ঢাকা , বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ , ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শরীরের জন্য প্রোটিন জরুরি, ডিম, মাংস, না পনির কোন খাবারের প্রোটিন শরীর জন্য বেশি ভাল? পুতিনের বিরুদ্ধে কূটনৈতিক সংঘাতের রাস্তায় নামল পোল্যান্ড চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির তৃণমূলে হৃদয়ে রক্তক্ষরণ রাতে কাটলেন ধান দিনে কাটছেন খর রাণীশংকৈলে জমি দখলের অভিনব কৌশল রাণীনগরে গ্রামীণ ব্যাংকের গেটের সামনে আগুন প্রথম বিয়ে গোপন করে দ্বিতীয় বিয়ে: নারীর কারাদণ্ড, কাজির জেল ও লাইসেন্স বাতিল শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন: প্রধান উপদেষ্টা জাল সনদে চাকরি ও প্রতারণার দায়ে প্রধান শিক্ষককে কারাদণ্ড সখীপুরে মেয়েকে হত্যার পর মায়ের আত্মহনন প্রতিপক্ষের লাঠির আঘাতে প্রাণ গেল স্কুলছাত্রের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিপুল ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ সাপাহারে মোটরসাইকেল দূর্ঘটনা এড়াতে ভ্রাম্যমান আদালতের অভিযান রাণীনগরে চোলায় মদসহ মাদক কারবারি আটক -২ কেশরহাট পৌরসভায় কমিউনিটি অ্যাকশন প্ল্যান প্রণয়ন ও বাস্তবায়ন প্রশিক্ষণ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭ রাজশাহীতে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আ’লীগ ও কৃষকলীগ নেতা গ্রেফতার রাজশাহী সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন রাজশাহী সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন রাজশাহী সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন পুঠিয়ায় বিপুল পরিমান ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী মাহিন গ্রেফতার

বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো রাজশাহীতে জাতীয় মৎস্য সপ্তাহ

  • আপলোড সময় : ১৮-০৮-২০২৫ ০৭:১৮:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৮-২০২৫ ০৭:১৮:৫৩ অপরাহ্ন
বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো রাজশাহীতে জাতীয় মৎস্য সপ্তাহ বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো রাজশাহীতে জাতীয় মৎস্য সপ্তাহ
সারাদেশের ন্যায় রাজশাহীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ শুরু হয়েছে।

সোমবার ১৮ আগস্ট মৎস্য সপ্তাহের উদ্বোধনী দিনে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর নানা কমসূচি বাস্তবায়ন করেছে।

এ উপলক্ষ্যে সকাল ১০টায় কালেক্টরেট পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়। এরপর সকাল সোয়া দশটায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর হতে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) গিয়ে শেষ হয়েছে।

সেখানে বেলুন-ফেস্টুন উড়িয়ে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান। পরে পিটিআই অডিটোরিয়ামে উদ্বোধনীআলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় হাবিবুর রহমান বলেন, মাছ আমাদের জাতীয় সম্পদ। এই সম্পদের সংরক্ষণ, ব্যবহার এবং উদ্বৃত্ত মাছ সঠিকভাবে রপ্তানি করা আমাদের দায়িত্ব। বিদেশে যখন আমরা কোনো পণ্য রপ্তানি করি তখন কিছু নিয়ম-কানুন অনুসরণ করতে হয়। যেকোনো রপ্তানিকৃত পণ্যের গুণগতমান ঠিক না থাকলে পণ্যের চাহিদা কমে যাবে, তাই পণ্যের সঠিক মান নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, আমাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে। এর জন্য মাছের যে রোগ আছে তা আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ ল্যাবে পরীক্ষা করে ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে মৎস্য অধিদপ্তর বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, আমরা সুনীল অর্থনীতিতে অনেক পিছিয়ে আছি। সামুদ্রিক মাছ যদি আরও বেশি আহরণ করতে পারি তাহলে আমাদের দেশ আরও এগিয়ে যাবে।

বিদেশিরা কাঁটাওয়ালা মাছ পছন্দ করে না, ওরা পছন্দ করে সামুদ্রিক মাছ, প্রক্রিয়াজাতকৃত ও হিমায়িত মাছ। কাজেই কাঁটাওয়ালা রুই-কাতলা মাছ প্রক্রিয়াজাতকরণ না করে রপ্তানি করলে খুব একটা লাভ হবে না। এ প্রযুক্তি আমাদের দেশে যত দ্রæত আসবে তত তাড়াতাড়ি আমাদের চাষিরা উপকৃত হবে।

রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজশাহী মৎস্য অধিদপ্তরের পরিচালক মো. সাইফুদ্দিন ইয়াহিয়া, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম, মৎস্যের অবসরপ্রাপ্ত উপপরিচালক মো. মনিরুজ্জামান ও মো. আব্দুল ওয়াহেদ মন্ডল। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষি, মৎস্যজীবী, ব্যবসায়ী, খামার মালিক, খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের সদস্যসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের পক্ষ থেকে মৎস্যখাতের উন্নয়নে বিভিন্ন দাবি পেশ করা হয়।

অনুষ্ঠান শেষে মৎস্যক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে সাত ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭

নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭