ঢাকা , শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ , ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫০ পেরোতেই মলাইকার জীবনে নতুন কেউ নিজের চেষ্টায় জায়গা করেছেন বলিউডে, অযাচিত ‘ব্যক্তিগত আক্রমণ’ কী ভাবে এড়িয়ে যান সারা? কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগে মানববন্ধন ভোলায় পুকুরে গোসল করতে নেমে দুই চাচাতো বোনের মৃত্যু নভেম্বরেই গণভোট চায় জামায়াতসহ ৮ দল নিজের চেষ্টায় জায়গা করেছি বলিউডে: সারা ব্যথা-বেদনা থেকে নিস্তার পেতে বদলে ফেলুন রান্নার তেল গরুর মাংস খাওয়া প্রসঙ্গে যা বললেন রণবীর কাপুর জেলে যেভাবে কাটছে ফুটবলার রবিনহোর সময় প্রশান্ত মহাসাগরে ধ্বংস করা হল আরও এক মাদকবোঝাই নৌকা! জুমার রাতে সুরা দোখান পাঠের ফজিলত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু কৌশানির নাচের মাঝেই মঞ্চে ধরে গেল আগুন ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’ রাশমিকা মন্দানা ভালো মা হতে চান আগে রয়টার্সে শেখ হাসিনার সাক্ষাৎকার পড়ি, পরে মন্তব্য : প্রেস সচিব বলিউড অভিনেত্রীর দাউদ ইব্রাহিমকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রাজশাহী বিভাগীয় বইমেলায় দরিদ্র পাঠকদের জন্য থাকছে পুরাতন বই বদলের সুযোগ পাকিস্তানের আকাশে হঠাৎ অদ্ভুত মেঘ, ঘটনা কী? ভারতে বাংলাদেশের জাতীয় সংগীত গাওয়ায় দেশদ্রোহিতা মামলার নির্দেশ

ফুলবাড়ীতে তিনদিনের টানা ঝড়-বৃষ্টিতে ধানচাষে বিপর্যয়, ক্ষতির আশঙ্কায় কৃষকরা

  • আপলোড সময় : ২০-০৫-২০২৫ ০২:১৪:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৫-২০২৫ ০২:১৪:২৫ অপরাহ্ন
ফুলবাড়ীতে তিনদিনের টানা ঝড়-বৃষ্টিতে ধানচাষে বিপর্যয়, ক্ষতির আশঙ্কায় কৃষকরা ফুলবাড়ীতে তিনদিনের টানা ঝড়-বৃষ্টিতে ধানচাষে বিপর্যয়, ক্ষতির আশঙ্কায় কৃষকরা
দিনাজপুরের ফুলবাড়ীতে তিনদিন ধরে চলা টানা কালবৈশাখী ঝড় ও ভারি বৃষ্টিপাতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন বোরো ধানচাষিরা। পাকা ও আধাপাকা ধানের গাছ মাঠে জমে থাকা পানিতে শুয়ে পড়েছে। অনেক জমির ধান গজিয়ে যাওয়ার শঙ্কাও দেখা দিয়েছে। কৃষকরা দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন- সারা বছরের পরিশ্রম যেন কয়েকদিনেই মাটি না হয়ে যায়।

গত রবিবার (১৮ মে) রাত থেকে শুরু হওয়া ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত মঙ্গলবার (২০ মে) পর্যন্ত থামার নাম নেই। উপজেলাজুড়ে বহু কৃষক মাঠে গিয়ে দেখেছেন, তাদের কষ্টার্জিত ধানের গাছ পানিতে পড়ে আছে। কোথাও আবার কাটা ধান মাঠেই বৃষ্টিতে ভিজে গেছে।

পানিকাটা গ্রামের কৃষক সামাদ মণ্ডল বলেন, “আমার আড়াই বিঘা জমির ধান পানির নিচে পড়ে গেছে। দ্রুত কাটতে না পারলে সব গজিয়ে যাবে। শ্রমিকদের বেশি মজুরি দিয়ে ধান কাটার চেষ্টা করছি, কিন্তু আবহাওয়া ঠিক না হলে কিছুই করা যাবে না।”

স্থানীয় কৃষকদের ভাষ্য, এবছর ফলন ভালো হলেও এই ঝড়-বৃষ্টিতে সব শেষ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। জমিতে পানি জমে থাকলে ধান গজিয়ে যাবে, এতে পুরো ফসলটাই নষ্ট হয়ে যাবে।

উপজেলা কৃষি দপ্তরের তথ্যমতে, ফুলবাড়ী উপজেলায় চলতি মৌসুমে ১৪ হাজার ১৮৬ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯৫ হাজার ৭৬০ মেট্রিক টন। এখন পর্যন্ত প্রায় ৭০ শতাংশ জমির ধান কর্তন শেষ হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মো. শাহানুর রহমান জানান, “বাকি ৩০ শতাংশ জমির ধান এখনো কাটা হয়নি। বেশিরভাগ ক্ষেতেই বিআর-২৯ ও বিআর-৮৯ জাতের ধান রয়েছে। কিছু জায়গায় ধানগাছ পড়ে গেলেও দ্রুত পানি নেমে গেলে এবং সময়মতো কর্তন করা গেলে ক্ষতি কিছুটা কমানো সম্ভব হবে।”
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন জানান, তিনদিনে মোট ১৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রবিবার ৫৮ মিলিমিটার, সোমবার ৪২ মিলিমিটার এবং মঙ্গলবার দুপুর পর্যন্ত ৬৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঝড়-বৃষ্টির পাশাপাশি ঘূর্ণিঝড়েরও আশঙ্কা রয়েছে বলে জানান তিনি।

বর্তমানে কৃষকদের একটাই চাওয়া- আবহাওয়া দ্রুত স্বাভাবিক হোক, পানি নেমে যাক, যেন তারা ধান ঘরে তুলতে পারেন। না হলে এ মৌসুমে তাদের সব শ্রম, ঘাম আর স্বপ্ন ভেসে যাবে পানির স্রোতে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রাজশাহী বিভাগীয় বইমেলায় দরিদ্র পাঠকদের জন্য থাকছে পুরাতন বই বদলের সুযোগ

রাজশাহী বিভাগীয় বইমেলায় দরিদ্র পাঠকদের জন্য থাকছে পুরাতন বই বদলের সুযোগ