আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে উদযাপন নিশ্চিত করতে নওগাঁর নিয়ামতপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মুর্শিদা খাতুন।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল লতিফ, অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ভীম চন্দ্র বর্মন ও সাধারণ সম্পাদক যোগেশ চন্দ্র, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, নিয়ামতপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান শাজুসহ সকল দপ্তর প্রধান,ইউপি চেয়ারম্যান গন, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তাগন, স্থানীয় জনপ্রতিনিধিরাও সভায় অংশ নেন।
সভায় দুর্গাপূজাকে ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা জোরদার এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা উৎসবকে সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, চলতি বছরে নিয়ামতপুর উপজেলায় মোট ৫৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মুর্শিদা খাতুন।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল লতিফ, অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ভীম চন্দ্র বর্মন ও সাধারণ সম্পাদক যোগেশ চন্দ্র, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, নিয়ামতপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান শাজুসহ সকল দপ্তর প্রধান,ইউপি চেয়ারম্যান গন, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তাগন, স্থানীয় জনপ্রতিনিধিরাও সভায় অংশ নেন।
সভায় দুর্গাপূজাকে ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা জোরদার এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা উৎসবকে সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, চলতি বছরে নিয়ামতপুর উপজেলায় মোট ৫৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।