ঢাকা , বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ , ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীর আইডি বাগানপাড়ায় ৭জন মাদককারবারী গ্রেফতার হেলমেট পরিহিত দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে কাজলা গেটে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ পড়া মনে রাখার দোয়া রুশ বাহিনীর হামলায় ইউক্রেনের এক শহরে এক রাতে নিহত ২৫ সুরা কুরাইশে যে শিক্ষা দেওয়া হয়েছে ৪৭৬ রানে থামল বাংলাদেশের প্রথম ইনিংস ডিম খাওয়ার কম জানা কিছু উপকার জেনে নিন চোখে ঝাপসা দেখা মানেই পাওয়ার বেড়ে যাওয়া নয়, রেটিনার সমস্যাও হতে পারে! অভ‍্যন্তরীণ ইস্যুতে কোনও দেশের হস্তক্ষেপের বিরুদ্ধে বাংলাদেশ: দিল্লিতে নিরাপত্তা উপদেষ্টা রাসিকের নবাগত প্রশাসকের সাথে কর্মকর্তাগণের মতবিনিময় সভা অনুষ্ঠিত নগরীতে গাঁজাসহ নারী গ্রেফতার দুই রাবি শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ গুলির নির্দেশ দিইনি, এটা এদেশের আইন: ডিএমপি কমিশনার রাজসাক্ষী আবজালুলের জেরা ঘিরে ট্রাইব্যুনালে হট্টগোল এখন থেকে দিনের ভোট আর রাতে হবে না: অ্যাটর্নি জেনারেল মুশফিকের আগে শততম টেস্টে যারা সেঞ্চুরি করেছেন নগরীতে পুলিশের অভিযানে আটক ১৪ ভাইকে তালাবদ্ধ রে‌খে বোনকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার ঈশ্বরদীতে কারখানার বর্জ্য নিষ্কাশিত পানিতে অবরুদ্ধ ৪৫ পরিবার প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার

ইউক্রেনের উপরে হামলা বাড়াল রাশিয়া

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৫ ০২:১২:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৫ ০২:১২:৩৩ অপরাহ্ন
ইউক্রেনের উপরে হামলা বাড়াল রাশিয়া ইউক্রেনের উপরে হামলা বাড়াল রাশিয়া
সাম্প্রতিক শান্তি আলোচনা তেমন ফলপ্রসূ হয়নি। দু’পক্ষের বন্দি বিনিময় নিয়ে শুধুমাত্র সিদ্ধান্তে পৌঁছেছিল যুদ্ধরত রাশিয়া এবং ইউক্রেন। ইস্তানবুলে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলাকালীনই ইউক্রেনের সুমিতে বড়সড় রুশ হামলার অভিযোগ জানিয়েছিল ইউক্রেন, যাতে নিহত হন ৯ জন সাধারণ নাগরিক।

আজ ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, তাদের উপরে ড্রোন হামলা আরও জোরদার করেছে রুশ সামরিক বাহিনী। ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে এত বড় মাপের হামলা রাশিয়া আগে কখনও করেনি বলেও জানাচ্ছে ইউক্রেনের
প্রতিরক্ষা মন্ত্রক।

এই পরিস্থিতিতে আগামিকাল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলতে চলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির সঙ্গে ইটালিতে আজ বৈঠক করেছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং বিদেশসচিব মার্কো রুবিয়ো।

ইউক্রেনের বায়ুসেনা এক বিবৃতিতে আজ জানিয়েছে, গত কয়েক দিন ধরে মধ্য কিভের নানা এলাকায় জোরদার ড্রোন হামলা চালাচ্ছে রাশিয়া। আজ কিভের গভর্নর মায়কোলা কালাশনিক জানিয়েছেন, রুশ সামরিক বাহিনীর সাম্প্রতিক হামলায় মৃত্যু হয়েছে এক মহিলার। আহত চার বছরের শিশু-সহ চার জন। ড্রোনের আঘাতে ধ্বংস হয়েছে বহু বসতবাড়ি, বহুতল। পুড়ে খাক বহু গ্যারাজ-ও। অনেক এলাকায় ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে আগুন লেগে গিয়েছে। দমকল বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালাচ্ছে।

গত ২৪ ঘণ্টায় রাশিয়ার অন্তত ২৭৩টি ড্রোন আছড়ে পড়েছে ইউক্রেনের মাটিতে। পাল্টা প্রত্যাঘাতে ৭৫টি ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন-ও। রাশিয়া সব ক’টি ড্রোনই গুলি করে নামিয়েছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রকের তরফে পাল্টা জানানো হয়েছে।

ইউক্রেনের পার্লামেন্টের প্রধান রুসলান স্টেফানচাক পুতিনকে তীব্র কটাক্ষ করে সমাজমাধ্যমে আজ লিখেছেন, ‘প্রায় ৯ ঘণ্টা ধরে এক টানা বিপদ ঘন্টি বেজেছে। পুতিনের শান্তির প্রতি আন্তরিক চেষ্টা হয়তো একেই বলে’। তাঁর আরও বক্তব্য, রাশিয়ার এই হামলা আসলে সন্ত্রাসবাদের বিশুদ্ধতম উদাহরণ। গত কাল ইউক্রেনের ডোনেৎস্ক এলাকায় রাশিয়ার হামলায় এক জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৮ জন। এ ছাড়া, খেরসন, ঝ়াপোরিঝ়িয়া-সহ বহু এলাকায় লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়ার সেনা।

এই পরিস্থিতিতে আগামী কাল পুতিনের সঙ্গে ফোনে কথা বলার কথা ট্রাম্পের। আমেরিকান প্রেসিডেন্ট আগেই জানিয়েছিলেন, তিনি নিজে থেকে হস্তক্ষেপ না করলে যুদ্ধবিরতি নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারবে না কোনও দেশই। রুশ বিদেশ মন্ত্রকও এই ফোনালাপের কথা সংবাদমাধ্যমের কাছে নিশ্চিত করেছে। পুতিনের পরে জ়েলেনস্কির সঙ্গেও ফোনে কথা বলবেন ট্রাম্প। নতুন পোপ চতুর্দশ লিয়ো-র প্রথম ‘মাস’ উপলক্ষে ইটালিতে গিয়েছেন আমেরিকান ভাইস প্রেসিডেন্ট এবং বিদেশসচিব। রোমে আমেরিকান রাষ্ট্রদূতের বাসভবনে ইউক্রেনীয় প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভান্স এবং রুবিয়ো।

ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড, ব্রিটেনের মতো ইউক্রেনের বন্ধু দেশের প্রধানেরা এর মধ্যেই পুতিনকে সংযত আচরণের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। ইউক্রেনের উপরে হামলার পরিমাণ বাড়লে রাশিয়ার বিরুদ্ধে নেমে আসতে পারে নিষেধাজ্ঞার বড়সড় খাঁড়াও। তুরস্কে শান্তি আলোচনায় পুতিন নিজে না গিয়ে কেন দ্বিতীয় স্তরের প্রতিনিধি দল পাঠিয়েছিলেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন পশ্চিম ইউরোপীয় দেশগুলির নেতারা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীর আইডি বাগানপাড়ায় ৭জন মাদককারবারী গ্রেফতার

নগরীর আইডি বাগানপাড়ায় ৭জন মাদককারবারী গ্রেফতার