ঢাকা , শনিবার, ০১ নভেম্বর ২০২৫ , ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​নিয়ামতপুরে মাছ ধরতে গিয়ে প্রাণ গেল কৃষকের রাণীশংকৈলে জাকের পার্টি ছাত্রফ্রন্টের উদ্যোগে সাংগঠনিক মতবিনিময় সভা পত্নীতলায় সন্ত্রাসী হামলার বিচারের দাবিতে বিএনপি’র মানববন্ধন রেলসেতুর নিচ থেকে নারীর লাশ উদ্ধার নিয়ামতপৃরে বৃষ্টিতে আমন ধানের ক্ষতি, শঙ্কায় কৃষক মান্দায় হঠাৎ বৃষ্টিতে আমনসহ সবজির ব্যপক ক্ষতি শুধু নিপীড়িত মানুষের জন্য নয়, সমবায় সবার জন্য, বিভাগীয় কমিশনার সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মাদ্রাসা শিক্ষার্থীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত রাণীশংকৈলে জাতীয় সমবায় দিবস পালিত শেষ হলো আন্তর্জাতিক পর্যটন মেলা তানোরে প্রতিপক্ষকে ফাঁসিয়ে বসে আনতে পুকুরে মাছ চুরির নাটক তানোরে কার্তিকের কান্নায় কৃষকের স্বপ্ন ভঙ্গ নরসিংদীর রায়পুরায় জমি নিয়ে বিরোধ, চাচার হাতে দুই ভাই খুন গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিক সুরক্ষায় কার্যকর ব্যবস্হা নেওয়ার দাবি আরইউজের প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে মারধরের শিকার কিশোরের মৃত্যু রেললাইনে হাঁটু পানি, ২ ঘণ্টা বিলম্বে ছেড়েছে বনলতা এক্সপ্রেস মহানগর বিএনপি’র  সভাপতি মামুন, সাধারণ সম্পাদক রিটন ও  সাংগঠনিক সম্পাদক মিলু চরের ত্রাস কাকনবাহীনি’র বিচার দাবিতে বাঘায় মানববন্ধন জমির ভাগ নিতে বাংলাদেশি এনআইডি বানালেন ভারতীয় নাগরিক সাগর-রুনি হত্যার বিচার ও নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবি

শিক্ষা ক্যাডারে নিয়োগ তালিকায় ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট যুক্ত করার প্রয়োজনীয়তা

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৫ ০৬:২৩:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৫ ০৬:২৩:৪৬ অপরাহ্ন
শিক্ষা ক্যাডারে নিয়োগ তালিকায় ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট যুক্ত করার প্রয়োজনীয়তা শিক্ষা ক্যাডারে নিয়োগ তালিকায় ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট যুক্ত করার প্রয়োজনীয়তা
সাধারণত দেখা যায়, বিসিএস শিক্ষা ক্যাডারে যেসব বিষয়ে শিক্ষক নিয়োগ দেওয়া হয়, সেখানে প্রচলিত বিষয়গুলো (বাংলা, ইংরেজি, অর্থনীতি, হিসাববিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, মার্কেটিং ইত্যাদি রাখা হয়েছে। কিন্তু ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট যেহেতু তুলনামূলকভাবে নতুন এবং বিশেষায়িত একটি বিষয়, তাই এটি এখনও আলাদাভাবে শিক্ষা ক্যাডারের নিয়োগ তালিকায় আসেনি। কয়েকদিন আগে ম্যানেজমেন্ট সাবজেক্ট এর আওতায় ট্যুরিজম এর শিক্ষা ক্যাডার চালু করার কথা উঠেছিল কিন্তু পরে বাতিল করা হয়েছে।

বর্তমানে ৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় যেখানে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ আছে, যেমন; ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও পযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (PUST)।

ট্যুরিজম শুনলেই আমাদের দেশের মানুষ মনে করেন হোটেল এ চাকরি কিন্তু হোটেল ছাড়াও যে আরো বিস্তৃত ক্ষেত্র রয়েছে তা গুরুত্ব দেয় না। 

পাঠ্যক্রমে স্বীকৃতি থাকলেও চাকরির কাঠামোতে নেই বিশ্ববিদ্যালয় ও কলেজে ট্যুরিজম পড়ানো হচ্ছে। কিন্তু বিসিএস শিক্ষা ক্যাডারে আলাদা পদ নেই।

প্রচলিত বিষয়কে অগ্রাধিকার এখনো মূলত সাধারণ বিষয়ের প্রার্থীদের নিয়োগ দেওয়া হয়।

বিষয়ের নবীনতা ট্যুরিজমকে অনেকেই এখনো প্রফেশনাল বা ভোকেশনাল বিষয় হিসেবে দেখেন, একাডেমিক মেইনস্ট্রিমের অংশ হিসেবে কম গুরুত্ব দেওয়া হয়।
নীতি নির্ধারণে অগ্রাহ্যতা শিক্ষা মন্ত্রণালয় ও পাবলিক সার্ভিস কমিশনের কাঠামোগত নীতিমালায় ট্যুরিজমকে অন্তর্ভুক্ত করা হয়নি।

ফলে যারা ট্যুরিজমে পড়াশোনা করছেন, তারা বিসিএস শিক্ষা ক্যাডারের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

যোগ্য স্নাতকরা বাধ্য হয়ে অন্য ক্যাডার (প্রশাসন, ট্যুরিজম বোর্ড বা প্রাইভেট সেক্টর) খুঁজে নিচ্ছেন।

এতে বিষয়টির প্রতি শিক্ষার্থীদের আগ্রহ কমে যাচ্ছে। অভিভাবক সহ বেশিরভাগ মানুষ মনে করেন ট্যুরিজম পড়ে কোনো চাকরি নেই। এটা শেষের দিকের বিষয় এবং কম মেধাবী শিক্ষার্থীরা এই বিষয়ে পড়াশোনা করবে যা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিদেশে টপ ১০ বিষয়ের মধ্যে একটি কিন্তু আমাদের দেশে সে স্থান এখনও পাই নি। এর পেছনে মূল কারণ হচ্ছে নতুন বিষয় আমাদের জন্য।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC), শিক্ষা মন্ত্রণালয় ও BPSC-এর সমন্বয়ে নতুন পদ সৃষ্টির উদ্যোগ নিতে হবে। ট্যুরিজম বাংলাদেশের অর্থনীতির সম্ভাবনাময় খাত। তাই দক্ষ শিক্ষক তৈরি ও বিসিএস শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্তি জরুরি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি ড. মোহাম্মদ জাহিদ হোসেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, ইতিমধ্যে তার বিভাগ থেকে পাশ করে শিক্ষার্থীরা সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, হোটেল, এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এ কর্মরত রয়েছেন।

তিনি আরও বলেন, যদি শিক্ষা ক্যাডার এ ট্যুরিজম বিষয়টাকে অন্তর্ভুক্ত করা হয় তাহলে এই বিষয়ের ওপর বিবিএ এবং এমবিএ করা শিক্ষার্থী একদম যোগ্য শিক্ষক হতে পারবে এবং সঠিক পাঠদান সম্ভব হবে এবং বিভাগের শিক্ষার্থীরা মনে করেন, ট্যুরিজম এর অন্তর্গত প্রতিষ্ঠান যেমন বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, হোটেল, মোটেল এয়ারলাইন্স, ট্রাভেলএজেন্সি ইত্যাদি এসবের উচ্চপদস্থ কর্মকর্তা নির্বাচন করা হোক, ট্যুরিজম এর উপর যারা বিবিএ এবং এমবিএ করেছে তাদের থেকে (বিসিএস) এর মাধ্যমে। 

বিভাগের সভাপতি এ বিষয়ে সহমত পোষণ করে বলেন, ট্যুরিজম বিষয়টির উপর যারা বিবিএ এবং এমবিএ করছে তাদেরকে প্রতিষ্ঠান গুলো নিয়োগ দিলে যোগ্য মানবসম্পদ পাবে। কারণ বর্তমান এ যারা ট্যুরিজম এর বিভিন্ন প্রতিষ্ঠান এ কর্মরত আছেন তারা বেশিরভাগ এই বিষয় সম্পর্কে সম্পূর্ণ অবগত নহে।

ভবিষ্যতে যদি এইসব মেধাবী শিক্ষার্থীদের কাজে লাগানো না যায়, তাহলে ট্যুরিজম ইন্ডাস্ট্রি মুখ থুবড়ে পড়বে বলে মনে করেন ড. মোহাম্মদ জাহিদ হোসেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
শুধু নিপীড়িত মানুষের জন্য নয়, সমবায় সবার জন্য, বিভাগীয় কমিশনার

শুধু নিপীড়িত মানুষের জন্য নয়, সমবায় সবার জন্য, বিভাগীয় কমিশনার