দাম্পত্য কলহের জেরে স্বামীর যৌনাঙ্গ কর্তনের দুটি পৃথক ঘটনা সংবাদমাধ্যমে উঠে এসেছে, একটি উত্তরপ্রদেশে এবং অন্যটি পশ্চিমবঙ্গে। উভয় ক্ষেত্রেই অভিযোগের তীর স্ত্রীদের দিকে এবং কারণ হিসেবে পারিবারিক অশান্তির কথাই বলা হচ্ছে।
উত্তরপ্রদেশের জগদীশপুর এলাকায় আনসার আহমেদ (৩৮) নামে এক ব্যক্তির যৌনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে তার দ্বিতীয় স্ত্রী নাজনিন বানুর বিরুদ্ধে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে ফসনগঞ্জ কাচনা গ্রামে এ ঘটনা ঘটে। আনসারের দুই স্ত্রী, সাবেজুল ও নাজনিন। নিঃসন্তান হওয়া নিয়ে এবং অন্যান্য সাংসারিক বিষয় নিয়ে আনসারের সঙ্গে তার স্ত্রীদের প্রায়শই ঝামেলা হত বলে জানা গেছে। ঘটনার দিন রাতে নাজনিনের সঙ্গে ঝগড়া চরমে উঠলে তিনি ধারালো ছুরি দিয়ে আনসারের ওপর হামলা করেন এবং তার যৌনাঙ্গ কেটে দেন বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় আনসারকে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ও পরে রায়বরেলির এইমস-এ ভর্তি করা হয়। পুলিশ নাজনিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে এবং ঘটনার তদন্ত চলছে।
এর আগে, মে মাসে পশ্চিমবঙ্গের মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বালুচর গ্রামে একই ধরনের একটি ঘটনা ঘটেছিল। আব্দুল রহমান (৩৮) নামে এক ব্যক্তির যৌনাঙ্গ কেটে ফেলার অভিযোগ ওঠে তার স্ত্রীর বিরুদ্ধে।
জানা যায়, স্ত্রীর সঙ্গে ঝগড়া হওয়ার পর তিনি বাপের বাড়ি চলে গেলে, আব্দুল তাকে ফিরিয়ে আনতে শ্বশুরবাড়ি যান। সেখানে পুনরায় ঝগড়া শুরু হলে তার স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে এই কান্ড ঘটান বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় আব্দুলকে মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এই ঘটনায় স্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়।
উত্তরপ্রদেশের জগদীশপুর এলাকায় আনসার আহমেদ (৩৮) নামে এক ব্যক্তির যৌনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে তার দ্বিতীয় স্ত্রী নাজনিন বানুর বিরুদ্ধে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে ফসনগঞ্জ কাচনা গ্রামে এ ঘটনা ঘটে। আনসারের দুই স্ত্রী, সাবেজুল ও নাজনিন। নিঃসন্তান হওয়া নিয়ে এবং অন্যান্য সাংসারিক বিষয় নিয়ে আনসারের সঙ্গে তার স্ত্রীদের প্রায়শই ঝামেলা হত বলে জানা গেছে। ঘটনার দিন রাতে নাজনিনের সঙ্গে ঝগড়া চরমে উঠলে তিনি ধারালো ছুরি দিয়ে আনসারের ওপর হামলা করেন এবং তার যৌনাঙ্গ কেটে দেন বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় আনসারকে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ও পরে রায়বরেলির এইমস-এ ভর্তি করা হয়। পুলিশ নাজনিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে এবং ঘটনার তদন্ত চলছে।
এর আগে, মে মাসে পশ্চিমবঙ্গের মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বালুচর গ্রামে একই ধরনের একটি ঘটনা ঘটেছিল। আব্দুল রহমান (৩৮) নামে এক ব্যক্তির যৌনাঙ্গ কেটে ফেলার অভিযোগ ওঠে তার স্ত্রীর বিরুদ্ধে।
জানা যায়, স্ত্রীর সঙ্গে ঝগড়া হওয়ার পর তিনি বাপের বাড়ি চলে গেলে, আব্দুল তাকে ফিরিয়ে আনতে শ্বশুরবাড়ি যান। সেখানে পুনরায় ঝগড়া শুরু হলে তার স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে এই কান্ড ঘটান বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় আব্দুলকে মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এই ঘটনায় স্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়।