ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ৬১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে ১৯ ত্রাণ প্রত্যাশী রয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছে উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
আল জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার ভোর থেকে গাজাজুড়ে চালানো ইসরায়েলি হামলায় ওইসব প্রাণহানির ঘটনা ঘটে। বাসিন্দারা গাজা শহরের পূর্ব ও দক্ষিণাঞ্চলে সামরিক বোমাবর্ষণ তীব্রতর হওয়ার খবর দিয়েছেন।
গাজা সিটি দখলের অভিযানে সেখানে অসংখ্য প্রাণহানি ও ১০ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হবে। তাই ইসরায়েলকে পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়।
তবে তা উপেক্ষা করেই শহরটিকে হামাসের ঘাঁটি দাবি করে, পূর্ব ও দক্ষিণাঞ্চলে অভিযান জোরদার করেছে আইডিএফ। জেইতুন এলাকায় গুঁড়িয়ে দিয়েছে প্রায় দেড় হাজার ঘরবাড়ি।
গাজা যুদ্ধ নতুন করে বিপজ্জনক পর্যায়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। অন্তহীন ভয়াবহতার জন্য দায়ীদের জবাবদিহিতার আহ্বান জানান।
এদিকে, গাজায় ক্ষুধায় আরও ৪ জনের মৃত্যু হয়েছ। এ পর্যন্ত অপুষ্টি-অনাহারে মারা গেছে ১২১ শিশুসহ ৩১৭ ফিলিস্তিনি।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এতে ১২০০ জনের মানুষ নিহত হন। জিম্মি করা হয় শতাধিক। ওইদিন থেকেই গাজায় ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে প্রাণহানি ৬২ হাজার ছাড়িয়েছে।
আল জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার ভোর থেকে গাজাজুড়ে চালানো ইসরায়েলি হামলায় ওইসব প্রাণহানির ঘটনা ঘটে। বাসিন্দারা গাজা শহরের পূর্ব ও দক্ষিণাঞ্চলে সামরিক বোমাবর্ষণ তীব্রতর হওয়ার খবর দিয়েছেন।
গাজা সিটি দখলের অভিযানে সেখানে অসংখ্য প্রাণহানি ও ১০ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হবে। তাই ইসরায়েলকে পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়।
তবে তা উপেক্ষা করেই শহরটিকে হামাসের ঘাঁটি দাবি করে, পূর্ব ও দক্ষিণাঞ্চলে অভিযান জোরদার করেছে আইডিএফ। জেইতুন এলাকায় গুঁড়িয়ে দিয়েছে প্রায় দেড় হাজার ঘরবাড়ি।
গাজা যুদ্ধ নতুন করে বিপজ্জনক পর্যায়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। অন্তহীন ভয়াবহতার জন্য দায়ীদের জবাবদিহিতার আহ্বান জানান।
এদিকে, গাজায় ক্ষুধায় আরও ৪ জনের মৃত্যু হয়েছ। এ পর্যন্ত অপুষ্টি-অনাহারে মারা গেছে ১২১ শিশুসহ ৩১৭ ফিলিস্তিনি।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এতে ১২০০ জনের মানুষ নিহত হন। জিম্মি করা হয় শতাধিক। ওইদিন থেকেই গাজায় ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে প্রাণহানি ৬২ হাজার ছাড়িয়েছে।