ঢাকা , বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫ , ২৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নামাজ পড়ার পরও বিপদ না কাটলে যা করবেন সিরাজগঞ্জে ভটভটি গাড়ির ধাক্কায় শিশুসহ নিহত ২ ট্রাম্পের শান্তিপ্রস্তাবের প্রাথমিক শর্তে রাজি ইজরায়েল, হামাস! ‘বিষাক্ত’ কাশির সিরাপ খেয়ে ২০টি শিশুর মৃত্যু, ওষুধ প্রস্তুতকারক সংস্থার মালিক গ্রেফতার ১৪ বছর পর কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা শেখ হাসিনাসহ ৩০ জনের গ্রেফতারি পরোয়ানা গেল ১২ দফতরে হিমাগারে পিন ফুটিয়ে নির্যাতন’: দুর্বল ধারায় জামিন, প্রশ্ন পুলিশের ভূমিকায় পাবনায় স্বামী হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন লক্ষ্মীপূজা উপলক্ষে মেলা রাণীনগরে ছোট যমুনা নদীতে শত শত নৌকার নৌবহর নওগাঁয় পানিবন্দি ২৫ পরিবার, মানবেতর জীবনযাপন স্বামী-স্ত্রী ৯০০ পিস ইয়াবাসহ গ্রেফতার প্রতিবন্ধীকে যৌন হয়রানির অভিযোগে বৃদ্ধ কারাগারে ইয়াবাসহ মাদক কারবারি মা-ছেলে গ্রেফতার গোমস্তাপুরে ড্রেনবিহীন রাস্তা: জনদুর্ভোগ চরমে, দুর্ঘটনার ঝুঁকি রাজশাহীতে দেড় কোটি টাকা মূল্যের দূর্লভ মূর্তি উদ্ধার দুর্গাপুরে নেশার টাকা না পেয়ে কলেজছাত্রের কাণ্ড বাঘায় ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন করলেই পুরস্কার আবাসিক হোটেলে তরুণীকে পালাক্রমে ধর্ষণ বাবা-ছেলেকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা মেঘনায় পুলিশের ওপর চাঁদাবাজদের হামলা, ৩ পুলিশসহ আহত ৫

রোজ শ্যাম্পুর সময় ৪টি নিয়ম মানলেই চুল পড়ার সমস্যা থেকে মুক্তি পাবেন

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৫ ০২:৫৫:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৫ ০২:৫৫:৫৬ অপরাহ্ন
রোজ শ্যাম্পুর সময় ৪টি নিয়ম মানলেই চুল পড়ার সমস্যা থেকে মুক্তি পাবেন ফাইল ফটো
জট বেঁধে যাওয়া আঠালো মাথা নিয়ে ঘুরে বেড়াতে কেউই পছন্দ করেন না। তবে, রোজ বাড়ি থেকে বেড়োনোর আগে ঝলমলে, কোমল, সুন্দর চুল পেতে গেলে কষ্ট তো করতে হবে। রোজ শ্যাম্পু করলে তবেই চুল উড়িয়ে বেড়ানো যাবে। তবে আলস্য এবং চুলের স্বাস্থ্যের কথা মাথায় রেখে অনেকেই তা করেন না।

প্রতি দিন যে পরিমাণ ধুলো-ময়লা জমে চুলে, তাতে মাথা ভারী হয়ে যায়। অনেক সময় মাথায় যন্ত্রণাও হতে থাকে। এ ছাড়া মাথার ত্বক থেকে এক ধরনের প্রাকৃতিক তেল বা সেবাম নিঃসরণ হয়। যা মাথার ত্বককে আর্দ্র রাখতে সাহায্য করে। কিন্তু অতিরিক্ত সেবাম নির্গত হতে থাকলে চুল আঠালো এবং চিটচিটে হয়ে যায়। উপরন্তু গরমের সময়ে ঘাম জমে জমেও চুলের ক্ষতি হয়। সেই সময়ে রোজ শ্যাম্পু করলে তেলচিটে ভাব কেটে যায়। ত্বক পরিষ্কার থাকে। ফলে খুশকি, শুষ্কতা, ছত্রাকের সংক্রমণের সম্ভাবনা কমে যায়। চুল রোজ পরিষ্কার করলে কেশসজ্জার ক্ষেত্রেও নানা রকমের সুবিধা পাওয়া যায়।

রোজ স্নানের সময় শ্যাম্পু করলে চুল আপাত ভাবে রেশমের মতো দেখায় বটে, কিন্তু এতে ক্ষতি হওয়ার সম্ভাবনাও থাকে। অতিরিক্ত শ্যাম্পু ব্যবহারের একাধিক অপকারিতা রয়েছে। ঘন ঘন শ্যাম্পু করলে চুলের প্রাকৃতিক তেল কমে যেতে পারে। বাড়তে পারে শুষ্কতা। তবে রোজ শ্যাম্পু করেও কী ভাবে চুলের স্বাস্থ্য ভাল রাখবেন, হদিস দিলেন কেশসজ্জা শিল্পী জাভেদ হাবিব।

জাভেদ বলেন, রোজ শ্যাম্পু করতে হলে নিয়ম মেনে প্রি-কন্ডিশনিংও করতে হবে। প্রি-কন্ডিশনিং-এর চারটি ধাপ রয়েছে।

১. প্রথম চুল ভিজিয়ে নিন, তার পর চুলে তেল লাগান।

২. তেল লাগানোর পর মালিশ করার প্রয়োজন নেই।

৩. লম্বা চুল হলে তেল মাখার পর চিরুনি দিয়ে আঁচড়ে নিন, পাঁচ মিনিট পর চুলে শ্যাম্পু করে নিন।

৪. মাথা ধোয়ার সময় হার্বাল শ্যাম্পু ব্যবহার করুন, শিকাকাই দিয়েও শ্যাম্পু করতে পারেন।

জাভেদ বলেন চুলের এই চার ধাপ মেনে চললেই কিন্তু চুল পড়া ও খুশকির সমস্যা থেকে রেহাই পাবেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে দেড় কোটি টাকা মূল্যের দূর্লভ মূর্তি উদ্ধার

রাজশাহীতে দেড় কোটি টাকা মূল্যের দূর্লভ মূর্তি উদ্ধার