ঢাকা , বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ , ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫০ পেরোতেই মলাইকার জীবনে নতুন কেউ নিজের চেষ্টায় জায়গা করেছেন বলিউডে, অযাচিত ‘ব্যক্তিগত আক্রমণ’ কী ভাবে এড়িয়ে যান সারা? কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগে মানববন্ধন ভোলায় পুকুরে গোসল করতে নেমে দুই চাচাতো বোনের মৃত্যু নভেম্বরেই গণভোট চায় জামায়াতসহ ৮ দল নিজের চেষ্টায় জায়গা করেছি বলিউডে: সারা ব্যথা-বেদনা থেকে নিস্তার পেতে বদলে ফেলুন রান্নার তেল গরুর মাংস খাওয়া প্রসঙ্গে যা বললেন রণবীর কাপুর জেলে যেভাবে কাটছে ফুটবলার রবিনহোর সময় প্রশান্ত মহাসাগরে ধ্বংস করা হল আরও এক মাদকবোঝাই নৌকা! জুমার রাতে সুরা দোখান পাঠের ফজিলত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু কৌশানির নাচের মাঝেই মঞ্চে ধরে গেল আগুন ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’ রাশমিকা মন্দানা ভালো মা হতে চান আগে রয়টার্সে শেখ হাসিনার সাক্ষাৎকার পড়ি, পরে মন্তব্য : প্রেস সচিব বলিউড অভিনেত্রীর দাউদ ইব্রাহিমকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রাজশাহী বিভাগীয় বইমেলায় দরিদ্র পাঠকদের জন্য থাকছে পুরাতন বই বদলের সুযোগ পাকিস্তানের আকাশে হঠাৎ অদ্ভুত মেঘ, ঘটনা কী? ভারতে বাংলাদেশের জাতীয় সংগীত গাওয়ায় দেশদ্রোহিতা মামলার নির্দেশ

রাজশাহীতে বিয়ের প্রলোভনে ধর্ষণ! যুবতীকে বাড়িতে ডেকে নির্যাতণের অভিযোগ

  • আপলোড সময় : ৩১-০৮-২০২৫ ০৪:৫৮:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৫ ০৪:৫৮:১৩ অপরাহ্ন
রাজশাহীতে বিয়ের প্রলোভনে ধর্ষণ! যুবতীকে বাড়িতে ডেকে নির্যাতণের অভিযোগ রাজশাহীতে বিয়ের প্রলোভনে ধর্ষণ! যুবতীকে বাড়িতে ডেকে নির্যাতণের অভিযোগ
রাজশাহী মহানগরীতে মীমাংসার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে এক যুবতীকে নির্যাতনের অভিযোগ উঠেছে মামা ও ভাগ্নের বিরুদ্ধে।

শনিবার রাতে ভুক্তভোগী মোসাঃ রিনা (৩২) বাদী হয়ে মহানগরীর মতিহার থানায় অভিযুক্ত মোঃ ফারুক হোসেন ফরিদ (৩২) এবং মোঃ আঃ রাজ্জাক মাদানী (৪৫)-এর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত দু'জনই মতিহার থানার অক্ট্রয় মোড় এলাকার বাসিন্দা।

ভুক্তভোগী রিনা জানান, দেড় বছর আগে ফেসবুকে ফারুক হোসেন ফরিদের সঙ্গে তার পরিচয় হয়, যা পরবর্তীতে প্রেমের সম্পর্কে গড়ায়। ফরিদ বিয়ের প্রলোভন দেখিয়ে রিনার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে। পরে রিনা বিয়ের জন্য চাপ দিলে ফরিদ অস্বীকৃতি জানায়।

এর আগেই রিনার প্রেমের বিষয়টি তার প্রবাসী স্বামী, শ্বশুরবাড়ির লোকজন এবং প্রতিবেশীদের মধ্যে জানাজানি হয়ে যায়, ফলে তার স্বামী তাকে তালাক দেন। ফরিদও তাকে বিয়ে করতে অস্বীকার করায় রিনা দিশেহারা হয়ে পড়েন। প্রতিকার না পেয়ে তিনি ফরিদ এর বিরুদ্ধে নিয়ামতপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন, যা বর্তমানে আদালতে বিচারাধীন।

দীর্ঘদিন পর ফরিদের মামা রাজ্জাক মাদানী ফোন করে রিনাকে আলোচনার জন্য তার বাড়িতে ডাকেন। গত বুধবার (২৮ আগস্ট) রিনা অক্ট্রয় মোড়ে রাজ্জাকের বাড়িতে গেলে তাকে দোতলার একটি রুমে নিয়ে যাওয়া হয়। সেখানে মামা-ভাগ্নে পূর্বের মামলাটি মীমাংসার প্রস্তাব দেন। রিনা বিয়ে ছাড়া কোনো শর্তে আপোষে রাজি না হওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন।

রিনার অভিযোগ, মামা-ভাগ্নে দু'জনে মিলে তাকে মাথা, চোখসহ সারা শরীরে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেন। সে মেঝেতে লুটিয়ে পড়লে রাজ্জাক মাদানী তার বুকের ওপর বসে গলা চেপে ধরেন এবং স্পর্শকাতর স্থানে কিলঘুষি মারেন। রিনা চিৎকার করলে তাকে ভয়ভীতি দেখিয়ে এবং মেরে ফেলার হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।

রিনা অক্ট্রয় মোড় রেন্ট-এ-কার ও মাইক্রোস্ট্যান্ড অফিসে গিয়ে লোকজনকে ঘটনাটি বলতে থাকলে প্রেমিক ফরিদ সেখানে পুনরায় উপস্থিত হন এবং ইট দিয়ে রিনার মাথায় আঘাত করেন। এতে রিনা ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে যান। পাশের চায়ের দোকানের লোকজন এগিয়ে এলে মামা-ভাগ্নে দ্রুত পালিয়ে যান। উপস্থিত লোকজন রিনার মাথায় পানি ঢেলে তাকে সুস্থ করে একটি অটোরিকশায় তুলে দিলে তিনি নিজ গন্তব্যে ফিরে যান।

এ বিষয়ে জানতে চাইলে আঃ রাজ্জাক মাদানী মারধরের বিষয়টি অস্বীকার করেন এবং সাক্ষাতে বিস্তারিত বলার কথা জানান। তবে তার ভাগ্নে প্রেমিক ফরিদের বক্তব্য পাওয়া যায়নি।

মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মালেক বলেন, নির্যাতনের বিষয়ে ভুক্তভোগী রিনা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রাজশাহী বিভাগীয় বইমেলায় দরিদ্র পাঠকদের জন্য থাকছে পুরাতন বই বদলের সুযোগ

রাজশাহী বিভাগীয় বইমেলায় দরিদ্র পাঠকদের জন্য থাকছে পুরাতন বই বদলের সুযোগ