ঢাকা , বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫ , ২৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নামাজ পড়ার পরও বিপদ না কাটলে যা করবেন সিরাজগঞ্জে ভটভটি গাড়ির ধাক্কায় শিশুসহ নিহত ২ ট্রাম্পের শান্তিপ্রস্তাবের প্রাথমিক শর্তে রাজি ইজরায়েল, হামাস! ‘বিষাক্ত’ কাশির সিরাপ খেয়ে ২০টি শিশুর মৃত্যু, ওষুধ প্রস্তুতকারক সংস্থার মালিক গ্রেফতার ১৪ বছর পর কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা শেখ হাসিনাসহ ৩০ জনের গ্রেফতারি পরোয়ানা গেল ১২ দফতরে হিমাগারে পিন ফুটিয়ে নির্যাতন’: দুর্বল ধারায় জামিন, প্রশ্ন পুলিশের ভূমিকায় পাবনায় স্বামী হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন লক্ষ্মীপূজা উপলক্ষে মেলা রাণীনগরে ছোট যমুনা নদীতে শত শত নৌকার নৌবহর নওগাঁয় পানিবন্দি ২৫ পরিবার, মানবেতর জীবনযাপন স্বামী-স্ত্রী ৯০০ পিস ইয়াবাসহ গ্রেফতার প্রতিবন্ধীকে যৌন হয়রানির অভিযোগে বৃদ্ধ কারাগারে ইয়াবাসহ মাদক কারবারি মা-ছেলে গ্রেফতার গোমস্তাপুরে ড্রেনবিহীন রাস্তা: জনদুর্ভোগ চরমে, দুর্ঘটনার ঝুঁকি রাজশাহীতে দেড় কোটি টাকা মূল্যের দূর্লভ মূর্তি উদ্ধার দুর্গাপুরে নেশার টাকা না পেয়ে কলেজছাত্রের কাণ্ড বাঘায় ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন করলেই পুরস্কার আবাসিক হোটেলে তরুণীকে পালাক্রমে ধর্ষণ বাবা-ছেলেকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা মেঘনায় পুলিশের ওপর চাঁদাবাজদের হামলা, ৩ পুলিশসহ আহত ৫

নোয়াখালীর যুবককে ফেনীতে পিটিয়ে হত্যা: হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ

  • আপলোড সময় : ১৭-০৯-২০২৫ ০১:৪৮:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৯-২০২৫ ০১:৪৮:১০ অপরাহ্ন
নোয়াখালীর যুবককে ফেনীতে পিটিয়ে হত্যা: হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ নোয়াখালীর যুবককে ফেনীতে পিটিয়ে হত্যা: হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ
নোয়াখালীর বেগমগঞ্জের কাদিরপুর ইউনিয়নের মুন্সী বাড়ির বুদ্ধি প্রতিবন্ধী যুবক মুনসুর আহমেদ বাহারকে (৩৮) ফেনীর মোটবীতে পিটিয়ে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাদিরপুর ইউনিয়নের পৌরণ বিবি বাজারে এ কর্মসূচি পালন করা হয়।  

মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত বাহারের বড় ভাই জাফর আহমেদ, নিহতের স্ত্রী নুর নাহার, স্থানীয় ইউপি সদস্য জাকের হোসেন, জান্না মহিলা মাদরাসার মুহতামিম মুফতি আব্দুল হালিম প্রমূখ।  

বক্তারা মানববন্ধনে অভিযোগ করে বলেন, তার ভাই একজন নিরীহ ও বুদ্ধি প্রতিবন্ধী যুবক ছিলেন। তিনি ফেনীর কাশিমপুরের স্টার লাইন নামক প্রতিষ্ঠানে চাকরি করতেন। গত রোববার ১৪ সেপ্টেম্বর ভোরে চোর অ্যাখা দিয়ে ফেনীর মোটবী ইউনিয়নের স্থানীয় কিছু বাসিন্দা তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে অপর আসামিদের গ্রেফতারে পুলিশের কোন তৎপরতা নেই।  

এ সময় বক্তারা দ্রুততম সময়ের মধ্যে হত্যাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান। তারা বলেন, একজন বুদ্ধি প্রতিবন্ধী ও নিরীহ যুবককে এভাবে পিটিয়ে হত্যা করা অত্যন্ত অমানবিক। এই ঘটনায় তারা প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য দাবী জানান।

ফেনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, এ ঘটনায় ৬জনকে আসামি করে একটি হত্যা মামলা নেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারে পুলিশের কোন অনীহা নেই। পুলিশ তাদেরও গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে দেড় কোটি টাকা মূল্যের দূর্লভ মূর্তি উদ্ধার

রাজশাহীতে দেড় কোটি টাকা মূল্যের দূর্লভ মূর্তি উদ্ধার