ঢাকা , মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ , ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালীতে ডাকাতির সময় গণধর্ষণ, গ্রেপ্তার ১ রাউজানে শীতার্তদের মাঝে র‌্যাব-৭ এর শীতবস্ত্র বিতরণ কর্তৃত্ববাদী শাসনের পরিবর্তনে গণভোটে ‘হ্যাঁ’ বলার আহ্বান তথ্য সচিবের স্মরণসভা শেষে সাবেক এমপি মোজাম্মেল হকের ভাতিজার মৃত্যু তানোরের পাঁচন্দর ইউপি বিএনপির দোয়া মাহফিল সাবেক এমপি মোজাম্মেল হকের তৃতীয় মৃত্যু বার্ষিকী পালিত নতুন বইয়ে মলাট লাগানোর রীতির প্রীতি কমে গেছে নিয়ামতপুরে নিখোঁজ ব্যক্তিকে পরিবারে পৌঁছে দিয়ে প্রশংসায় ভাসছেন গ্রাম পুলিশ কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার পরিবর্তনে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান, তথ্য ও সম্প্রচার সচিব রাজশাহী নগরীতে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, পালিয়েছে ছিনতাইকারীরা নগরীর শ্রীরামপুরে নিষিদ্ধ ভারতীয় এম রেক্স সিরাপ জব্দ হযরত শাহ্ মখদুম রূপোশ (রহ.) দাতব্য চিকিৎসালয়ের উদ্বোধন কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার পরিবর্তন চাইলে গণভোটে হ্যাঁ বলতে হবে - তথ্য ও সম্প্রচার সচিব পুঠিয়ায় ফের ভেকু মেশিন নিস্ক্রীয় তানোরে সরকারি খাস জায়গায় পাকা বাড়ি নির্মাণের অভিযোগ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক সেলিম রেজা ​দুর্গাপুরে ড্রেজার মেশিন জব্দ ও ভাসমান ভেলা ধ্বংস মোহনপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মোহনপুরে সিসিডিবি উদ্যোগে শীতার্ত জনগণের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ ​নোয়াখালীতে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ

জুলাই মাসে সড়ক দুর্ঘটনায় ৫২০ জনের মৃত্যু, আহত ১৩৫০

  • আপলোড সময় : ১২-০৮-২০২৫ ০৫:৩১:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৫ ০৫:৩১:০১ অপরাহ্ন
জুলাই মাসে সড়ক দুর্ঘটনায় ৫২০ জনের মৃত্যু, আহত ১৩৫০ ফাইল ফটো
সারাদেশে জুলাই মাসে ৫০৬টি সড়ক দুর্ঘটনায় ৫২০ জন নিহত ও এক হাজার ৩৫৬ আহত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। এই পরিসংখ্যানটি দেশের সড়ক নিরাপত্তার উদ্বেগজনক অবস্থাকে আবারও সামনে নিয়ে এসেছে।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী। 


প্রতিবেদনে বলা হয়েছে, এই সময়ে রেলপথে ৩৪টি দুর্ঘটনায় ৩১ জন নিহত ও ৪১ জন আহত হয়েছেন। নৌপথে ১৪টি দুর্ঘটনায় ১৭ জন নিহত, ১৪ জন আহত এবং ৫ জন নিখোঁজ রয়েছেন। সড়ক, রেল ও নৌপথে সম্মিলিতভাবে ৫৫৪টি দুর্ঘটনায় মোট ৫৬৮ জনের প্রাণহানি এবং ১৪১১ জন আহত হয়েছেন।

মোট দুর্ঘটনার মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনা ছিল সবচেয়ে মারাত্মক। জুলাই মাসে ১৬২টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৬৯ জন নিহত ও ১৪৪ জন আহত হন, যা মোট সড়ক দুর্ঘটনার ৩২.০১ শতাংশ এবং মোট নিহতের ৩২.৫০ শতাংশ। সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে, যেখানে ১২২টি দুর্ঘটনায় ১৩০ জন নিহত ও ২৯৫ জন আহত হয়েছেন। অন্যদিকে, বরিশাল বিভাগে সবচেয়ে কম ২৩টি দুর্ঘটনা ঘটেছে, যেখানে ২৩ জন নিহত ও ৯৫ জন আহত হন।

যাত্রী কল্যাণ সমিতি দুর্ঘটনার কারণ হিসেবে বেশ কিছু বিষয়কে চিহ্নিত করেছে। এর মধ্যে রয়েছে বর্ষায় ক্ষতিগ্রস্ত সড়কে গর্তের সৃষ্টি, মহাসড়কে মোটরসাইকেল ও তিন চাকার যানবাহনের অবাধ চলাচল, রোড সাইন ও মার্কিংয়ের অভাব, যানবাহনের যান্ত্রিক ত্রুটি এবং ট্রাফিক আইন অমান্য করার প্রবণতা। এছাড়াও, অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন এবং বেপরোয়া গতিও দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

দুর্ঘটনা প্রতিরোধে সংগঠনটি কিছু সুপারিশও পেশ করেছে। এর মধ্যে রয়েছে ক্ষতিগ্রস্ত সড়ক জরুরি ভিত্তিতে মেরামত, জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করা, দক্ষ চালক তৈরির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং ডিজিটাল পদ্ধতিতে যানবাহনের ফিটনেস সনদ প্রদান।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর শ্রীরামপুরে নিষিদ্ধ ভারতীয় এম রেক্স সিরাপ জব্দ

নগরীর শ্রীরামপুরে নিষিদ্ধ ভারতীয় এম রেক্স সিরাপ জব্দ