ঢাকা , সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ , ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দামকুড়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ চট্টগ্রামে আলোচিত আইনজীবী হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার দুর্গাপুরে অবৈধ পুকুর খননের অপরাধে ৬ জনকে আটক ও জরিমানা কুমিল্লায় গোমতী নদীর দুই তীর থেকে অবৈধভাবে মাটি লুট, ঝুঁকিতে বাঁধ ও ফসলি জমি প্রকাশিত সংবাদের প্রতিবাদ মোহনপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল রাজশাহী নগরীতে প্রীতি ফুটবল ম্যাচ ১৬ জানুয়ারি পটিয়ায় ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি শওকত সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় ট্রাকের চাপায় পথচারী নিহত ভিন্ন দেশ–ভাষা পেরিয়ে লক্ষ্মীপুরে ফরাসি তরুণীর সুখী দাম্পত্য রাণীনগরে ১০টি খড়ের পালায় দুর্বৃত্তের আগুন নগরীর পবায় মাদক কারবারী কুলসুম ও চন্দ্রিমা থানায় আরিফ গ্রেফতার রাজশাহী সীমান্তবর্তী এলাকায় শীতার্ত মানুষের মাঝে বিজিবি’র কম্বল বিতরণ ঢাকা–১৪ আসনে এমপি পদপ্রার্থী এস এ সিদ্দিক সাজুকে ট্র্যাবের বিশেষ সম্মাননা চারঘাটে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নোয়াখালীতে থানার পাশে সুপার মার্কেট থেকে চুরি, ৯ ভরি স্বর্ণালংকারসহ গ্রেপ্তার-৩ সিংড়ায় কলাগাছের ভেলায় মাছ ধরা উৎসব মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে টেকনাফে প্রাণ গেল শিশুর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের আহ্বান প্রত্যাখ্যান করছেন গ্রিনল্যান্ডের রাজনৈতিক নেতারা নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২২

ইজরায়েলি বন্দিদের না-ছাড়া হলে সোমবারই গাজার আকাশে দেখা যাবে ঝড়!: ইজরায়েল

  • আপলোড সময় : ০৮-০৯-২০২৫ ০৫:৩৪:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৫ ০৫:৩৪:০৫ অপরাহ্ন
ইজরায়েলি বন্দিদের না-ছাড়া হলে সোমবারই গাজার আকাশে দেখা যাবে ঝড়!: ইজরায়েল ছবি- সংগৃহীত
প্যালেস্টাইনের সশস্ত্র সংগঠন হামাসকে ‘শেষ সতর্কবার্তা’ দিল ইজরায়েল। সে দেশের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাট্‌জ হুঁশিয়ারির সুরে জানালেন, সোমবারই গাজা শহরের আকাশে শক্তিশালী হ্যারিকেন ঝড় আছড়ে পড়তে চলেছে। এর ফলে সব সন্ত্রাসবাদীর বাড়ির ছাদ উড়ে যাবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, গাজা ভূখণ্ডের হামাস ঘাঁটি লক্ষ্য করে আকাশপথে বড়সড় হামলা চালাতে চলেছে ইজরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ)। তাকেই ঝড়ের সঙ্গে তুলনা করে আগাম সতর্কবার্তা দিয়ে রাখলেন ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী।

প্যালেস্টাইনি সশস্ত্র সংগঠনটিকে হুঁশিয়ারি দিয়ে ইজরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের সদস্য কাট্‌জ বলেন, “খুনি এবং ধর্ষক হামাসের জন্য এটাই শেষ সতর্কবার্তা। হামাসের যে নেতারা যারা গাজায় রয়েছে, কিংবা বিদেশের বিলাসবহুল হোটেলে বসে রয়েছে, সতর্কবার্তা তাদের জন্যও।” একই সঙ্গে তাঁর সংযোজন, “বন্দিদের মুক্তি দিয়ে নিজেদের অস্ত্র নামিয়ে রাখো। না হলে গাজা ধ্বংস হয়ে যাবে আর তোমরা (হামাস) বিলুপ্ত হয়ে যাবে।”

গাজা ভূখণ্ডের সম্পূর্ণ দখল নেওয়ার জন্য গতক কয়েক দিন ধরেই সেখানে হামলার তীব্রতা বাড়িয়েছে ইজরায়েলি সেনা। বোমাবর্ষণে ধূলিসাৎ করে দেওয়া হচ্ছে একের পর এক বহুতল। শনিবারের হামলায় গাজা শহরে ৪১ জনের মৃত্যু হয়েছে। রেহাই পাচ্ছেন না ত্রাণশিবিরে আশ্রয় নেওয়া সাধারণ প্যালেস্টাইনিরাও। অন্য দিকে, ইজরায়েলকে চাপ দিতে গত সপ্তাহে দুই ইজরায়েলি বন্দির ভিডিয়ো প্রকাশ করেছে হামাস। ভিডিয়োতে গাই গিবোলা-দালাল এবং আলোন ওহেল নামে দুই ব্যক্তিকে দেখা গিয়েছে। সাড়ে তিন মিনিটের ওই ভিডিয়োতে গিবোলা-দালালকে বিধ্বস্ত অবস্থায় তাঁদের দেশের সেনার উদ্দেশে বলতে শোনা গিয়েছে, যে গাজা শহরে হামলা চালানো হচ্ছে, সেখানেই কোনও এক জায়গায় তাঁর সঙ্গে আরও কয়েক জনকে বন্দি করে রাখা হয়েছে। হামাসের দাবি, এখনও তাদের হাতে ৪৮ জন ইজরায়েলি পণবন্দি রয়েছেন। যদিও ইজরায়েল প্রশাসন নিশ্চিত যে, তাঁদের মধ্যে আর ২০ জনই বেঁচে রয়েছেন।

সোমবার ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী জানান, হামাসকে শোচনীয় ভাবে পরাস্ত করার জন্য পরিকল্পনা করছে ইজরায়েলি সেনা। তবে সেই পরিকল্পনার বিষয়ে সবিস্তার কিছু জানাননি কাট্‌জ বা ইজরায়েল সরকারের অন্য কেউ। কেবল ইঙ্গিত দেওয়া হয়েছে যে, ইজরায়েলি বন্দিদের মুক্তি না-দেওয়া হলে সোমবার থেকেই গাজায় জোরালো হামলা চালানো হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
দামকুড়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ

দামকুড়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ