নওগাঁর নিয়ামতপুরে সোনালী ব্যাংক পিএলসি নিয়ামতপুর শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ, প্রকাশ্যে ঋণ বিতরণ ও আদায় ক্যাম্প ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে এ গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের রাজশাহী মহাব্যবস্থাপক কার্যালয়ের মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) শওকত জামান। সভাপতিত্ব করেন নিয়ামতপুর শাখার ব্যবস্থাপক মাহবুব আলম তুহিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, নিয়ামতপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওবায়দুল হক চৌধুরী, সোনালী ব্যাংকের নওগাঁ প্রধান কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক কাজী মেহেদী হাসান, সহকারী মহাব্যবস্থাপক মোহা. আব্দুল বারীসহ ব্যাংকের সকল কর্মকর্তা, সেবা গ্রহীতা প্রমুখ।
সভায় ব্যাংকিং সেবা বৃদ্ধির লক্ষ্যে সোনালী ব্যাংকের সকল সেবার সুবিধা ও অসুবিধা নিয়ে বিষদ আলোচনা করা হয়। সমাবেশে প্রায় শতাধিক গ্রাহক অংশগ্রহণ করেন এবং প্রধান অতিথির হাত থেকে আট জন গ্রাহক কৃষিঋণ গ্রহণ করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের রাজশাহী মহাব্যবস্থাপক কার্যালয়ের মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) শওকত জামান। সভাপতিত্ব করেন নিয়ামতপুর শাখার ব্যবস্থাপক মাহবুব আলম তুহিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, নিয়ামতপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওবায়দুল হক চৌধুরী, সোনালী ব্যাংকের নওগাঁ প্রধান কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক কাজী মেহেদী হাসান, সহকারী মহাব্যবস্থাপক মোহা. আব্দুল বারীসহ ব্যাংকের সকল কর্মকর্তা, সেবা গ্রহীতা প্রমুখ।
সভায় ব্যাংকিং সেবা বৃদ্ধির লক্ষ্যে সোনালী ব্যাংকের সকল সেবার সুবিধা ও অসুবিধা নিয়ে বিষদ আলোচনা করা হয়। সমাবেশে প্রায় শতাধিক গ্রাহক অংশগ্রহণ করেন এবং প্রধান অতিথির হাত থেকে আট জন গ্রাহক কৃষিঋণ গ্রহণ করেন।