ঢাকা , শনিবার, ০১ নভেম্বর ২০২৫ , ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে ইসকন নিষিদ্ধের দাবিতে আহলেহাদীছ আন্দোলনের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তানোরে ফের নবিল গ্রুপের দুষণ সন্ত্রাস তানোরে জামায়াতের নির্বাচনী কর্মী ও সুধী সমাবেশ সারদা'র ডিআইজি এহসানউল্লাহর রহস্যজনক নিখোঁজ, তদন্ত শুরু ইতিহাসের সুবিজ্ঞ ও দূরদর্শীদের জীবনের শিক্ষা আমরা বই পড়েই জেনেছি: বিভাগীয় কমিশনার আবু ধাবি টি১০ লিগে কোয়েটা ক্যাভালরির অধিনায়ক নিযুক্ত হলেন মোহাম্মদ আমির সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়া সম্ভব: প্রধান উপদেষ্টা সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু নেত্রকোণায় অটোরিকশা-ট্রাকের সংঘর্ষে নিহত ২ পুণ্ড্র ইউনিভার্সিটিতে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে সচেতনতার জন্য সেমিনার অনুষ্ঠিত ইসলামে গুজব ছড়ানো গুরুতর পাপ প্রথম মানুষ আদমের (আ.) ভুল ও অনুতাপ এসএসসির ফরম পূরণ শুরু হবে ৩১ ডিসেম্বর নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই: মির্জা ফখরুল ফিটনেস কুইন করিনার 'কঠিন' ওয়ার্কআউটের ভিডিও প্রকাশ্যে আসতেই অবাক ভক্তরা হরমনদের দাপটে হতাশায় শেষ অস্ট্রেলিয়ার বিশ্বকাপ অভিযান! গাজা গণহত্যায় সহায়তা করেছে শীর্ষস্থানীয় দুই টেক জায়ান্ট! লিবিয়া থেকে দেশে ফিরল আরো ৩১০ বাংলাদেশি গণভোটের বিষয়টি এখনও কমিশনের নজরে আসেনি: ইসি আনোয়ারুল পথকুকুরদের প্রসঙ্গে আপ্লুত ‘সইয়ারা’ খ্যাত অভিনেত্রী অনীত

​পানের বাজারে ধস: কৃষকের চোখে অন্ধকার

  • আপলোড সময় : ২৪-০৮-২০২৫ ০৭:৫৬:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৫ ০৮:০৭:০১ অপরাহ্ন
​পানের বাজারে ধস: কৃষকের চোখে অন্ধকার ​পানের বাজারে ধস: কৃষকের চোখে অন্ধকার
রাজশাহীর দুর্গাপুর-সহ দেশের বিভিন্ন অঞ্চলের পান চাষিরা স্মরণকালের ভয়াবহ দরপতনের শিকার হয়েছেন।

গত পাঁচ বছরের মধ্যে পানের দাম সর্বনিম্ন পর্যায়ে নেমে আসায় কৃষকদের মাথায় হাত পড়েছে।

একদিকে সার, কীটনাশক এবং শ্রমিকের মজুরি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ বেড়েছে, অন্যদিকে উৎপাদিত পানের ন্যায্যমূল্য না পাওয়ায় লোকসানের মুখে পড়েছেন তারা।

অনেক চাষি তাঁদের জীবিকার একমাত্র উৎস এই পান চাষের ওপর নির্ভরশীল হওয়ায় পরিবার-পরিজন নিয়ে চরম দুর্দশার মধ্যে পড়েছেন। সাম্প্রতিক সময়ে কৃষি উপকরণের দাম লাগামহীনভাবে বেড়েছে।

বিশেষ করে সার ও কীটনাশকের মূল্যবৃদ্ধিতে পান চাষের খরচ অনেক বেড়ে গেছে।

দূর্গাপুরের পান চাষিরা জানিয়েছেন, একজন শ্রমিককে প্রতিদিন ৭০০ টাকা মুজুরি দিয়েও সময়মতো শ্রমিক পাওয়া যায় না। এর সাথে যুক্ত হয়েছে খৈল, সার, মাটি, বাঁশ ও কীটনাশকের বাড়তি খরচ।

রাজশাহীর একজন কৃষক জানান, একজন শ্রমিক সারাদিনে যে পরিমাণ পান বরজ থেকে তোলেন, তা বিক্রি করে শ্রমিকের মজুরিই উঠছে না।

ভরা মৌসুমে সরবরাহ বেশি থাকা এবং সুপারির দাম বেড়ে যাওয়ায় পানের চাহিদা কমে যাওয়াকেও দাম কমার একটি কারণ হিসেবে দেখছেন ব্যবসায়ীরা।

চাষিদের অভিযোগ, কম দামে পান কিনে চড়া দামে বিক্রি করে মুনাফা লুটছে বাজারে সক্রিয় সিন্ডিকেট। এই মধ্যস্বত্বভোগীদের কারণে কৃষকরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি ভোক্তাদেরও বেশি দামে পান কিনতে হচ্ছে।

বিশ্লেষকরা মনে করেছেন, দেশের কৃষিপণ্যের বাজারে দীর্ঘদিন ধরেই সিন্ডিকেটের দৌরাত্ম্য চলছে, যা ভাঙতে সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে। এই সিন্ডিকেটগুলো কৃত্রিম সংকট তৈরি করে এবং বাজার নিয়ন্ত্রণ করে কৃষকদের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত করছে।

একসময়  টাকার গাছ হিসেবে পরিচিত ছিল, তা এখন অনেক কৃষকের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। যে পান এই সময়ে ১০০ টাকা বিড়ি বিক্রি হওয়ার কথা, তা এখন মাত্র ১০ টাকায় বিক্রি করতে বাধ্য হচ্ছেন চাষিরা। এই সামান্য আয়ে সংসারের নিত্যপ্রয়োজনীয় চাহিদা মেটানো তো দূরের কথা, ছেলেমেয়েদের পড়াশোনার খরচ জোগানোও অসম্ভব হয়ে পড়েছে। অনেক কৃষক ঋণ করে পানের বরজ তৈরি করেছেন, কিন্তু এখনকার বাজারদরে ঋণের টাকা শোধ করা তো দূরের কথা, দৈনন্দিন খরচ চালানোই কঠিন হয়ে পড়েছে।

এই পরিস্থিতে অনেক পান চাষি দীর্ঘদিনের পেশা ছেড়ে দেওয়ার কথা ভাবছেন।

বিশেষজ্ঞরা বলছেন, কৃষকদের এই দুর্দশা চলতে থাকলে এবং সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে দেশের কৃষি অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়বে।

উপজেলা কৃষি অফিসার সাহানা পারভীন লাবনী জানান, সার, খৈল, বরজ তৈরির বাঁশ এবং কীটনাশকের দাম বেড়ে যাওয়ায় পান চাষের খরচ আগের তুলনায় অনেক বেড়েছে। কিন্তু সেই অনুপাতে পানের বাজারদর না বাড়ায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষিরা এবং অনেকে পান চাষে আগ্রহ হারাচ্ছেন।

তিনি আরও বলেন, উপজেলা কৃষি অফিস থেকে পান চাষের জন্য সরাসরি আর্থিক প্রণোদনা দেওয়ার ব্যবস্থা না থাকলেও, ব্যবস্থাপনার জন্য সঠিক পরামর্শ প্রদান করা হয়। প্রাকৃতিক দুর্যোগে কোনো কৃষক ক্ষতিগ্রস্ত হলে, তার আবেদনের ভিত্তিতে উপজেলা পরিষদ বা ইউনিয়ন পরিষদের মাধ্যমে সহায়তার সুযোগ রয়েছে।

কোল্ড ইনজুরি থেকে পান বাঁচাতে চাষিদের পলিথিন ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় কীটনাশক ব্যবহারের বিষয়েও অবহিত করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তানোরে ফের নবিল গ্রুপের দুষণ সন্ত্রাস

তানোরে ফের নবিল গ্রুপের দুষণ সন্ত্রাস