ঢাকা , শনিবার, ০১ নভেম্বর ২০২৫ , ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে ইসকন নিষিদ্ধের দাবিতে আহলেহাদীছ আন্দোলনের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তানোরে ফের নবিল গ্রুপের দুষণ সন্ত্রাস তানোরে জামায়াতের নির্বাচনী কর্মী ও সুধী সমাবেশ সারদা'র ডিআইজি এহসানউল্লাহর রহস্যজনক নিখোঁজ, তদন্ত শুরু ইতিহাসের সুবিজ্ঞ ও দূরদর্শীদের জীবনের শিক্ষা আমরা বই পড়েই জেনেছি: বিভাগীয় কমিশনার আবু ধাবি টি১০ লিগে কোয়েটা ক্যাভালরির অধিনায়ক নিযুক্ত হলেন মোহাম্মদ আমির সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়া সম্ভব: প্রধান উপদেষ্টা সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু নেত্রকোণায় অটোরিকশা-ট্রাকের সংঘর্ষে নিহত ২ পুণ্ড্র ইউনিভার্সিটিতে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে সচেতনতার জন্য সেমিনার অনুষ্ঠিত ইসলামে গুজব ছড়ানো গুরুতর পাপ প্রথম মানুষ আদমের (আ.) ভুল ও অনুতাপ এসএসসির ফরম পূরণ শুরু হবে ৩১ ডিসেম্বর নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই: মির্জা ফখরুল ফিটনেস কুইন করিনার 'কঠিন' ওয়ার্কআউটের ভিডিও প্রকাশ্যে আসতেই অবাক ভক্তরা হরমনদের দাপটে হতাশায় শেষ অস্ট্রেলিয়ার বিশ্বকাপ অভিযান! গাজা গণহত্যায় সহায়তা করেছে শীর্ষস্থানীয় দুই টেক জায়ান্ট! লিবিয়া থেকে দেশে ফিরল আরো ৩১০ বাংলাদেশি গণভোটের বিষয়টি এখনও কমিশনের নজরে আসেনি: ইসি আনোয়ারুল পথকুকুরদের প্রসঙ্গে আপ্লুত ‘সইয়ারা’ খ্যাত অভিনেত্রী অনীত

প্রতিদিনের গুরুত্বপূর্ণ ছয়টি আমল

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ১১:৩৯:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ১১:৩৯:৫৮ পূর্বাহ্ন
প্রতিদিনের গুরুত্বপূর্ণ ছয়টি আমল ছবি: সংগৃহীত
 

মানুষের জীবনে প্রতিটি দিন একটি নতুন সুযোগ। প্রতিদিন আমরা এমন অনেক কাজ করি যা হয়তো তেমন বড় মনে হয় না, কিন্তু আল্লাহ তাআলার কাছে এগুলোর মূল্য অপরিসীম। দ্বীনের পথে চলা, আল্লাহর সন্তুষ্টি অর্জন, এবং জান্নাতের যোগ্যতা লাভের জন্য সবসময় বড় কোনো ইবাদতের প্রয়োজন হয় না; বরং ছোট ছোট কিন্তু নিয়মিত আমলই মুমিনের জীবনকে বরকতময় করে তোলে এবং আখিরাতে অসীম পুরস্কার এনে দেয়।

রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের এমন অনেক সহজ আমল শিখিয়েছেন যা আমরা চাইলেই প্রতিদিন করতে পারি এবং যার বিনিময়ে আল্লাহ আমাদের জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন। এখানে এমনই ছয়টি সহজ কিন্তু মহামূল্যবান আমল তুলে ধরা হলো, যেগুলো পালন করা প্রতিটি মুমিনের জন্য সম্ভব।

বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করা
রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, إِذَا دَخَلَ الرَّجُلُ بَيْتَهُ فَسَلَّمَ كَانَتْ بَرَكَةً عَلَيْهِ وَعَلَى أَهْلِ بَيْتِهِ যখন তোমরা নিজেদের ঘরে প্রবেশ করবে, তখন সালাম দেবে, এতে তোমাদের জন্য বরকত হবে। (সুনানু আবি দাউদ:৫২০২ সহিহুত তারগিব:৩১৬)
বাড়িতে প্রবেশের সময় সালাম দিলে আল্লাহ তাআলা আপনাকে নিজের জিম্মায় নেবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন। সালাম শুধু একটি অভিবাদন নয়, বরং এটি দোয়া, ভালোবাসা ও নিরাপত্তার প্রতীক।

মনোযোগ দিয়ে আজানের উত্তর দেওয়া
مَنْ قَالَ حِينَ يَسْمَعُ الْمُؤَذِّنَ مِثْلَ مَا يَقُولُ، وَجَبَتْ لَهُ الْجَنَّةُ যে ব্যক্তি আজানের উত্তর দেবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে।(সুনানু আবি দাউদ:৫২৭) আজানের উত্তর দেওয়া খুব সহজ একটি আমল, কিন্তু এর মাধ্যমে আমরা আযানের ডাকে সাড়া দিই এবং আল্লাহর আহ্বানে অংশ নিই।
 
সঠিক হয়েও ঝগড়া পরিহার করা
أَنَا زَعِيمٌ بِبَيْتٍ فِي رَبَضِ الْجَنَّةِ لِمَنْ تَرَكَ الْمِرَاءَ وَإِنْ كَانَ مُحِقًّا আমি এমন ব্যক্তির জন্য জান্নাতের প্রান্তে একটি ঘরের জামিনদার, যে সঠিক হয়েও তর্ক-বিতর্ক পরিহার করে(সুনানু আবি দাউদ:৪৮০০) 

অহেতুক ঝগড়া ও বিতর্ক শুধু মনোভাব নষ্টই করে না, বরং সম্পর্কের ক্ষতি করে। তাই ইসলামে বিনয়ী থাকা ও বিবাদ এড়িয়ে চলাকে উচ্চ মর্যাদা দেওয়া হয়েছে।
 
আল্লাহর সন্তুষ্টির জন্য ‘লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা
عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: «مَنْ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ خَالِصًا مِنْ قَلْبِهِ حَرَّمَهُ اللَّهُ عَلَى النَّارِ»
(صحيح البخاري، حديث: 6423؛ صحيح مسلم، حديث: 26) যে ব্যক্তি আন্তরিকভাবে লা ইলাহা ইল্লাল্লাহ  বলবে, তার জন্য জাহান্নাম হারাম হবে। (সহিহ বুখারি:৬৪২৩, সহিহ মুসলিম:২৬)

তাওহিদের এ কালিমা হচ্ছে ঈমানের মূল ভিত্তি। প্রতিদিন কয়েকবার আন্তরিকতার সাথে এই কালিমা পাঠ করা মুমিনকে জাহান্নাম থেকে মুক্তির নিশ্চয়তা দেয়।
 
ওজুর পর শাহাদাতের কালিমা পাঠ করা
مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ يَتَوَضَّأُ فَيُسْبِغُ الْوُضُوءَ ثُمَّ يَقُولُ: أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، إِلَّا فُتِحَتْ لَهُ أَبْوَابُ الْجَنَّةِ الثَّمَانِيَةُ يَدْخُلُ مِنْ أَيِّهَا شَاءَ যে ব্যক্তি ওজু সম্পন্ন করে এবং তারপর শাহাদাতের কালিমা পাঠ করবে, তার জন্য জান্নাতের আটটি দরজা খোলা হবে, সে ইচ্ছামতো যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। (সহিহ মুসলিম:২৩৪, সুনানু ইবনু মাজাহ: ৪৭০)

ওজুর পর এই দোয়া পাঠ করা আখিরাতে জান্নাতের সকল দরজা উন্মুক্ত করে দেয়।
 
প্রতিদিন সুরা ইখলাস পাঠ করা
مَنْ قَرَأَ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ عَشْرَ مَرَّاتٍ بَنَى اللَّهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ যে ব্যক্তি দিনে দশবার সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন। সুরা ইখলাসে তাওদিদের ঘোষণা রয়েছে। এটি পাঠ করা এক-তৃতীয়াংশ কুরআন পাঠের সমান সওয়াব এনে দেয়। সহিহ জামে:৬৩৪০, মিশকাত শরিফ: ২১৬০)

اللَّهُمَّ وَفِّقْنَا لِلْعَمَلِ الصَّالِحِ، وَاجْعَلْ هَذِهِ الْأَعْمَالَ سَبَبًا لِدُخُولِنَا الْجَنَّةَ، وَنَجِّنَا بِهَا مِنَ النَّارِ، إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ হে আল্লাহ! আমাদেরকে সৎকাজ করার তাওফিক দিন, এই আমলগুলোকে জান্নাতে প্রবেশের মাধ্যম বানিয়ে দিন, আর এর দ্বারা আমাদের জাহান্নাম থেকে রক্ষা করুন। নিশ্চয়ই আপনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু।

আল্লাহ তাআলা আমাদের প্রতিদিন এই সহজ কিন্তু মহান আমলগুলো করার তাওফিক দান করুন, এগুলোর মাধ্যমে জান্নাতের পথ সুগম করুন এবং আখিরাতে আমাদেরকে চিরস্থায়ী সাফল্য দান করুন। আমিন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তানোরে ফের নবিল গ্রুপের দুষণ সন্ত্রাস

তানোরে ফের নবিল গ্রুপের দুষণ সন্ত্রাস