ভারতের গোয়ালিয়রের তরুণ উদ্যোক্তা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েনসার তানিয়া মিত্তাল সম্প্রতি নতুন করে আলোচনায় এসেছেন।
মহাকুম্ভ সফরের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তিনি রাতারাতি ইন্টারনেট সেনসেশনে পরিণত হন।
এবার বলিউড সুপারস্টার সালমান খানের সঞ্চালনায় জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ১৯’-এ অংশ নিয়ে আরও বেশি শিরোনাম হয়েছেন।
শোতে এসে তানিয়া জানান, তার রয়েছে ২৬ হাজার বর্গফুটের বিলাসবহুল বাড়ি এবং প্রায় ৮০০ কর্মী তার অধীনে কাজ করছেন।
তবে তার আলোচনায় আসার মূল কারণ সম্পদ নয়, বরং এক পুরনো মন্তব্য—যেখানে তিনি বলেছিলেন, চাইলে বেকার পুরুষকেও বিয়ে করতে রাজি আছেন তিনি।
তানিয়ার ভাষায়, “আমার কাছে আদর্শ সঙ্গী থাকাটাই বড় কথা। তিনি চাকরিজীবী হোন বা বেকার—তা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমি চাইলে স্বামীর জন্য রান্না করতে পারব, এমনকি তাঁর পা ছুঁয়েও সম্মান জানাতে প্রস্তুত।”
তিনি আরও যোগ করেন, তাঁর রয়েছে তিনটি কারখানা, তাই স্বামীকে উপার্জনের চিন্তা করতে হবে না। তানিয়ার মতে, সংসারে স্বস্তি চায় পুরুষরা, আর তিনি সেটিই দিতে চান।
নিজেকে রোমান্টিক স্বভাবের মানুষ দাবি করে তানিয়া বলেন, “আমি সম্পর্কে থাকলে সবকিছু দিয়ে দিতে চাই। আমার বয়ফ্রেন্ড খাওয়া শেষ করলে তোয়ালে এগিয়ে দিই, স্বামীর ক্ষেত্রেও একইভাবে করব। আমি চাই, তিনি যেন নিজেকে রাজা মনে করেন।”
মহাকুম্ভ সফরের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তিনি রাতারাতি ইন্টারনেট সেনসেশনে পরিণত হন।
এবার বলিউড সুপারস্টার সালমান খানের সঞ্চালনায় জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ১৯’-এ অংশ নিয়ে আরও বেশি শিরোনাম হয়েছেন।
শোতে এসে তানিয়া জানান, তার রয়েছে ২৬ হাজার বর্গফুটের বিলাসবহুল বাড়ি এবং প্রায় ৮০০ কর্মী তার অধীনে কাজ করছেন।
তবে তার আলোচনায় আসার মূল কারণ সম্পদ নয়, বরং এক পুরনো মন্তব্য—যেখানে তিনি বলেছিলেন, চাইলে বেকার পুরুষকেও বিয়ে করতে রাজি আছেন তিনি।
তানিয়ার ভাষায়, “আমার কাছে আদর্শ সঙ্গী থাকাটাই বড় কথা। তিনি চাকরিজীবী হোন বা বেকার—তা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমি চাইলে স্বামীর জন্য রান্না করতে পারব, এমনকি তাঁর পা ছুঁয়েও সম্মান জানাতে প্রস্তুত।”
তিনি আরও যোগ করেন, তাঁর রয়েছে তিনটি কারখানা, তাই স্বামীকে উপার্জনের চিন্তা করতে হবে না। তানিয়ার মতে, সংসারে স্বস্তি চায় পুরুষরা, আর তিনি সেটিই দিতে চান।
নিজেকে রোমান্টিক স্বভাবের মানুষ দাবি করে তানিয়া বলেন, “আমি সম্পর্কে থাকলে সবকিছু দিয়ে দিতে চাই। আমার বয়ফ্রেন্ড খাওয়া শেষ করলে তোয়ালে এগিয়ে দিই, স্বামীর ক্ষেত্রেও একইভাবে করব। আমি চাই, তিনি যেন নিজেকে রাজা মনে করেন।”