ঢাকা , মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ , ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন শরিফ উদ্দিন প্রাথমিক তালিকায় নেই রুমিন ফারহানার নাম রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে মনোনয়ন ​চারঘাটের বড়াল নদে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু মোহনপুরে বিনা মূল্যে কৃষককের মাঝে বীজ ও সার বিতারণ নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে বিএনপির মনোনয়ন পেলেন শেখ রেজাউল ইসলাম রেজু নগরীতে প্রতিবেশীর বিরুদ্ধে নারীর মারধরের অভিযোগ, প্রতিপক্ষের অস্বীকার পাবনা ৪টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করলো বিএনপি রংপুর রেঞ্জে ডিআইজির লালমনিরহাট সদর থানা পরিদর্শন পাবনায় বিসিকের আয়োজনে ১০ দিনব্যাপি উদ্যোক্তা মেলা শুরু তাহিয়্যাতুল মসজিদ আদায়ে রাসূল (ছা.) এর নির্দেশনা পুণ্ড্র ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজ বিভাগের সেমিনার অনুষ্ঠিত তানোরে পশুহাটে ময়লার ভাগাড় জনমনে ক্ষোভ নিয়ামতপুরে বন্যার পানিতে নেমে কৃষকের মৃত্যু নিয়ামতপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ বাঘায় গৃহবধূ মুন্নির মৃত্যু: আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা? তদন্ত দাবি এলাকাবাসীর কে কি লিখছে, তাতে যায় আসে না: ভাবনা যৌন নিপীড়নের সময় ‘আমি তোমাদের মায়ের বয়সী’ বলে কাঁদেন সুদানি নারী ফরিদপুরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১৫ ধৈর্যের বিনিময় আল্লাহর ভালোবাসা

তানোরের আলোচিত কথিত কবিরাজ আটক

  • আপলোড সময় : ১২-০৯-২০২৫ ০৮:৫৭:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৫ ০৮:৫৭:৫৫ অপরাহ্ন
তানোরের আলোচিত কথিত কবিরাজ আটক তানোরের আলোচিত কথিত কবিরাজ আটক
রাজশাহীর তানোরে সরকারি কাজে বাধা ও ইউনিয়ন (ইউপি) ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার অভিযোগে আওয়ামী লীগ নেতা কথিত কবিরাজ, ভুমিদস্যু আবুল কালাম আজাদসহ তিনজনকে আটক করেছে থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) নিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হবে বলে নিশ্চিত করেছেন থানার কর্তব্যরত কর্মকর্তা (এএসআই) মহসিন আলী।

আটককৃতরা হলেন- চাঁন্দুড়িয়া ইউনিয়ন (ইউপি) আওয়ামী লীগের সহ-সভাপতি ও চাঁন্দুড়িয়া উপরপাড়া গ্রামের বাসিন্দা মৃত আব্দুল গফুরের ছেলে কথিত কবিরাজ ও ভুমিদস্যু আবুল কালাম আজাদ (৫৬),তার ভাই মোতাহার আলী (৩২)। এছাড়াও একই এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে কেরামত আলী (৪৫)।

স্থানীয়রা জানান, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ১৭ বছর আবুল কালাম আজাদ সরকারি কোনো অনুমোদন না নিয়েই মানবদেহের কবিরাজি চিকিৎসা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। অথচ তার কবিরাজি চিকিৎসায় কোনো মানুষ সুস্থ হয়েছে বলে তাদের জানা নাই। তারা তার কথিত কবিরাজি ব্যবসা বন্ধের জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে,উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়নের (ইউপি) পোস্ট অফিস সংলগ্ন ১ নম্বর খাস খতিয়ানভুক্ত ১১ শতক জমি রয়েছে। সেখানে ইউপি ভুমি অফিস নির্মাণের জন্য নির্ধারণ করা হয়েছে। কিন্তু স্থানীয় আওয়ামী লীগ নেতা কতিথ কবিরাজ ও ভুমিদস্যু আবুল কালাম আজাদ জোরপূর্বক ওই জায়গা বালি দিয়ে ভরাট শুরু করে। এদিকে গত ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার  ইউএনওর নির্দেশে ঘটনাস্থলে গিয়ে ইউপি ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা তানভীর আহম্মেদ সজীব বাঁধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে কবিরাজ কালামসহ তার লোকজন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা করে।

এদিন এঘটনায় তানভীর আহম্মেদ সজীব বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭/৮ জন ব্যক্তির বিরুদ্ধে তানোর থানায় লিখিত অভিযোগ করেন। পরে ইউএনওর নির্দেশে ৯ সেপ্টেম্বর জমি জরিপ করা হয়। জরিপে দেখা যায় শুধু ভরাট করা জায়গা নয়, রাস্তার পাশে অবস্থিত কালামের দ্বিতল ভবনের প্রায় ১৪ ফিট জায়গা সরকারি সম্পত্তি। ফলে তাকে দই সপ্তাহের মধ্যে ভবন সরানোর জন্য নির্দেশ দেয়া হয়।

এ বিষয়ে তানোর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা তানভীর আহম্মেদ সজীব বলেন, সরকারি জায়গা জরিপ করে দেখা যায় শুধু ভরাট করা জায়গা নয়, রাস্তার পাশে অবস্থিত দ্বিতল ভবনের প্রায় ১৪ ফিট সরকারি সম্পত্তি ভূমিদস্যু কালাম হাজী জোরপূর্বক দখলে নিয়ে সেখানে দ্বিতল ভবন নির্মাণ করেছেন। ফলে দুই সপ্তাহের মধ্যে ভবন সরানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন ইউএনও স্যার। পরে গত ১০ সেপ্টেম্বর বুধবার দিবাগত রাতে থানায় মামলা রেকর্ড করা হলে ১১ সেপ্টেম্বর তাদের আটক করে পুলিশ।

এ ব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, মামলার প্রেক্ষিতে আসামিদের গ্রেফতার করে শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে পুলিশ স্কটের মাধ্যমে সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে প্রতিবেশীর বিরুদ্ধে নারীর মারধরের অভিযোগ, প্রতিপক্ষের অস্বীকার

নগরীতে প্রতিবেশীর বিরুদ্ধে নারীর মারধরের অভিযোগ, প্রতিপক্ষের অস্বীকার