ঢাকা , শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ , ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫০ পেরোতেই মলাইকার জীবনে নতুন কেউ নিজের চেষ্টায় জায়গা করেছেন বলিউডে, অযাচিত ‘ব্যক্তিগত আক্রমণ’ কী ভাবে এড়িয়ে যান সারা? কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগে মানববন্ধন ভোলায় পুকুরে গোসল করতে নেমে দুই চাচাতো বোনের মৃত্যু নভেম্বরেই গণভোট চায় জামায়াতসহ ৮ দল নিজের চেষ্টায় জায়গা করেছি বলিউডে: সারা ব্যথা-বেদনা থেকে নিস্তার পেতে বদলে ফেলুন রান্নার তেল গরুর মাংস খাওয়া প্রসঙ্গে যা বললেন রণবীর কাপুর জেলে যেভাবে কাটছে ফুটবলার রবিনহোর সময় প্রশান্ত মহাসাগরে ধ্বংস করা হল আরও এক মাদকবোঝাই নৌকা! জুমার রাতে সুরা দোখান পাঠের ফজিলত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু কৌশানির নাচের মাঝেই মঞ্চে ধরে গেল আগুন ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’ রাশমিকা মন্দানা ভালো মা হতে চান আগে রয়টার্সে শেখ হাসিনার সাক্ষাৎকার পড়ি, পরে মন্তব্য : প্রেস সচিব বলিউড অভিনেত্রীর দাউদ ইব্রাহিমকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রাজশাহী বিভাগীয় বইমেলায় দরিদ্র পাঠকদের জন্য থাকছে পুরাতন বই বদলের সুযোগ পাকিস্তানের আকাশে হঠাৎ অদ্ভুত মেঘ, ঘটনা কী? ভারতে বাংলাদেশের জাতীয় সংগীত গাওয়ায় দেশদ্রোহিতা মামলার নির্দেশ

ঘুমধুম সীমান্তে আবারও উত্তেজনা, মুহুর্মুহু গুলির শব্দে স্থানীয়দের মধ্যে আতঙ্ক

  • আপলোড সময় : ১১-০৮-২০২৫ ১০:১০:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৫ ১০:১০:৫৯ অপরাহ্ন
ঘুমধুম সীমান্তে আবারও উত্তেজনা, মুহুর্মুহু গুলির শব্দে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ঘুমধুম সীমান্তে আবারও উত্তেজনা, মুহুর্মুহু গুলির শব্দে স্থানীয়দের মধ্যে আতঙ্ক
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে আবারও ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।

গতকাল রবিবার (১০ আগস্ট) রাত ১০টার পর থেকে থেমে থেমে এই গুলির শব্দ শোনা যায় এবং সোমবার (১১ আগস্ট) বিকেল পর্যন্ত তা অব্যাহত ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। 

স্থানীয় সূত্র ও সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মিয়ানমারের অভ্যন্তরে তুমব্রু সীমান্তের ওপারে এই গোলাগুলির ঘটনা ঘটছে।

ঘুমধুম ইউনিয়নের তমব্রু সীমান্ত এলাকার ৩৪ ও ৩৫ নম্বর পিলারের মাঝামাঝি, শূন্যরেখা থেকে প্রায় ৩০০ থেকে ৩৫০ মিটার দূরে মিয়ানমারের অভ্যন্তরে এই সংঘর্ষ হয়। টানা ৭ থেকে ১০ মিনিট ধরে ৩০ থেকে ৪০ রাউন্ড গুলিবর্ষণের শব্দ শোনা গেছে বলে জানা যায়। 

এ ঘটনায় সীমান্তে বসবাসকারী মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দীর্ঘদিন পর আবারও এমন ঘটনায় তারা উদ্বিগ্ন। স্থানীয় এক বাসিন্দা জানান, "দীর্ঘ অনেক দিন পর গুলির আওয়াজ পাওয়া গেছে। অনেকক্ষণ যাবত অনবরত গুলির শব্দ পেয়েছি, সেখানে কী হচ্ছে তা আমরা জানি না, কিন্তু কিছু একটা গণ্ডগোল হচ্ছে তা বুঝা যাচ্ছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে যে, মিয়ানমারের অভ্যন্তরে বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটছে। ধারণা করা হচ্ছে, আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) বা রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটেছে।

বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম জানিয়েছেন, বাংলাদেশের অভ্যন্তরে কোনো গুলি এসে পড়েনি। তিনি আরও বলেন, বিজিবি কঠোর সতর্ক অবস্থানে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সীমান্তে টহল জোরদার করা হয়েছে। 

এর আগেও বিভিন্ন সময়ে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে ঘুমধুম সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটেছে এবং মর্টার শেল এসে পড়েছে, যা স্থানীয়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক এ ঘটনায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং সীমান্ত এলাকার বাসিন্দারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রাজশাহী বিভাগীয় বইমেলায় দরিদ্র পাঠকদের জন্য থাকছে পুরাতন বই বদলের সুযোগ

রাজশাহী বিভাগীয় বইমেলায় দরিদ্র পাঠকদের জন্য থাকছে পুরাতন বই বদলের সুযোগ