ঢাকা , বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫ , ২৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শপিংমলে বোরকা পরে ঢুকে ৫০০ ভরি স্বর্ণ চুরি নামাজ পড়ার পরও বিপদ না কাটলে যা করবেন সিরাজগঞ্জে ভটভটি গাড়ির ধাক্কায় শিশুসহ নিহত ২ ট্রাম্পের শান্তিপ্রস্তাবের প্রাথমিক শর্তে রাজি ইজরায়েল, হামাস! ‘বিষাক্ত’ কাশির সিরাপ খেয়ে ২০টি শিশুর মৃত্যু, ওষুধ প্রস্তুতকারক সংস্থার মালিক গ্রেফতার ১৪ বছর পর কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা শেখ হাসিনাসহ ৩০ জনের গ্রেফতারি পরোয়ানা গেল ১২ দফতরে হিমাগারে পিন ফুটিয়ে নির্যাতন’: দুর্বল ধারায় জামিন, প্রশ্ন পুলিশের ভূমিকায় পাবনায় স্বামী হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন লক্ষ্মীপূজা উপলক্ষে মেলা রাণীনগরে ছোট যমুনা নদীতে শত শত নৌকার নৌবহর নওগাঁয় পানিবন্দি ২৫ পরিবার, মানবেতর জীবনযাপন স্বামী-স্ত্রী ৯০০ পিস ইয়াবাসহ গ্রেফতার প্রতিবন্ধীকে যৌন হয়রানির অভিযোগে বৃদ্ধ কারাগারে ইয়াবাসহ মাদক কারবারি মা-ছেলে গ্রেফতার গোমস্তাপুরে ড্রেনবিহীন রাস্তা: জনদুর্ভোগ চরমে, দুর্ঘটনার ঝুঁকি রাজশাহীতে দেড় কোটি টাকা মূল্যের দূর্লভ মূর্তি উদ্ধার দুর্গাপুরে নেশার টাকা না পেয়ে কলেজছাত্রের কাণ্ড বাঘায় ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন করলেই পুরস্কার আবাসিক হোটেলে তরুণীকে পালাক্রমে ধর্ষণ বাবা-ছেলেকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

ফ্যাসিবাদ বিরোধী অতিবামপন্থী গোষ্ঠীকে ‘জঙ্গি সংগঠন’ ঘোষণা ট্রাম্পের!

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৫ ০২:৩০:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৫ ০২:৩০:২৪ অপরাহ্ন
ফ্যাসিবাদ বিরোধী অতিবামপন্থী গোষ্ঠীকে ‘জঙ্গি সংগঠন’ ঘোষণা ট্রাম্পের! ছবি- সংগৃহীত
ফ্যাসিবাদ বিরোধী অতিবামপন্থী গোষ্ঠী ‘অ্যান্টিফা’কে জঙ্গি সংগঠন বলে ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সকালে সমাজমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ পোস্ট করে এ কথা জানিয়েছেন তিনি। আমেরিকার ফ্যাসিবাদ বিরোধী অতিবামপন্থীদের ওই মঞ্চের বিরুদ্ধে পদক্ষেপের হুঁশিয়ারি আগেই দিয়েছিলেন তিনি। এ বার ওই মঞ্চকে জঙ্গিগোষ্ঠী বলে ঘোষণা করে দিলেন ট্রাম্প। ‘অ্যান্টিফা’কে যাঁরা আর্থিক মদত দিচ্ছেন, তাঁদের বিরুদ্ধেও তদন্ত শুরু করার প্রস্তাব দিয়েছেন তিনি।

সমাজমাধ্যমে ট্রাম্প লিখেছেন, “আমি আমেরিকার দেশপ্রমিকদের উদ্দেশে জানাচ্ছি যে অ্যান্টিফা একটি অসুস্থ, বিপজ্জনক এবং অতিবাম বিপর্যয়। এটিকে আমি একটি বড় জঙ্গিগোষ্ঠী হিসাবে ঘোষণা করছি। যাঁরা অ্যান্টিফাকে আর্থিক মদত দিচ্ছেন, তাঁদের বিরুদ্ধেও পুঙ্খানুপুঙ্খ ভাবে তদন্তের প্রস্তাব দিচ্ছি।”

সম্প্রতি আমেরিকার এক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ট্রাম্প-ঘনিষ্ঠ বলে পরিচিত রক্ষণশীল নেতা চার্লি কির্ক খুন হয়েছেন। গুলি করে হত্যা করা হয়েছে তাঁকে। ওই ঘটনার পরেই অতিবামপন্থীদের এই মঞ্চকে জঙ্গি গোষ্ঠীকে আমেরিকায় তকমা দেওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কির্ক খুন হওয়ার পর থেকেই অতিবামপন্থীদের নিশানা করে গিয়েছেন ট্রাম্প। ঘনিষ্ঠ নেতার মৃত্যুর পরে ভিডিয়োবার্তায় ট্রাম্প বলেন, “বছরের পর বছর ধরে অতিবামপন্থীরা চার্লির মতো দুর্দান্ত আমেরিকানদের নাৎসি এবং বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট হত্যাকারী ও অপরাধীদের সঙ্গে তুলনা করে আসছে। আজ আমরা দেশে যে সন্ত্রাস দেখছি, এই ধরনের বক্তব্যই তার জন্য সরাসরি দায়ী। এগুলি এখনই বন্ধ হওয়া উচিত।”

বস্তুত, ‘অ্যান্টিফা’ হল ‘অ্যান্টি ফ্যাসিস্ট্‌স’-এর সংক্ষিপ্ত রূপ। এটির কোনও নির্দিষ্ট গঠনতন্ত্র রয়েছে কি না, তা স্পষ্ট নয়। এই গোষ্ঠী আসলে একটি সামাজিক আন্দোলন মঞ্চ। ‘অ্যান্টিফা’র নির্দিষ্ট কোনও গঠন কাঠামো না থাকায় এই গোষ্ঠীর ব্যাপ্তি অস্পষ্ট।

সংবাদমাধ্যম ‘সিএনএন’ অনুসারে, আমেরিকার বাম এবং অতিবামপন্থীয় বিশ্বাসীদের একটি মিলিত মঞ্চ হিসাবে ব্যাখ্যা করা হয় ‘অ্যান্টিফা’কে। এই গোষ্ঠীর কোনও ঘোষিত নেতৃত্ব নেই। কোনও সদস্য তালিকা নেই। কোনও সদর দফতরও নেই। ফলে ট্রাম্পের এই ঘোষণা কী ভাবে কার্যকর হবে, কাদের বিরুদ্ধে কার্যকর হবে— তা এখনও স্পষ্ট নয়।

কির্কের মৃত্যুর পরে সম্প্রতি ট্রাম্প জানিয়েছিলেন, তিনি ‘অ্যান্টিফা’কে ‘ঘরোয়া জঙ্গি’ তকমা দেওয়ার বিষয়টি বিবেচনা করবেন। এ বিষয়ে ক্যাবিনেট এবং বিচার দফতরের সঙ্গে কথা বলবেন বলেও সেই সময় জানিয়েছিলেন ট্রাম্প।

বৃহস্পতিবার ট্রাম্পের ঘোষণার পরে হোয়াটই হাউসের এক আধিকারিক ‘সিএনএন’কে জানান, রাজনৈতিক হিংসায় ইন্ধন জোগানো বামপন্থী গোষ্ঠীগুলির বিরুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্প অনেকগুলি পদক্ষেপ করবেন। এটিও তার মধ্যে একটি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে দেড় কোটি টাকা মূল্যের দূর্লভ মূর্তি উদ্ধার

রাজশাহীতে দেড় কোটি টাকা মূল্যের দূর্লভ মূর্তি উদ্ধার