ঢাকা , সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ , ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশব্যাপী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মৌলিক প্রশিক্ষণ, দ্বিতীয় ধাপের কার্যক্রম শুরু পুঠিয়ায় ঠিকাদার ও প্রকৌশলীর অবহেলায় স্থবির ১৩টি প্রাথমিক বিদ্যালয়ের ওয়াসরুম নির্মান কাজ, চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা দিশা পাটানির বাড়িতে গুলিবর্ষণ সোহাকে দেখেই যৌনাঙ্গ নাচিয়ে কুরুচিকর অঙ্গভঙ্গি! ডিজিটাল অ্যাপে পরকীয়া রমরমা চাঁপাইনবাবগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারী গ্রেপ্তার বাবা হত্যায় ছেলের মৃত্যুদণ্ড, স্ত্রী ও সৎমায়ের কারাদণ্ড শ্বশুরবাড়িতে জামাইয়ের ছুরিকাঘাতে শ্যালক নিহত, আহত ৫ ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু দুর্গাপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে ‘পার্সেন্টেজ’ আদায়ের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে চড় মেরে শিশুর কান ফাটিয়ে দেওয়ার অভিযোগ ডিগ্রী পরীক্ষা উপলক্ষ্যে আরএমপির গণবিজ্ঞপ্তি রাজশাহী অঞ্চলে নকল ও ভেজাল কীটনাশকে হাট-বাজার সয়লাব ইংরেজদের অভিবাসন বিরোধী আন্দোলনকে সমর্থন জানিয়ে বার্তা ইলন মাস্কের বিশ্বের সবচেয়ে সুন্দর জনপ্রিয় ১০ পর্ণ তারকা এন সি এল-এ রাজশাহী ভেন্যতে ঢাকা মেট্রোর জয় হরিপুরে প্রীতি ফুটবল টুর্নামেন্ট বেকার ছেলেকে বিয়ে করবেন কোটিপতি তানিয়া বিয়ের প্রলোভন দেখিয়ে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, ৮'ম শ্রেণীর ছাত্রীকে বিয়ে রাজশাহী অঞ্চলে নকল ও ভেজাল কীটনাশকে হাট-বাজার সয়লাব

স্ট্রেস ও অ্যাংজাইটির ক্ষতিকারক প্রভাব পড়ছে তরুণদের ওপর

  • আপলোড সময় : ১৩-০৮-২০২৫ ০২:২৩:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ০২:২৩:০০ অপরাহ্ন
স্ট্রেস ও অ্যাংজাইটির ক্ষতিকারক প্রভাব পড়ছে তরুণদের ওপর প্রতিকী ছবি
দ্রুতগামী আধুনিক জীবনে বাড়তে থাকা স্ট্রেস, অ্যাংজাইটি তরুণ প্রজন্মের হৃদযন্ত্র তো বটেই, সামগ্রিক স্বাস্থ্যের উপর গভীর প্রভাব ফেলছে। তাই মানসিক স্বাস্থ্যের মান বজায় রাখতে সচেতন হওয়া অত্যন্ত জরুরি। গুরুত্ব দিয়ে এই বিষয়টি ভাবার সময় এটাই, এমনটাই মনে করছেন মনোবিদ এবং বিশেষজ্ঞরা।

স্ট্রেস ও উদ্বেগের বোঝা কিন্তু শারীরিক সমস্যার থেকে কম কিছু নয়
স্ট্রেস সাধারণত মনের ওপর বাইরে থেকে আসা নানারকম চাপের প্রতিক্রিয়া, যা আসতে পারে পড়াশোনা সংক্রান্ত বিষয়, সোশ্যাল মিডিয়া, পারিবারিক দায়িত্ব কিংবা সমবয়সীদের সঙ্গে তুলনা থেকেও। অপরদিকে উদ্বেগ কিন্তু দীর্ঘস্থায়ী দুশ্চিন্তা বা ভয়, যা দৈনন্দিন জীবনকে আচ্ছন্ন করে ফেলে। যা অনেক সময় সাধারণ জীবনযাপনের পথেও বাধা হয়ে দাঁড়ায়।

ফর্টিস হেলথকেয়ারের সিনিয়র ক্লিনিক্যাল সাইকোলজিস্ট (মনোবিদ) ড. কামনা ছিব্বর বলছেন, “কিছুটা স্ট্রেস থাকা ভাল। সেটা তরুণদের পারফরম্যান্সে সেরাটুকু দিতে সাহায্য করতে পারে, কিন্তু অতিরিক্ত স্ট্রেস ক্ষতিকর।”

ড. ছিব্বরের মতে, স্ট্রেস ও উদ্বেগের ফলে শরীরে কয়েকটি উল্লেখযোগ্য পরিবর্তন দেখা দিতে পারে -
•    হার্টবিট বৃদ্ধি: পরীক্ষার সময় বা অনেকের সামনে কথা বলার মতো পরিস্থিতিতে হার্টবিট হঠাৎ বেড়ে যেতে পারে।
•    রক্তচাপ বৃদ্ধি: দীর্ঘস্থায়ী স্ট্রেস উচ্চ রক্তচাপ ডেকে আনতে পারে, যা সময়ের সঙ্গে হার্টের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।
•    বুকে ব্যথা বা চাপ: অ্যাংজাইটি হলে এমন কিছু উপসর্গ দেখা দিতে পারে, যা অনেক সময় হৃদরোগ ভেবে ভুল হয়।

মানসিক স্বাস্থ্যেও এর প্রভাব বেশ চিন্তার
•   ডিপ্রেশন: দীর্ঘমেয়াদি স্ট্রেস অনেককে ডিপ্রেশনের দিকে ঠেলে দেয়।
•   ঘুমের সমস্যা: অ্যাংজাইটি হলে অনিদ্রা বা ঘুমের প্যাটার্নে পরিবর্তন দেখা দেয়, ঠিক করে ঘুম হয় না যা ক্লান্তির কারণ এবং আরও উদ্বেগ বাড়ায়।
•   সামাজিক বিচ্ছিন্নতা: বন্ধু বা পরিবারের থেকে দূরে সরে যাওয়া, সহায়তার অভাব তৈরি করে।

সোশ্যাল মিডিয়ার প্রভাব
সোশ্যাল মিডিয়া তরুণদের জন্য যেমন সংযোগের মাধ্যম, তেমনই স্ট্রেসেরও উৎস, মনোবিদরা অন্তত তাই মনে করেন। সোশ্যাল মিডিয়া ছাড়া এই যুগ অচল, তেমনই অনেক সমস্যার মূলে জড়িয়ে রয়েছে এই ডিজিটাল আসক্তি।

•    তুলনার সংস্কৃতি: অন্যের সাজানো-গোছানো জীবন দেখে হীনমন্যতা বাড়তে পারে।
•    সাইবারবুলিং: অনলাইনে নেতিবাচক অভিজ্ঞতা মানসিক স্বাস্থ্যে তাৎক্ষণিক ও দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে।
•    তথ্যের চাপ: বিশ্বের নানা কোণ থেকে আসা অতিরিক্ত ইনফরমেশনের চাপ মানসিক অস্থিরতা বাড়ায়।

মানসিক ভাবে প্রতিরোধ গড়ে তোলার উপায়ও জানাচ্ছেন মনোবিদরা -
•    আবেগ চিনতে শেখা ও প্রকাশ করা: ডায়েরি লেখা, আঁকাআঁকি বা শিল্পচর্চা আবেগ সামলাতে সাহায্য করে।
•    স্বাস্থ্যকর অভ্যাস: নিয়মিত ব্যায়াম, ধ্যান, বা শখের কাজে যুক্ত হওয়া মানসিক চাপ কমায়।
•    সহায়তার নেটওয়ার্ক: স্কুল কাউন্সিলর, পরিবার বা মেন্টরের সঙ্গে খোলাখুলি কথা বলা গুরুত্বপূর্ণ।

প্রয়োজনে পেশাদার সহায়তা
যদি স্ট্রেস ও অ্যাংজাইটি অসহনীয় হয়ে ওঠে, তাহলে মনোরোগ বিশেষজ্ঞের সহায়তা নেওয়া জরুরি। থেরাপির মাধ্যমে উদ্বেগের কারণ চিহ্নিত করা যায়, কার্যকর মোকাবিলা কৌশল শেখা যায়। ফলে আত্মবিশ্বাস ও নিজেকে নিজের মতো করে চেনা, আর সেই অনুযায়ী নিজেকে তৈরি করতে পারা যায়, নিজেকে নিজের মতো করে গ্রহণ করার ক্ষমতা বাড়ে।

বিশেষজ্ঞদের মতে, তরুণদের মানসিক ও হৃদস্বাস্থ্য রক্ষায় সময়মতো সচেতনতা ও সহায়তা নিশ্চিত করাই সবচেয়ে বড় চাবিকাঠি। স্কুল বা এলাকায় মানসিক স্বাস্থ্য বিষয়ক ওয়ার্কশপ সেশন দরকার। পারস্পরিক সহায়তাও এখানে বিশেষ ভূমিকা নিতে পারে। সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনের মাধ্যমে ইতিবাচক বার্তা প্রচার ও এই সংক্রান্ত ট্যাবু নিয়ে খোলাখুলি কথা বলারও প্রয়োজন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ব বসতি দিবস উদ্যাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিশ্ব বসতি দিবস উদ্যাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত