ঢাকা , সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ , ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশব্যাপী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মৌলিক প্রশিক্ষণ, দ্বিতীয় ধাপের কার্যক্রম শুরু পুঠিয়ায় ঠিকাদার ও প্রকৌশলীর অবহেলায় স্থবির ১৩টি প্রাথমিক বিদ্যালয়ের ওয়াসরুম নির্মান কাজ, চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা দিশা পাটানির বাড়িতে গুলিবর্ষণ সোহাকে দেখেই যৌনাঙ্গ নাচিয়ে কুরুচিকর অঙ্গভঙ্গি! ডিজিটাল অ্যাপে পরকীয়া রমরমা চাঁপাইনবাবগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারী গ্রেপ্তার বাবা হত্যায় ছেলের মৃত্যুদণ্ড, স্ত্রী ও সৎমায়ের কারাদণ্ড শ্বশুরবাড়িতে জামাইয়ের ছুরিকাঘাতে শ্যালক নিহত, আহত ৫ ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু দুর্গাপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে ‘পার্সেন্টেজ’ আদায়ের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে চড় মেরে শিশুর কান ফাটিয়ে দেওয়ার অভিযোগ ডিগ্রী পরীক্ষা উপলক্ষ্যে আরএমপির গণবিজ্ঞপ্তি রাজশাহী অঞ্চলে নকল ও ভেজাল কীটনাশকে হাট-বাজার সয়লাব ইংরেজদের অভিবাসন বিরোধী আন্দোলনকে সমর্থন জানিয়ে বার্তা ইলন মাস্কের বিশ্বের সবচেয়ে সুন্দর জনপ্রিয় ১০ পর্ণ তারকা এন সি এল-এ রাজশাহী ভেন্যতে ঢাকা মেট্রোর জয় হরিপুরে প্রীতি ফুটবল টুর্নামেন্ট বেকার ছেলেকে বিয়ে করবেন কোটিপতি তানিয়া বিয়ের প্রলোভন দেখিয়ে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, ৮'ম শ্রেণীর ছাত্রীকে বিয়ে রাজশাহী অঞ্চলে নকল ও ভেজাল কীটনাশকে হাট-বাজার সয়লাব

‘অভিনেত্রী মানেই কি পোশাক খুলে দাঁড়াবে!’

  • আপলোড সময় : ২৭-০৮-২০২৫ ০২:০৭:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৫ ০২:০৭:৫০ অপরাহ্ন
‘অভিনেত্রী মানেই কি পোশাক খুলে দাঁড়াবে!’ ছবি: সংগৃহীত
বড়পর্দার কাজ হোক বা ছোটপর্দা— অভিনয় করতে গেলে পেশার খাতিরে নিজেদের ‘কমফোর্ট জোন’ থেকে বেরিয়ে আসতেই হয় শিল্পীদের। নতুন শিল্পীদের এ ক্ষেত্রে অনেক সময় সমস্যায় পড়তে হয়। আর যাঁরা অভিজ্ঞ অভিনেতা বা অভিনেত্রী, তাঁরা নিজেদের অসুবিধা, সুবিধার কথা চুক্তির সময় জানিয়ে দেন। সম্প্রতি যেমন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন নিজের চুক্তিতে একটি শর্ত যোগ করেছেন। জানিয়েছেন, তিনি দিনে আট ঘণ্টার বেশি কাজ করবেন না। আবার কলকাতায় অনেক ছোটপর্দার শিল্পীরা নিজেদের চুক্তিতে লিখে দিচ্ছেন, মাসে নির্দিষ্ট কিছু দিন তাঁরা শুটিং করবেন। অনেকে আবার চুক্তিতে শর্ত দেন, দিনে ১০ ঘণ্টার বেশি কাজ করবেন না। দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীর চুক্তিতে লেখা রয়েছে, পর্দায় হাতকাটা পোশাক বা ছোট পোশাক পরবেন না। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই একই কথা বলেছেন টলিউডের অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য।

তবে শ্বেতাই প্রথম নন। শোনা যায়, ছোটপর্দার অভিনেত্রী সৌমিলি বিশ্বাসও খোলামেলা পোশাক পরার বিপক্ষে ছিলেন। একটা সময় কোয়েল মল্লিককে বড়পর্দায় শুধুই সালোয়ার কামিজে দেখা যেত। তা কোনও গান হোক কিংবা দৃশ্য। কিন্তু সে সব নিয়ে আগে বিতর্ক না বাধলেও, এখন শ্বেতার মন্তব্য ঘিরে শুরু হয়েছে যুক্তি-তক্কো।

বিতর্কের সূত্রপাত একটি অনুষ্ঠানে। সেখানে গিয়ে অভিনেত্রী শ্বেতা বলেন, ‘‘আমি কখনও হাতাকাটা ব্লাউজ পরব না, কখনও ছোট জামা পরব না। কারণ, আমি শরীর বেচে রোজগার করতে আসিনি। বরং প্রতিভা বিক্রি করতে এসেছি।’’ শ্বেতার এই মন্তব্য ঘিরে সমাজমাধ্যমে হই চই। টেলিপাড়ার বেশ কিছু অভিনেত্রী শ্বেতার নাম না নিয়ে নানা ধরনের ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন। হাতকাটা ব্লাউজ, ছোট জামা পরা নিয়ে শ্বেতার আপত্তি প্রসঙ্গে চলছে মন্তব্য, পাল্টা মন্তব্য।

এ প্রসঙ্গে, অনেক সময় খোলামেলা পোশাক পরার জন্যে দর্শকের কটাক্ষের শিকার হতে হয় তাঁদের। তাই অভিনেত্রী মানসী মনে করেন, এই কথায় গুরুত্ব দেওয়াই বড় ভুল। তাঁর দাবি, ছোট পোশাক না পরতে চাওয়া বা হাতকাটা পোশাকে আপত্তি থাকা নির্ভর করে সংশ্লিষ্ট মানুষটির উপর। তাই এখানে কেউ কোনও মন্তব্য করতে পারেন না।

অভিনেত্রী ঋ-ও একমত মানসীর সঙ্গে। শিল্পী বা অভিনেত্রীদের নিজস্ব স্বাধীনতা আছে বলে তিনি মনে করেন। তিনি বলেন, “আমি কেমন পোশাক পরি, তা সবার জানা। অভিনেত্রী মানেই কি পোশাক খুলে দাঁড়িয়ে পরবে? তাঁর নিজের ইচ্ছা-অনিচ্ছা থাকবে না? যে যেমন পোশাকে স্বচ্ছন্দ, তার তেমনটাই পরা উচিত।” মানসী, ঋ-এর সুরে সুর মেলালেন অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ও। মাত্র চার বছরের অভিনয়-জীবন তাঁর। কিন্তু শিল্পী হিসাবে তিনিও মনে করেন, দর্শক কোনও ভাবেই ঠিক করে দিতে পারেন না, শিল্পীরা কেমন পোশাক পরবেন। সুস্মিতা বললেন, “আমি যেমন শাড়ি পরি। তেমনই খোলামেলা পোশাক পরতেও আমার অসুবিধা হয় না। কিন্তু কেউ যদি স্বাচ্ছন্দ্য না বোধ করেন, তা হলে তিনি কেন পরবেন এমন পোশাক? এই স্বাধীনতা সবার থাকা উচিত।”

হাতকাটা পোশাক বিতর্কে অভিনেত্রী শ্বেতা জানিয়েছিলেন, তিনি অন্য কারও পোশাক পরার উপর কোনও নীতি-পুলিশি করতে চান না। বরং তিনি তাঁর ধারাবাহিকের সহ অভিনেত্রী মিশমি দাস যে ধরনের আধুনিক পোশাক পরেন, তার প্রশংসা করেছেন। কে, কী পরবেন তা যেমন তিনি ঠিক করে দিতে পারেন না, তেমনই আবার তাঁর ভাবনাচিন্তাকে কেন্দ্র করে মানুষ তাঁকে বিচার করতে বসবে, সেটাও তিনি মানতে নারাজ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ব বসতি দিবস উদ্যাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিশ্ব বসতি দিবস উদ্যাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত