ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৬ ঘণ্টার ঘুম যথেষ্ট নয়! এতেই বাড়ছে ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি লন্ডনে ভয়াবহ রূপ নিল অভিবাসন-বিরোধী মিছিল পাটানির বাড়ি লক্ষ্য করে গুলি, মুখ খুললেন অভিনেত্রীর বাবা নেত্রকোণায় স্পিডবোট ডুবি: আরও দুজনের মরদেহ উদ্ধার ইতিহাস গড়ল বাংলাদেশের আবিষ্কৃত সেই করোনার টিকা বেকার ছেলে বিয়ে করবেন কোটিপতি তানিয়া কক্সবাজারে স্বামীকে খুন করে স্ত্রীকে ধর্ষণ, ঘাতক আটক ভারতের অনুরোধ আর ১২০০ টন ইলিশ ঢামেকে একসঙ্গে ৬ সন্তানের জন্ম দিলেন নারী রাকসুর ভোট গণনা ওএমআর মেশিনেই হবে: প্রধান নির্বাচন কমিশনার নারায়ণগঞ্জে পুকুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বৃহত্তর বরেন্দ্র অঞ্চলের পরিবেশ ও কৃষি উৎপাদনে বড় ভুমিকা রাখছে বিএমডিএ দুর্গাপুরে গলায় ফাঁস দিয়ে মানসিক ভারসাম্যহীন যুবকের আত্মহত্যা ৩৬৫ দিনে ৩৭০ মব, এমন দেশে পাগলও বাস করতে চাইবে না: রুমিন ফারহানা খাইবার পাখতুনখোয়ায় চার দিনে খতম ৪৫ জঙ্গি! দাবি পাক সেনার মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা ঘরের নানাবিধ কাজে ব্যবহার করুন কাগজের থলে, বাড়ি ও পরিবেশ হবে জঞ্জালমুক্ত মহিলাদের মতামত থাকলেই পুরুষরা নিরাপত্তাহীনতায় ভোগেন: তামান্না নারীও কন্যা শিশুদের মানবাধিকার রক্ষায় রাণীশংকৈলে গণশুনানি দ্বিতীয় বার কি মা হতে চাননি ইলিয়ানা?

ভাই-বোনের একসঙ্গে স্নান, স্ত্রীর আপত্তিতে স্বামীর অদ্ভুত পরামর্শ

  • আপলোড সময় : ১১-০৮-২০২৫ ১০:৩১:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৫ ১০:৩১:২৫ অপরাহ্ন
ভাই-বোনের একসঙ্গে স্নান, স্ত্রীর আপত্তিতে স্বামীর অদ্ভুত পরামর্শ ভাই-বোনের একসঙ্গে স্নান, স্ত্রীর আপত্তিতে স্বামীর অদ্ভুত পরামর্শ
সাম্প্রতিক এক সোশ্যাল মিডিয়া পোস্টে এক মহিলার করা চাঞ্চল্যকর অভিযোগে তোলপাড় শুরু হয়েছে, যা সম্পর্কের স্বাভাবিক সমীকরণ নিয়ে নানান প্রশ্নের জন্ম দিয়েছে।

মালয়েশিয়ার বাসিন্দা ওই মহিলা অভিযোগ করেছেন যে, তাঁর স্বামী ত্রিশ বছর বয়সেও নিজের ছোট বোনের সঙ্গে একসঙ্গে স্নান করেন এবং এটিকে নিছকই এককালের অভ্যাস বলে দাবি করেন।

ঘটনাটি প্রকাশ্যে আসে 'এক্স ইউ এ এন' (XUAN) নামের একটি ফেসবুক পেজের মাধ্যমে, যেখানে ওই মহিলা নাম প্রকাশ না করার শর্তে তাঁর এই অস্বস্তিকর অভিজ্ঞতার কথা জানান। বিয়ের তিন বছর পর তিনি স্বামীর এই অদ্ভুত অভ্যাসের কথা জানতে পারেন, যা তাঁকে হতবাক করে দিয়েছে।

মহিলা জানান, তিনি বরাবরই জানতেন যে তাঁর স্বামী ও ননদ খুব ঘনিষ্ঠ, কিন্তু তাঁদের এই বন্ধনকে ছোটবেলা থেকে একসঙ্গে বড় হওয়ার স্বাভাবিক পরিণতি বলেই মনে করতেন। কিন্তু সম্প্রতি তাঁর ননদ অস্ট্রেলিয়া থেকে বাপের বাড়িতে বেড়াতে এলে তাঁর এই ধারণা সম্পূর্ণ বদলে যায়।

একদিন তাঁর স্বামী স্নান করতে যাওয়ার কিছুক্ষণ পর তিনি দেখেন, বাথরুম থেকে স্বামী একা নন, তাঁর ননদও একসঙ্গে বেরিয়ে আসছেন। এই দৃশ্য দেখে তিনি হতবাক হয়ে যান কিন্তু পরিবারের সামনে কোনো প্রতিক্রিয়া দেখাননি। 

পরে স্বামীকে একান্তে এই বিষয়ে প্রশ্ন করলে তিনি উত্তরে বলেন, "ছোটবেলা থেকে আমরা একসঙ্গে স্নান করি, এটা নিছকই অভ্যাস। শুধু তাই নয়, স্বামী এরপর স্ত্রীকে আরও অবাক করে দিয়ে বলেন, পরের বার তুমিও ওর সঙ্গে স্নান করো, তাতে তোমাদের বন্ধুত্ব আরও মজবুত হবে।

স্বামীর এই যুক্তি ও প্রস্তাবে ওই মহিলা চরম অস্বস্তিতে পড়েছেন এবং তিনি বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছেন না বলে জানিয়েছেন। তাঁর স্বামী অবশ্য মনে করেন, এতে কোনো ভুল নেই এবং তাঁর স্ত্রী "অত্যধিক সংস্কারবাদী" এবং "পারিবারিক বিশুদ্ধতা" বোঝেন না।

আগামী দুই মাসের মধ্যে তাঁদের অস্ট্রেলিয়ায় ননদের বাড়িতে থাকার কথা, যা ওই মহিলার অস্বস্তি আরও বাড়িয়ে দিয়েছে। এই ঘটনা স্বাভাবিক কিনা এবং তাঁর স্বামীর আচরণ অস্বাভাবিক কিনা, এই প্রশ্ন তুলে তিনি নেটিজেনদের দ্বারস্থ হয়েছেন।

যদিও বিভিন্ন সংস্কৃতিতে ভাই-বোনের একসঙ্গে স্নান করার বিষয়টি শৈশবে স্বাভাবিক হিসেবে দেখা হয়, প্রাপ্তবয়স্ক ভাই-বোনের ক্ষেত্রে, বিশেষত বিপরীত লিঙ্গের হলে, এই ধরনের আচরণ সাধারণত সামাজিকভাবে গৃহীত হয় না।

সম্পর্ক বিশেষজ্ঞরা মনে করেন, প্রাপ্তবয়স্ক অবস্থায় ব্যক্তিগত সীমানা বজায় রাখা একটি সুস্থ সম্পর্কের জন্য অত্যন্ত জরুরি। এই ঘটনায় স্ত্রীর অস্বস্তি এবং স্বামীর এমন আচরণকে অস্বাভাবিক বলে মনে করা অমূলক নয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রাকসুর ভোট গণনা ওএমআর মেশিনেই হবে: প্রধান নির্বাচন কমিশনার

রাকসুর ভোট গণনা ওএমআর মেশিনেই হবে: প্রধান নির্বাচন কমিশনার