ঢাকা , সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ , ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিদ্দিক পুলিশকে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন অভিনেতা তাহসানপত্নী এবার শাড়িতে মুগ্ধতা ছড়াচ্ছেন বাল্যবিয়ের অপরাধে বরকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড নাচোলে শাশুড়ির জানাজায় এসে ট্রাকের ধাক্কায় জামাই নিহত ব্যস্ত মহাসড়কে হঠাৎ উপড়ে পড়ল গাছ ছয় মাসের সাজা ছয় বছর খাটলেন ভারতীয় নাগরিক বাঘায় মাদক মামলার আসামিসহ গ্রেফতার ৭ ৯ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, যুবককে জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ সড়ক দুর্ঘটনায় সাংবাদিক পুলিশসহ নিহত ৪ এক নারীকে নিয়ে দুই স্বামীর টানাটানি চাঁদপুরে ৮ ঘণ্টা পর মারা গেল কবরে শায়িত করার আগে নড়ে ওঠা শিশুটি নতুন কুঁড়ি প্রতিযোগিতার সফল বাস্তবায়নে বিভাগীয় পর্যায়ে অংশীজনদের সমন্বয় সভা অনুষ্ঠিত রাবিতে ‘রাকসু কী এবং কেন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হরিপুরে প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা সম্পন্ন সিংড়ায় ভয়েস ফর চেঞ্জের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা নতুন কুঁড়ি প্রতিযোগিতার সফল বাস্তবায়নে বিভাগীয় পর্যায়ে অংশীজনদের সমন্বয় সভা অনুষ্ঠিত জায়গার ভাড়া নিয়ে সেনাসদস্যের ওপর হামলা দেশব্যাপী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মৌলিক প্রশিক্ষণ, দ্বিতীয় ধাপের কার্যক্রম শুরু পুঠিয়ায় ঠিকাদার ও প্রকৌশলীর অবহেলায় স্থবির ১৩টি প্রাথমিক বিদ্যালয়ের ওয়াসরুম নির্মান কাজ, চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা দিশা পাটানির বাড়িতে গুলিবর্ষণ

ফুলবাড়ীতে তিনদিনের টানা ঝড়-বৃষ্টিতে ধানচাষে বিপর্যয়, ক্ষতির আশঙ্কায় কৃষকরা

  • আপলোড সময় : ২০-০৫-২০২৫ ০২:১৪:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৫-২০২৫ ০২:১৪:২৫ অপরাহ্ন
ফুলবাড়ীতে তিনদিনের টানা ঝড়-বৃষ্টিতে ধানচাষে বিপর্যয়, ক্ষতির আশঙ্কায় কৃষকরা ফুলবাড়ীতে তিনদিনের টানা ঝড়-বৃষ্টিতে ধানচাষে বিপর্যয়, ক্ষতির আশঙ্কায় কৃষকরা
দিনাজপুরের ফুলবাড়ীতে তিনদিন ধরে চলা টানা কালবৈশাখী ঝড় ও ভারি বৃষ্টিপাতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন বোরো ধানচাষিরা। পাকা ও আধাপাকা ধানের গাছ মাঠে জমে থাকা পানিতে শুয়ে পড়েছে। অনেক জমির ধান গজিয়ে যাওয়ার শঙ্কাও দেখা দিয়েছে। কৃষকরা দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন- সারা বছরের পরিশ্রম যেন কয়েকদিনেই মাটি না হয়ে যায়।

গত রবিবার (১৮ মে) রাত থেকে শুরু হওয়া ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত মঙ্গলবার (২০ মে) পর্যন্ত থামার নাম নেই। উপজেলাজুড়ে বহু কৃষক মাঠে গিয়ে দেখেছেন, তাদের কষ্টার্জিত ধানের গাছ পানিতে পড়ে আছে। কোথাও আবার কাটা ধান মাঠেই বৃষ্টিতে ভিজে গেছে।

পানিকাটা গ্রামের কৃষক সামাদ মণ্ডল বলেন, “আমার আড়াই বিঘা জমির ধান পানির নিচে পড়ে গেছে। দ্রুত কাটতে না পারলে সব গজিয়ে যাবে। শ্রমিকদের বেশি মজুরি দিয়ে ধান কাটার চেষ্টা করছি, কিন্তু আবহাওয়া ঠিক না হলে কিছুই করা যাবে না।”

স্থানীয় কৃষকদের ভাষ্য, এবছর ফলন ভালো হলেও এই ঝড়-বৃষ্টিতে সব শেষ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। জমিতে পানি জমে থাকলে ধান গজিয়ে যাবে, এতে পুরো ফসলটাই নষ্ট হয়ে যাবে।

উপজেলা কৃষি দপ্তরের তথ্যমতে, ফুলবাড়ী উপজেলায় চলতি মৌসুমে ১৪ হাজার ১৮৬ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯৫ হাজার ৭৬০ মেট্রিক টন। এখন পর্যন্ত প্রায় ৭০ শতাংশ জমির ধান কর্তন শেষ হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মো. শাহানুর রহমান জানান, “বাকি ৩০ শতাংশ জমির ধান এখনো কাটা হয়নি। বেশিরভাগ ক্ষেতেই বিআর-২৯ ও বিআর-৮৯ জাতের ধান রয়েছে। কিছু জায়গায় ধানগাছ পড়ে গেলেও দ্রুত পানি নেমে গেলে এবং সময়মতো কর্তন করা গেলে ক্ষতি কিছুটা কমানো সম্ভব হবে।”
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন জানান, তিনদিনে মোট ১৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রবিবার ৫৮ মিলিমিটার, সোমবার ৪২ মিলিমিটার এবং মঙ্গলবার দুপুর পর্যন্ত ৬৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঝড়-বৃষ্টির পাশাপাশি ঘূর্ণিঝড়েরও আশঙ্কা রয়েছে বলে জানান তিনি।

বর্তমানে কৃষকদের একটাই চাওয়া- আবহাওয়া দ্রুত স্বাভাবিক হোক, পানি নেমে যাক, যেন তারা ধান ঘরে তুলতে পারেন। না হলে এ মৌসুমে তাদের সব শ্রম, ঘাম আর স্বপ্ন ভেসে যাবে পানির স্রোতে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রাবিতে ‘রাকসু কী এবং কেন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

রাবিতে ‘রাকসু কী এবং কেন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত