ঢাকা , বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ , ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী বিভাগে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে এনসিডি কর্নারের কার্যক্রম জোরদার ও সেবার মান উন্নয়নে বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত সচিবালয় অভিমুখে ইবতেদায়ি শিক্ষকদের মিছিল ছত্রভঙ্গ করে দিলো পুলিশ ৩৮ বছর বয়সে প্রথমবার ‘বিশ্বসেরা’ হলেন রোহিত সিংড়ায় স্বাস্থ্য সেবা নিয়ে ভয়েস ফর চেঞ্জ প্রকল্পের মতবিনিময় সভা ভেবেছিলাম ৩০-এর পর বিয়ে করে সংসার করব: তামান্না চুয়াডাঙ্গায় বোনকে দাফন করতে গিয়ে বড় ভাইয়ের মৃত্যু বেতন বৃদ্ধির দাবিতে রাজশাহী সিটি করপোরেশনে তালা দিয়ে শ্রমিকদের বিক্ষোভ গ্রাম আদালতে অসামান্য অবদানের সম্মাননা পেলেন ইউপি চেয়ারম্যান আল্লাহর সঙ্গে বান্দার সুসম্পর্ক যে কারণে আবশ্যক! ভাতিজার হাতে চাচা খুন, ২নং আসামি রফিক শেখ গ্রেফতার নারীদের সিজদা করার সঠিক নিয়ম শাহজাদপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা ব্রেকফাস্টে কলার সঙ্গে সামান্য গোলমরিচ! শুনতে অদ্ভুত এই কম্বোর উপকার অনেক অভিনয় করেও 'কল্কি ২৮৯৮ এডি' থেকে বাদ পড়ল দীপিকার নাম বেঞ্জেমার নক আউট পাঞ্চে ধরাশায়ী আল নাসের! চৌত্রিশের বিশ্বকাপ ‘গগনচুম্বী’ স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনা সৌদি আরবের গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৯০ ব্রাজিলে মাদকচক্রের বিরুদ্ধে পুলিশের অভিযানে নিহত ৬৪ নির্বাচন না-ও হতে পারে, কিন্তু জুলাই সনদ সবার আগে হতে হবে: জামায়াত নেতা তাহের ফেস প্যাক মাখারও উপযুক্ত সময় কখন জানেনিন

বাজে মৌসুম কাটিয়েও র‌্যা ঙ্কিংয়ের শীর্ষে রিয়াল

  • আপলোড সময় : ১৩-০৮-২০২৫ ০৮:০৮:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ০৮:০৮:১৪ অপরাহ্ন
বাজে মৌসুম কাটিয়েও র‌্যা ঙ্কিংয়ের শীর্ষে রিয়াল ছবি: সংগৃহীত
সবশেষ মৌসুমটা বেশ হতাশাজনক-ই ছিল রিয়াল মাদ্রিদের জন্য। কতটা হতাশার? একঝাঁক তারকা ও কিলিয়ান এমবাপ্পের মতো বিশ্বসেরা ফুটবলার নিয়েও কোনো মেজর ট্রফি জিততে পারেনি তারা। কিন্তু তার পরও উয়েফা ক্লাব র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে স্প্যানিশ জায়ান্টরা।

অথচ লা লিগাসহ একাধিক শিরোপা জিতেও বার্সেলোনার জায়গা হয়নি সেরা আটে। অন্যদিকে ট্রেবল, ক্লাব বিশ্বকাপ জিতে দারুণ একটি মৌসুম কাটানোর পরও সেরা পাঁচে জায়গা হয়নি ফরাসি ক্লাব পিএসজির।
 
নতুন মৌসুম শুরুর আগে ইউরোপের ক্লাবগুলোর র‌্যাঙ্কিংয়ের হালনাগাদ করেছে উয়েফা। যেখানে সেরা দশে অবস্থান করছে শীর্ষ পাঁচ লিগের ক্লাবগুলোই। গত মৌসুমে মেজর কোনো ট্রফি জিততে না পারলেও র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। যদিও গত মৌসুমের তুলনায় ২৬ পয়েন্ট কমেছে তাদের। বর্তমানে ১১৭.৫ পয়েন্ট নিয়ে সবার উপরে স্প্যানিশ জায়ান্টরা।
 
অন্যদিকে ম্যানচেস্টার সিটিকে পেছনে ফেলে দুইয়ে উঠে এসেছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। তাদের পয়েন্ট ১০৮.২৫। তাদের তুলনায় ১ পয়েন্ট কম নিয়ে তিনে অবস্থান করছে ইন্টার মিলান। সবশেষ মৌসুমের আগে ছয়ে ছিল ইতালিয়ান ক্লাবটি। চারে নেমে যাওয়া ম্যানসিটির পয়েন্ট ১০২.৭৫। অন্যদিকে প্রিমিয়ার লিগ জিতলেও অবনতি হয়েছে আরেক ইংলিশ ক্লাব লিভারপুলের। সবশেষ মৌসুমের আগে চারে থাকা ক্লাবটি এবার ১০১.৫ পয়েন্ট নিয়ে অবস্থান করছে পাঁচে।
 
অবনতি হয়েছে ফরাসি ক্লাব পিএসজিরও। ট্রেবল, ক্লাব বিশ্বকাপ জয়; সব মিলিয়ে নিজেদের ইতিহাসে স্মরণীয় একটি মৌসুম কাটিয়েছে তারা। তারপরও একধাপ নিচে নেমে ছয়ে অবস্থান করছে ক্লাবটি। ৯৪.৫ পয়েন্ট তাদের। উন্নতি হয়েছে বুন্দেসলিগার রানার-আপ লেভারকুসেনের। পাঁচ ধাপ এগিয়ে ৮৫.২৫ পয়েন্ট নিয়ে সাতে অবস্থান করছে তারা। আরেক জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড ৮৪.৭৫ পয়েন্ট নিয়ে তাদের পরের অবস্থানে আছে।
 
এদিকে লা লিগা, স্প্যানিশ সুপার কাপ ও স্প্যানিশ কাপ জয়ী বার্সেলোনার এক ধাপ উন্নতি হয়েছে। ৮৩.২৫ পয়েন্ট নিয়ে নয়ে অবস্থান করছে তারা। সেরা দশে জায়গা ধরে রেখেছে ইতালিয়ান ক্লাব রোমা। ৮০.৫ পয়েন্ট তাদের খাতায়।
 
শীর্ষ পাঁচ লিগের বাইরে থাকা পর্তুগালের ক্লাব বেনফিকা চার ধাপ এগিয়ে ১১তম স্থানে অবস্থান করছে। তাদের পয়েন্ট ৭৭.৭৫।
 
মূলত উয়েফা ক্লাব র‌্যাঙ্কিং- ক্লাবগুলোর উয়েফার প্রতিযোগিতায় পারফরম্যান্সের উপর ভিত্তি করে তৈরি করা হয়। যা গত পাঁচ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা ইউরোপা লিগ এবং উয়েফা ইউরোপা কনফারেন্স লিগের ফলাফল থেকে হিসেব করা হয়। প্রতিটি ক্লাবের মোট পয়েন্ট গণনা করে তাদের র‌্যাঙ্কিং নির্ধারণ করা হয়। যার কারণে ২০২৪-২৫ মৌসুমটা বাজে কাটলেও শীর্ষস্থান ধরে রেখেছে রিয়াল। অন্যদিকে ঘরোয়া লিগে দারুণ ছন্দে থেকেও উয়েফার র‌্যাঙ্কিংয়ে খুব একটা উন্নতি হয়নি বার্সেলোনার। আর গত পাঁচ মৌসুমের ফল বিবেচনায় এবার স্মরণীয় মৌসুম কাটিয়েও উন্নতি হয়নি পিএসজির।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বিভাগে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে এনসিডি কর্নারের কার্যক্রম জোরদার ও সেবার মান উন্নয়নে বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজশাহী বিভাগে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে এনসিডি কর্নারের কার্যক্রম জোরদার ও সেবার মান উন্নয়নে বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত