ঢাকা , শনিবার, ০১ নভেম্বর ২০২৫ , ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​নিয়ামতপুরে মাছ ধরতে গিয়ে প্রাণ গেল কৃষকের রাণীশংকৈলে জাকের পার্টি ছাত্রফ্রন্টের উদ্যোগে সাংগঠনিক মতবিনিময় সভা পত্নীতলায় সন্ত্রাসী হামলার বিচারের দাবিতে বিএনপি’র মানববন্ধন রেলসেতুর নিচ থেকে নারীর লাশ উদ্ধার নিয়ামতপৃরে বৃষ্টিতে আমন ধানের ক্ষতি, শঙ্কায় কৃষক মান্দায় হঠাৎ বৃষ্টিতে আমনসহ সবজির ব্যপক ক্ষতি শুধু নিপীড়িত মানুষের জন্য নয়, সমবায় সবার জন্য, বিভাগীয় কমিশনার সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মাদ্রাসা শিক্ষার্থীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত রাণীশংকৈলে জাতীয় সমবায় দিবস পালিত শেষ হলো আন্তর্জাতিক পর্যটন মেলা তানোরে প্রতিপক্ষকে ফাঁসিয়ে বসে আনতে পুকুরে মাছ চুরির নাটক তানোরে কার্তিকের কান্নায় কৃষকের স্বপ্ন ভঙ্গ নরসিংদীর রায়পুরায় জমি নিয়ে বিরোধ, চাচার হাতে দুই ভাই খুন গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিক সুরক্ষায় কার্যকর ব্যবস্হা নেওয়ার দাবি আরইউজের প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে মারধরের শিকার কিশোরের মৃত্যু রেললাইনে হাঁটু পানি, ২ ঘণ্টা বিলম্বে ছেড়েছে বনলতা এক্সপ্রেস মহানগর বিএনপি’র  সভাপতি মামুন, সাধারণ সম্পাদক রিটন ও  সাংগঠনিক সম্পাদক মিলু চরের ত্রাস কাকনবাহীনি’র বিচার দাবিতে বাঘায় মানববন্ধন জমির ভাগ নিতে বাংলাদেশি এনআইডি বানালেন ভারতীয় নাগরিক সাগর-রুনি হত্যার বিচার ও নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবি

রাজশাহীর উচ্ছেদের মুখে শত বছরের সাঁওতাল পল্লী: আবাস ভূমি হারাচ্ছে আদিবাসী পরিবার

  • আপলোড সময় : ০২-০৯-২০২৫ ০৮:৩৩:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৫ ০৮:৩৩:১৭ অপরাহ্ন
রাজশাহীর উচ্ছেদের মুখে শত বছরের সাঁওতাল পল্লী: আবাস ভূমি হারাচ্ছে আদিবাসী পরিবার রাজশাহীর উচ্ছেদের মুখে শত বছরের সাঁওতাল পল্লী: আবাস ভূমি হারাচ্ছে আদিবাসী পরিবার
রাজশাহীর নগরীর মোল্লাপাড়া এলাকার শত বছরের পুরনো সাঁওতাল পল্লী এখন বিলুপ্তির পথে। ভূমিদস্যুদের থাবায় এই আদিবাসী জনপদ তাদের পৈতৃক ভিটা হারাতে বসেছে। ইতোমধ্যে বেশ কয়েকটি পরিবার বাড়িঘর ভেঙে অন্যত্র সরে গেছে এবং বাকি পরিবারগুলোও চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। 

অভিযোগ উঠেছে, স্থানীয় প্রভাবশালী সাজ্জাদ আলী প্রায় শত কোটি টাকা মূল্যের এক বিঘার বেশি জমি দখলের চেষ্টা করছেন, যার ফলস্বরূপ আদিবাসীদের উচ্ছেদ করা হচ্ছে।

মোল্লাপাড়ার এই সাঁওতাল পল্লীতে প্রায় ১০০ বছর ধরে আদিবাসী পরিবারগুলো বসবাস করে আসছে।

জানা যায়, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় ভারতে পালিয়ে যাওয়া ইন্দ্রা ধুবা নামের এক হিন্দু সম্প্রদায়ের ব্যক্তি এই আদিবাসীদের তার জমিতে আশ্রয় দিয়েছিলেন। সেই থেকে তারা শান্তিতেই বসবাস করে আসছিলেন। কিন্তু গত ৮-১০ বছর ধরে নগরীর চারখুটা মোড়ের বাসিন্দা সাজ্জাদ আলী এই জমিটি কিনে নিয়েছেন দাবি করে আসছেন এবং দখলের চেষ্টা চালাচ্ছেন।

আদিবাসীদের অভিযোগ, সাজ্জাদ আলী বারবার জমি কেনার দাবি করলেও স্থানীয় কাউন্সিলরের সালিশ বৈঠকে তিনি কখনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। কিন্তু গত তিন-চার মাস ধরে স্থানীয় কয়েকজন প্রভাবশালীকে হাত করে সাজ্জাদ আলী প্রায় সব প্রক্রিয়া সম্পন্ন করেছেন এবং আদিবাসীদের উচ্ছেদ করার হুমকি দিচ্ছেন। আদিবাসীদের বলা হয়েছে, জমি ছেড়ে স্বেচ্ছায় চলে গেলে ১৬টি পরিবারকে ৩১ লাখ টাকা দেওয়া হবে। ভয়ে কিছু পরিবার এই শর্তে রাজি হয়েছে এবং টাকাও গ্রহণ করেছে। আগামী শুক্রবারের মধ্যে বাকি পরিবারগুলোকেও জায়গা ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে সরেজমিনে মোল্লাপাড়া সাঁওতাল পল্লীতে গিয়ে দেখা যায়, আদিবাসী নারীরা একত্রিত হয়ে কথা বলছেন। তাদের চোখে-মুখে ঘর হারানোর ভয় ও আতঙ্কের ছাপ স্পষ্ট। একজন আদিবাসী নারী বলেন, আমরা অসহায় মানুষ, কেমন থাকবো ? আমাদের এই ভিটা এখন ছেড়ে দিতে হচ্ছে। আমাদের কাগজ নেই বলে আমরা ভয়ে কারো কাছে বিচার চাইতেও পারছি না। যিনি কিনেছেন, তিনিও এতদিন কাগজ দেখাতে পারেননি। এখন হঠাৎ করে নাকি কাগজ করেছেন আর সেই কাগজ দেখিয়েই আমাদের তাড়ানো হচ্ছে।

মালতি বিশ্বাস নামের আরেকজন বলেন, আমার স্বামীর বাপ-দাদারা এই জায়গায় থাকতেন। সেই সূত্রে আমরা এখানে বসবাস করি। আমরা গরিব মানুষ, ভয়ে কারো কাছে বিচার চাইতেও যেতে পারছি না। আগে কাউন্সিলর সমাধান করে দিতেন, এখন কোনো কাউন্সিলরও নেই। তাই সাজ্জাদ কিছু টাকা ধরিয়ে দিয়ে ইচ্ছামতো জায়গাটি দখল করছে। আমরা এই ভিটা ছাড়তে চাই না।

শান্ত বিশ্বাস নামের একজন বলেন, এতদিন পরে কিভাবে সাজ্জাদ এই জায়গার কাগজ করলেন, তা কেউ বুঝে উঠতে পারছে না। তারপরও আমরা অসহায় হয়ে এখান থেকে চলে যেতে বাধ্য হচ্ছি।

স্থানীয়দের অভিযোগ, সাজ্জাদ আলী একসময় ছোট একটি মুদির দোকানের ব্যবসায়ী ছিলেন। কিন্তু তিনি মোল্লাপাড়া সাঁওতাল পল্লীসহ প্রায় ৬০ থেকে ৭৯ বিঘা হিন্দুদের জমি অবৈধভাবে দখল করেছেন, যার আনুমানিক মূল্য প্রায় ৫০০ কোটি টাকা। এত বিপুল পরিমাণ জমির মালিক তিনি কিভাবে হলেন, তা নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়েছে।

স্থানীয় পালন নামের একজন বলেন, "সাঁওতাল পাড়ার পাশেই আমারও তিন কাঠা জমি জোর করে দখলে রেখেছে সাজ্জাদ আলী। এভাবে তিনি এখন ৭০-৮০ বিঘা সম্পত্তির মালিক। অথচ তার মা মানুষের বাড়িতে কাজ করে খেতেন।

এ বিষয়ে জানতে চাইলে সাজ্জাদ আলী বলেন, আমি জমিটি কিনেছি ৩০-৩২ বছর আগে। তাই দখল করছি না। আমার জমি আমি বুঝে নিচ্ছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এতদিন পারেনি আমার কাছে নগদ টাকা ছিল না। ওদেরকে ক্ষতিপূরণের জন্য কিছু টাকা দিতে হলো তাই এখন করছি। তবে তিনি কাউন্সিলরের দরবারে কখনো বসা হয়নি বলেও দাবি করেন।

এ ব্যপারে স্থানীয় সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও জামায়াতে ইসলামীর নেতা নোমান আলী সাজ্জাদ আলীর দাবি অস্বীকার করে বলেন, ওই জমিটা নিয়ে কয়েক দফা আমার অফিসে বসা হয়েছে। কখনোই সাজ্জাদ আলী তিনি কাগজ দেখাননি। তবে বারবার তিনি জায়গাটি কিনেছেন বলে দাবি করেছিলেন। আমরা কোনোভাবেই ওই জায়গাটি দখল করতে দেইনি। হিন্দুর সম্পত্তি কিভাবে তিনি কিনলেন, সেটি নিয়েও প্রশ্ন রয়েছে।

এ ঘটনায় আদিবাসী পরিবারগুলোর ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। সরকারি কোনো নির্দেশনা ছাড়াই শুধুমাত্র ব্যক্তি প্রভাবে শত বছরের এই আদিবাসী পল্লী উচ্ছেদ হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে বলেও জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
শুধু নিপীড়িত মানুষের জন্য নয়, সমবায় সবার জন্য, বিভাগীয় কমিশনার

শুধু নিপীড়িত মানুষের জন্য নয়, সমবায় সবার জন্য, বিভাগীয় কমিশনার