“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানকে ধারণ করে বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের আয়োজনে শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) রাজশাহীতে অনুষ্ঠিত হলো বিভাগীয় তায়কোয়ানডো ওপেন পুমসে চ্যাম্পিয়নশিপ ২০২৫।
সকাল ৯টা থেকে জেলা জিমনেসিয়ামে দিনব্যাপী এই প্রতিযোগিতা শুরু হয়। উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও রাষ্ট্রীয় সনদপ্রাপ্ত কৃতি ফুটবলার হাসানুজ্জামান খান বাবলু। উৎসবমুখর পরিবেশে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত প্রায় ৩০০ প্রতিযোগী অংশ নেন। ক্ষুদে থেকে শুরু করে কিশোর-কিশোরী ও তরুণ খেলোয়াড়রা অংশগ্রহণ করে প্রতিযোগিতায় প্রাণবন্ত আবহ তৈরি করে।
বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের প্রতিযোগিতা সারাদেশে তায়কোয়ানডোকে আরও জনপ্রিয় করে তুলবে এবং নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করবে। আয়োজকরা জানান, রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে খেলোয়াড়দের অংশগ্রহণে ক্রীড়াঙ্গনে ব্যাপক সাড়া সৃষ্টি হয়েছে।
সন্ধ্যায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসকের এনডিসি ও ক্রীড়াঙ্গনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা ও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এই চ্যাম্পিয়নশিপের সঞ্চালনা করেন রাজশাহী বিভাগীয় তায়কোয়ানডো অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুমিত হাসান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী তায়কোয়ানডো দোজাংয়ের সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন, রাজশাহী জেলা ক্রীড়া অফিসার জাহাঙ্গীর হোসেন, রাজশাহী তায়কোয়ানডো দোজাংয়ের সভাপতি সেকেন্দার আলী, বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার একেএম রফিকুল ইসলাম, এডহক কমিটির সদস্য আরিফ রাব্বানী, বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এটিএম গোলাম মাহবুব, সহকারী প্রশিক্ষক ইহতেশামুল আলম, মাসুদ রানা, আসিক মাহমুদসহ আরও অনেকে।
সকাল ৯টা থেকে জেলা জিমনেসিয়ামে দিনব্যাপী এই প্রতিযোগিতা শুরু হয়। উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও রাষ্ট্রীয় সনদপ্রাপ্ত কৃতি ফুটবলার হাসানুজ্জামান খান বাবলু। উৎসবমুখর পরিবেশে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত প্রায় ৩০০ প্রতিযোগী অংশ নেন। ক্ষুদে থেকে শুরু করে কিশোর-কিশোরী ও তরুণ খেলোয়াড়রা অংশগ্রহণ করে প্রতিযোগিতায় প্রাণবন্ত আবহ তৈরি করে।
বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের প্রতিযোগিতা সারাদেশে তায়কোয়ানডোকে আরও জনপ্রিয় করে তুলবে এবং নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করবে। আয়োজকরা জানান, রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে খেলোয়াড়দের অংশগ্রহণে ক্রীড়াঙ্গনে ব্যাপক সাড়া সৃষ্টি হয়েছে।
সন্ধ্যায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসকের এনডিসি ও ক্রীড়াঙ্গনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা ও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এই চ্যাম্পিয়নশিপের সঞ্চালনা করেন রাজশাহী বিভাগীয় তায়কোয়ানডো অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুমিত হাসান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী তায়কোয়ানডো দোজাংয়ের সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন, রাজশাহী জেলা ক্রীড়া অফিসার জাহাঙ্গীর হোসেন, রাজশাহী তায়কোয়ানডো দোজাংয়ের সভাপতি সেকেন্দার আলী, বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার একেএম রফিকুল ইসলাম, এডহক কমিটির সদস্য আরিফ রাব্বানী, বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এটিএম গোলাম মাহবুব, সহকারী প্রশিক্ষক ইহতেশামুল আলম, মাসুদ রানা, আসিক মাহমুদসহ আরও অনেকে।
নিজস্ব প্রতিবেদক