ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে মুনজুর আলী (৪০) নামে এক কৃষক মৃত্যু হয়েছে ।
গতকাল সোমবার (১৯মে) বিকালে উপজেলার ভরনিয়া মন্ডলপাড়া গ্রামে তাঁর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
মুনজুর উপজেলার ভরনিয়া মন্ডলপাড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে।
স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা গেছে, ঘটনার দিন দুপুরে নিজ বাড়িতে পরিবারের সদস্যদের অগোচরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে কৃষক মুনজুর আলী। পরিবারের সদস্যরা জানতে পেরে অসুস্থ অবস্থায় তাঁকে উদ্ধার করে রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। দিনাজপুর নেওয়ার পথিমধ্যে মুনজুর মারা যায়। মৃত মুঞ্জুর আলীর ভাই ফদর মোহাম্মদ জানান,আমার ভাই মানসিক চাপ ও দুশ্চিন্তা ভুগতে ছিলেন। তাঁর ধারণা হতাশাগ্রস্ত হয়ে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে মুঞ্জুর আলী মারা গেছেন।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশটি ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
গতকাল সোমবার (১৯মে) বিকালে উপজেলার ভরনিয়া মন্ডলপাড়া গ্রামে তাঁর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
মুনজুর উপজেলার ভরনিয়া মন্ডলপাড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে।
স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা গেছে, ঘটনার দিন দুপুরে নিজ বাড়িতে পরিবারের সদস্যদের অগোচরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে কৃষক মুনজুর আলী। পরিবারের সদস্যরা জানতে পেরে অসুস্থ অবস্থায় তাঁকে উদ্ধার করে রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। দিনাজপুর নেওয়ার পথিমধ্যে মুনজুর মারা যায়। মৃত মুঞ্জুর আলীর ভাই ফদর মোহাম্মদ জানান,আমার ভাই মানসিক চাপ ও দুশ্চিন্তা ভুগতে ছিলেন। তাঁর ধারণা হতাশাগ্রস্ত হয়ে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে মুঞ্জুর আলী মারা গেছেন।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশটি ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি