ঢাকা , সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ , ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দামকুড়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ চট্টগ্রামে আলোচিত আইনজীবী হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার দুর্গাপুরে অবৈধ পুকুর খননের অপরাধে ৬ জনকে আটক ও জরিমানা কুমিল্লায় গোমতী নদীর দুই তীর থেকে অবৈধভাবে মাটি লুট, ঝুঁকিতে বাঁধ ও ফসলি জমি প্রকাশিত সংবাদের প্রতিবাদ মোহনপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল রাজশাহী নগরীতে প্রীতি ফুটবল ম্যাচ ১৬ জানুয়ারি পটিয়ায় ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি শওকত সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় ট্রাকের চাপায় পথচারী নিহত ভিন্ন দেশ–ভাষা পেরিয়ে লক্ষ্মীপুরে ফরাসি তরুণীর সুখী দাম্পত্য রাণীনগরে ১০টি খড়ের পালায় দুর্বৃত্তের আগুন নগরীর পবায় মাদক কারবারী কুলসুম ও চন্দ্রিমা থানায় আরিফ গ্রেফতার রাজশাহী সীমান্তবর্তী এলাকায় শীতার্ত মানুষের মাঝে বিজিবি’র কম্বল বিতরণ ঢাকা–১৪ আসনে এমপি পদপ্রার্থী এস এ সিদ্দিক সাজুকে ট্র্যাবের বিশেষ সম্মাননা চারঘাটে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নোয়াখালীতে থানার পাশে সুপার মার্কেট থেকে চুরি, ৯ ভরি স্বর্ণালংকারসহ গ্রেপ্তার-৩ সিংড়ায় কলাগাছের ভেলায় মাছ ধরা উৎসব মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে টেকনাফে প্রাণ গেল শিশুর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের আহ্বান প্রত্যাখ্যান করছেন গ্রিনল্যান্ডের রাজনৈতিক নেতারা নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২২

রাশিয়া থেকে তেল কিনে যাচ্ছে আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোটের সদস্যেরাও!

  • আপলোড সময় : ১৩-০৯-২০২৫ ১০:৫১:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৫ ১০:৫১:০০ অপরাহ্ন
রাশিয়া থেকে তেল কিনে যাচ্ছে আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোটের সদস্যেরাও! রাশিয়া থেকে তেল কিনে যাচ্ছে আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোটের সদস্যেরাও!
রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ থামানোর জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কখনও হুমকি দিয়ে, শাসিয়ে, কখনও আবার সুর কিছুটা নরম করে নিজের লক্ষ্যপূরণের চেষ্টা করেছেন। কিন্তু এখনও অভিষ্ট পূরণ হয়নি। এই অবস্থায় শনিবার রাশিয়ার উপর ফের নিষেধাজ্ঞা চাপানোর হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করার জন্য চাপ দিয়ে রাখলেন আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট ‘নেটো’র সদস্য দেশগুলিকেও।

বস্তুত, রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের উপর ইতিমধ্যে অতিরিক্ত শুল্ক চাপিয়ে রেখেছেন ট্রাম্প। তবে তার পরেও রাশিয়াকে থামাতে পারেননি তিনি। এই অবস্থায় ভারতের প্রসঙ্গে আবার সুর নরম করতে শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ভারতের উপর ৫০ শতাংশ হারে শুল্ক চাপানো যে সহজ ছিল না, তা মেনে নিয়েছেন তিনি। যে ভারতের অর্থনীতিকে ‘মৃত অর্থনীতি’ বলে খোঁচা দিয়েছিলেন ট্রাম্প, সেই ভারতের প্রসঙ্গেই এ বার ভিন্ন সুরে কথা বলছেন তিনি। এই শুল্ক চাপানোর ফলে বিশ্বের পঞ্চম বৃহৎ অর্থনীতির দেশ ভারতের সঙ্গে যে আমেরিকার সম্পর্কে ফাটল ধরেছে, তা-ও মেনে নিয়েছেন তিনি। এ বার ট্রাম্প এ-ও মেনে নিলেন যে আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট ‘নেটো’র সদস্য দেশগুলিও রাশিয়া থেকে তেল কিনে যাচ্ছে।

শনিবার ‘নেটো’র সদস্য দেশগুলিকে একটি চিঠি পাঠিয়েছেন ট্রাম্প। ওই চিঠির মূল নির্যাস হল রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে হবে। সমাজমাধ্যমে ওই চিঠির বিষয়ে পোস্ট করে ট্রাম্প লিখেছেন, “যদি ‘নেটো’র প্রতিটি দেশ একমত হয়ে একই পদক্ষেপ করবে এবং রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেয়— তবে আমিও রাশিয়ার উপর বড় ধরনের নিষেধাজ্ঞা চাপাতে প্রস্তুত।” আন্তর্জাতিক সামরিক জোটের প্রসঙ্গে ট্রাম্পের দাবি, কোনও কোনও সদস্যদেশ রাশিয়া থেকে তেল কেনায় তিনি হতবাক হয়ে গিয়েছেন। রাশিয়ার সঙ্গে দর কষাকষিতে এর প্রভাব পড়ছে বলেও মনে করছেন ট্রাম্প। যদিও কোন কোন দেশ রাশিয়ার থেকে তেল কিনছে, তা স্পষ্ট ভাবে উল্লেখ করেননি তিনি।

রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করার জন্য ‘নেটো’র উপর চাপ দিয়ে ট্রাম্প লিখেছেন, “আপনারা তৈরি থাকলে আমিও তৈরি আছি। আমাকে শুধু বলুন, কখন? আমি বিশ্বাস করি বর্ধিত নেটো গোষ্ঠী চিনের উপর ৫০-১০০ শতাংশ শুল্ক চাপাবে। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ থেমে গেলেই তা আবার প্রত্যাহার করে নেওয়া হবে।” ট্রাম্পের দাবি, ‘নেটো’-র সদস্য রাষ্ট্রগুলি এই পদক্ষেপ করলেই রুশ-ইউক্রেন যুদ্ধ থামানো যাবে। বস্তুত, রাশিয়া থেকে তেল কেনা দেশগুলির মধ্যে ভারতও রয়েছে। তবে তাৎপর্যপূর্ণ ভাবে শনিবারের ওই সমাজমাধ্যম পোস্টে চিনকে নিশানা করলেও ভারতের প্রসঙ্গে আলাদা করে কোনও মন্তব্য করেননি মার্কিন প্রেসিডেন্ট।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
দামকুড়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ

দামকুড়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ