহুদি ধর্মের একজন আলেম ও রাব্বি হওয়ায় আবদুল্লাহ ইবনে সালামের ইসলাম গ্রহণ ছিল নবিজির (সা.) নবুয়্যত ও ইসলামের সত্যতার পক্ষে এক গুরুত্বপূর্ণ দলিল। কোরআনে আল্লাহ তাআলা তার গ্রহণের দিকে ইঙ্গিত করে বলেন, বলুন, তোমরা কি ভেবে দেখেছ, যদি এ কোরআনে আল্লাহর পক্ষ থেকে এসে থাকে আর তোমরা একে অমান্য কর, বনি ইসরাঈলের একজন সাক্ষী এর পক্ষে সাক্ষ্য দিয়ে এতে বিশ্বাস স্থাপন করে আর তোমরা অহংকার কর, তবে তোমাদের চেয়ে অবিবেচক আর কে হবে? নিশ্চয় আল্লাহ অবিবেচকদেরকে পথ দেখান না। (সুরা আহকাফ: ১০)

আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর যারা কুফরি করে, তারা বলে, তুমি রাসুল নও। বলুন, আল্লাহ আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে যথেষ্ট এবং যার কাছে কিতাবের জ্ঞান আছে সেও। (সুরা রা’দ: ৪৩)

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
দামকুড়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ

দামকুড়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ