ঢাকা , বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ , ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈশ্বরদীতে কারখানার বর্জ্য নিষ্কাশিত পানিতে অবরুদ্ধ ৪৫ পরিবার প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার লংমার্চে বাধা দেওয়ায় সাঁতরে পদ্মা পার হতে গিয়ে আহত ২ বিক্রয়কর্মী হত্যার দায় স্বীকার রবিন ডাকাতের আসছে মোদির বায়োপিক, প্রধানমন্ত্রীর মা হবেন রাভিনা ইসি থেকে রিটার্নিং কর্মকর্তা নিয়োগের প্রস্তাব বিএনপির উৎসব না করার নির্দেশ তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ বাম দলগুলো ৩০০ আসনে ভোটের প্রস্তুতি নিয়ে জোট করছে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ: শ্রম উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় ছিল কলঙ্কিত ও ত্রুটিপূর্ণ এ শতাব্দীতেই বিলুপ্ত হতে পারে শীত, ১৮% এলাকা ডুবে যাওয়ার আশঙ্কা শরীরের জন্য প্রোটিন জরুরি, ডিম, মাংস, না পনির কোন খাবারের প্রোটিন শরীর জন্য বেশি ভাল? পুতিনের বিরুদ্ধে কূটনৈতিক সংঘাতের রাস্তায় নামল পোল্যান্ড চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির তৃণমূলে হৃদয়ে রক্তক্ষরণ রাতে কাটলেন ধান দিনে কাটছেন খর রাণীশংকৈলে জমি দখলের অভিনব কৌশল রাণীনগরে গ্রামীণ ব্যাংকের গেটের সামনে আগুন প্রথম বিয়ে গোপন করে দ্বিতীয় বিয়ে: নারীর কারাদণ্ড, কাজির জেল ও লাইসেন্স বাতিল শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন: প্রধান উপদেষ্টা জাল সনদে চাকরি ও প্রতারণার দায়ে প্রধান শিক্ষককে কারাদণ্ড

সকালে ভাঙছে না ঘুম, কোনওভাবেই দূর হচ্ছে না ক্লান্তি, কী করবেন?

  • আপলোড সময় : ২৬-০৮-২০২৫ ০৩:৫৮:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৫ ০৩:৫৮:০৮ অপরাহ্ন
সকালে ভাঙছে না ঘুম, কোনওভাবেই দূর হচ্ছে না ক্লান্তি, কী করবেন? ছবি: সংগৃহীত
প্রতিদিন সকালে একই ছবি। অ্যালার্ম বেজে উঠছে, কিন্তু চোখ খুলছে না। অনেক কষ্টে ঘুম ভাঙলেও মনে হচ্ছে শরীর যেন একেবারে নিস্তেজ। বিছানা ছেড়ে কাজে বেরোতে মন চাইছে না। অথচ দিনভর ব্যস্ততায় সেই ক্লান্তিই থেকে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এর পিছনে শুধু কম ঘুম নয়, জীবনযাত্রার নানা ছোটখাটো ভুলও দায়ী। তবে কিছু অভ্যাস বদলালেই সকালের এই ক্লান্তিভাব থেকে মুক্তি মিলতে পারে।

ডা. অরিন্দম দে (স্লিপ মেডিসিন বিশেষজ্ঞ) বলেন, 'শুধু ঘুমের পরিমাণ নয়, ঘুমের গুণগত মানও জরুরি। যদি ঘুম বারবার ভেঙে যায় বা বিছানায় শুয়ে মোবাইল ব্যবহার করেন, তাহলে সকালে ক্লান্তি আসবেই।' তাঁর পরামর্শ, শোবার অন্তত এক ঘণ্টা আগে ফোন, টিভি, ল্যাপটপ দূরে রাখতে হবে।

পুষ্টিবিদ ঋতিকা মুখোপাধ্যায় জানান, রাতের খাবার যত হালকা হবে, ঘুম তত ভাল হবে। ভাত, ভাজাভুজি বা ভারী খাবার খেলে ঘুম ভাঙলেও শরীর ক্লান্ত লাগে। আবার জল কম খাওয়ার জন্যও সকালে মাথা ভারী হয়ে থাকতে পারে। তাই দিনে পর্যাপ্ত জল খাওয়া এবং শোবার আগে ভারী খাবার এড়ানো জরুরি।

বিশেষজ্ঞদের মতে, ঘুম ভাঙার পর সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে না উঠে, কিছুটা সময় গভীর শ্বাস নেওয়ার অভ্যাস করা দরকার। এতে শরীর অক্সিজেন পায়, মস্তিষ্কও সজাগ হয়। জানলার পর্দা সরিয়ে রোদে দাঁড়ালে শরীর দ্রুত সতেজ হবে।

ডা. দে বলেন, 'যাঁরা সকালে ব্যায়াম করেন, তাঁদের ক্লান্তি অনেক কম। এমনকি ১৫ মিনিট হাঁটাও শরীরে এনার্জি ফিরিয়ে আনে।'

পুষ্টিবিদের পরামর্শ, খালি পেটে জল খেয়ে দিন শুরু করা উচিত। তারপর প্রোটিন ও ফাইবারযুক্ত ব্রেকফাস্ট, যেমন-ডিম, ওটস, ফল বা বাদাম খেলে সকালটা ফ্রেশ লাগে। শুধু চা-কফি খেলেই চলবে না, তাতে সাময়িকভাবে ফ্রেশ লাগলেও পরে আবার ক্লান্তি আসে।

অর্থাৎ রাতের ভাল ঘুম, জল খাওয়া, হালকা রাতের খাবার আর সকালের রোদ, এই সহজ ক’টা অভ্যাস মানলেই সকালের ক্লান্তি অনেকটাই দূর করা সম্ভব হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭

নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭