ঢাকা , বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫ , ২৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লক্ষ্মীপূজা উপলক্ষে মেলা রাণীনগরে ছোট যমুনা নদীতে শত শত নৌকার নৌবহর নওগাঁয় পানিবন্দি ২৫ পরিবার, মানবেতর জীবনযাপন স্বামী-স্ত্রী ৯০০ পিস ইয়াবাসহ গ্রেফতার প্রতিবন্ধীকে যৌন হয়রানির অভিযোগে বৃদ্ধ কারাগারে ইয়াবাসহ মাদক কারবারি মা-ছেলে গ্রেফতার গোমস্তাপুরে ড্রেনবিহীন রাস্তা: জনদুর্ভোগ চরমে, দুর্ঘটনার ঝুঁকি রাজশাহীতে দেড় কোটি টাকা মূল্যের দূর্লভ মূর্তি উদ্ধার দুর্গাপুরে নেশার টাকা না পেয়ে কলেজছাত্রের কাণ্ড বাঘায় ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন করলেই পুরস্কার আবাসিক হোটেলে তরুণীকে পালাক্রমে ধর্ষণ বাবা-ছেলেকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা মেঘনায় পুলিশের ওপর চাঁদাবাজদের হামলা, ৩ পুলিশসহ আহত ৫ টায়ার পুড়িয়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল, বিপর্যস্ত পরিবেশ গরু চোর ধরতে গিয়ে ট্রাকচাপায় শ্রমিকদল নেতার মৃত্যু শহিদুল আলমদের ধরে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, জানাল ইসরায়েল সিরাজগঞ্জে মহাসড়কে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ১ রাজশাহী সহ দেশের ২০ অঞ্চলের জন্য সতর্কবার্তা বিএনপি নেতা আনিসুরের মৃত্যুতে তারেক রহমানের শোক রসায়নে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী বদলির আদেশ অমান্য করে রাসিকে সচিবের দায়িত্বে রুমানা আফরোজ: প্রশাসনিক বিশৃঙ্খলা ও বিভ্রান্তি সৃষ্টি

শর্তসাপেক্ষে ভারতে ১২০০ টন ইলিশ রফতানির অনুমতি পেল ৩৭ প্রতিষ্ঠান

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৫ ০৪:৫২:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৫ ০৪:৫২:৫৩ অপরাহ্ন
শর্তসাপেক্ষে ভারতে ১২০০ টন ইলিশ রফতানির অনুমতি পেল ৩৭ প্রতিষ্ঠান ফাইল ফটো
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ৩৭টি প্রতিষ্ঠানকে ভারতে মোট ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ মাছ শর্তসাপেক্ষে রফতানির অনুমতি দিয়েছে সরকার।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের রফতানি-২ শাখার উপসচিব এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
এতে বলা হয়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ মাছ রফতানির জন্য ৩৭ প্রতিষ্ঠানের অনুকূলে ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ১৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত রফতানির সময়সীমা নির্ধারণ করা হয়েছে। প্রতিকেজি ইলিশের রফতানি মূল্য ন্যূনতম ১২.৫ মার্কিন ডলার হতে হবে।

তবে মাছ রফতানির ক্ষেত্রে বেশকিছু শর্ত দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এগুলো হলো- রফতানি নীতি ২০২৪-২৭ এর বিধি-বিধান অনুসরণ করতে হবে। শুল্ক কর্তৃপক্ষ রফতানিযোগ্য পণ্যের যথাযথ পরীক্ষা-নিরীক্ষা করবে।
 
এছাড়া পরবর্তী আবেদনের ক্ষেত্রে পূর্ববর্তী অনুমোদিত পরিমাণ থেকে প্রকৃত রফতানির পরিমাণ সংক্রান্ত সকল তথ্য প্রমাণ দাখিল করতে হবে। তবে  অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি মাছ রফতানি করা যাবে না।
 
প্রতিটি পণ্য চালান রফতানিকালে শুল্ক কর্তৃপক্ষ অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে পরীক্ষা করে অনুমোদিত পরিমাণের অতিরিক্ত পণ্য রফতানি না করার বিষয়টি নিশ্চিত হবেন। এ অনুমতি কোনভাবেই হস্তান্তরযোগ্য নয়, অনুমোদিত রফতানিকারক কোনোভাবেই নিজে রফতানি না করে সাব কন্ট্রাক্ট প্রদান করতে পারবেন না। সরকার প্রয়োজনে যে কোন সময় এ রফতানি অনুমতি বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে।
 
এর আগে গত ৮ সেপ্টেম্বর আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ মাছ শর্তসাপেক্ষে রফতানির নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল সরকার। আগ্রহী রফতানিকারকদের আগামী ১১ সেপ্টেম্বরের (বিকেল ৫টা) মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে হার্ড কপিতে আবেদন করার নির্দেশনা দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়।

আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট রফতানিকারক প্রতিষ্ঠানের হালনাগাদ ট্রেড লাইসেন্স, ইআরসি, আয়কর সার্টিফিকেট, ভ্যাট সার্টিফিকেট, বিক্রয় চুক্তিপত্র, মৎস্য অধিদফতরের লাইসেন্সসহ সংশ্লিষ্ট দলিল দাখিল করতে হয়েছে। প্রতি কেজি ইলিশের ন্যূনতম রফতানি মূল্য ১২.৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।
 
উল্লেখ্য, গত বছর দুর্গাপূজা উপলক্ষে ৩ হাজার মেট্রিক টন ইলিশ রফতানির অনুমোদন দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। তবে পরে সেটির পরিমাণ ২ হাজার ৪২০ টন করা হয়েছিল।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
রাজশাহীতে দেড় কোটি টাকা মূল্যের দূর্লভ মূর্তি উদ্ধার

রাজশাহীতে দেড় কোটি টাকা মূল্যের দূর্লভ মূর্তি উদ্ধার