রাজধানীর শ্যামলীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ ছয়জনকে আটক করেছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে শ্যামলী শিশুমেলা থেকে আগারগাঁও চক্ষু হাসপাতালের সামনে ৭০-৮০ জন আওয়ামী লীগ কর্মী একটি ঝটিকা মিছিল বের করে। শেরেবাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে ৬জনকে আটক করে।
তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। যাচাই-বাছাই শেষে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে শ্যামলী শিশুমেলা থেকে আগারগাঁও চক্ষু হাসপাতালের সামনে ৭০-৮০ জন আওয়ামী লীগ কর্মী একটি ঝটিকা মিছিল বের করে। শেরেবাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে ৬জনকে আটক করে।
তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। যাচাই-বাছাই শেষে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।