ঢাকা , শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ , ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫০ পেরোতেই মলাইকার জীবনে নতুন কেউ নিজের চেষ্টায় জায়গা করেছেন বলিউডে, অযাচিত ‘ব্যক্তিগত আক্রমণ’ কী ভাবে এড়িয়ে যান সারা? কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগে মানববন্ধন ভোলায় পুকুরে গোসল করতে নেমে দুই চাচাতো বোনের মৃত্যু নভেম্বরেই গণভোট চায় জামায়াতসহ ৮ দল নিজের চেষ্টায় জায়গা করেছি বলিউডে: সারা ব্যথা-বেদনা থেকে নিস্তার পেতে বদলে ফেলুন রান্নার তেল গরুর মাংস খাওয়া প্রসঙ্গে যা বললেন রণবীর কাপুর জেলে যেভাবে কাটছে ফুটবলার রবিনহোর সময় প্রশান্ত মহাসাগরে ধ্বংস করা হল আরও এক মাদকবোঝাই নৌকা! জুমার রাতে সুরা দোখান পাঠের ফজিলত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু কৌশানির নাচের মাঝেই মঞ্চে ধরে গেল আগুন ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’ রাশমিকা মন্দানা ভালো মা হতে চান আগে রয়টার্সে শেখ হাসিনার সাক্ষাৎকার পড়ি, পরে মন্তব্য : প্রেস সচিব বলিউড অভিনেত্রীর দাউদ ইব্রাহিমকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রাজশাহী বিভাগীয় বইমেলায় দরিদ্র পাঠকদের জন্য থাকছে পুরাতন বই বদলের সুযোগ পাকিস্তানের আকাশে হঠাৎ অদ্ভুত মেঘ, ঘটনা কী? ভারতে বাংলাদেশের জাতীয় সংগীত গাওয়ায় দেশদ্রোহিতা মামলার নির্দেশ

যে কারণে দোয়া কবুল হয়না

  • আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ০২:৩৩:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ০২:৩৩:২৪ অপরাহ্ন
যে কারণে দোয়া কবুল হয়না ছবি: সংগৃহীত
দোয়া ইবাদতের মূল। এটি মুমিনের আত্মিক প্রশান্তির উৎস এবং বিপদ-আপদ থেকে মুক্তির অন্যতম উপায়। দোয়া এমন একটি ইবাদত, যার মাধ্যমে মানুষ সরাসরি তার প্রভুর সঙ্গে সংযোগ স্থাপন করে, সাহায্য চায়, কৃতজ্ঞতা প্রকাশ করে এবং নিজের দুর্বলতা ও অসহায়ত্ব স্বীকার করে।

কোরআন ও হাদিসে বারবার দোয়ার গুরুত্ব ও মাহাত্ম্য তুলে ধরা হয়েছে। দোয়া মানুষের ভাগ্য বদলাতে পারে, বিপদকে দূর করতে পারে, হৃদয়ের ভার লাঘব করতে পারে এবং আখেরাতের মুক্তির দরজাও খুলে দিতে পারে। তবে কেবল দোয়া করলেই চলবে না, বরং দোয়া কবুল হওয়ার জন্য কিছু শর্ত ও আদব রক্ষা করা অপরিহার্য। অনেকে দোয়া করে, কিন্তু তা কবুল হয় না। তখন তারা হতাশ হয়ে যায় এবং আল্লাহর প্রতি নির্ভরতা দুর্বল হয়ে যায়। অথচ হাদিসে উল্লেখ রয়েছে, এমন কিছু বিষয় আছে, যেগুলো দোয়া কবুলের পথে বাধা হয়ে দাঁড়ায়।

হারাম পানাহার ও পরিধেয় 
পঁচা খাবার যেমন শরীরকে ক্ষতিগ্রস্ত করে তেমনি অবৈধ পথে উপার্জিত অর্থ, আত্মা ও প্রাণের ক্ষতিসাধন করে। হাদিসে বর্ণিত হয়েছে, যে আকাশের দিকে হাত তুলে দোয়া করে, হে প্রভু! হে প্রভু! কিন্তু তার খাদ্য হারাম, তার পোশাক হারাম, তার শরীর গঠিত হয়েছে হারাম দিয়ে। কীভাবে তার দোয়া কবুল করা হবে? (সহিহ মুসলিম)

সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধ বর্জন
প্রতিটি মুসলিমের উপর আল্লাহ ও তার রাসুল (সা.) প্রদত্ত দায়িত্ব হলো, সমাজে সৎকাজের আদেশ করবে এবং অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখবে। যদি এ দায়িত্ব পালন করা না হয়, তবে দোয়া কবুল করা হবে না। হাদিসে বর্ণিত হয়েছে, তোমরা অবশ্যই সৎকাজের আদেশ করবে এবং অন্যায় কাজে বাধা দেবে। অন্যথায় আল্লাহ তোমাদের প্রতি শাস্তি নাজিল করবেন। তোমরা দোয়া করবে, কিন্তু তিনি তা কবুল করবেন না। (তিরমিজি)
 
দোয়া কবুলে তাড়াহুড়া করা  
হাদিসে বর্ণিত হয়েছে, রাসুল (সা.) বলেছেন, বান্দার দোয়া সর্বদা কবুল করা হয়, যদি সে দোয়া পাপ অথবা আত্মীয়তার সম্পর্কের ছিন্ন করার কথা না বলে এবং তাড়াহুড়া না করে। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসুল (সা.)  তাড়াহুড়া বলতে কী বোঝায়? তিনি বললেন, দোয়াতে তাড়াহুড়া হলো, প্রার্থনাকারী বলে আমি তো দোয়া করলাম, কিন্তু কবুল হতে দেখলাম না। ফলে সে নিরাশ ও ক্লান্ত হয়ে দোয়া করা ছেড়ে দেয়। (সহিহ মুসলিম)
 
অন্তরের উদাসীনতা  
মুখে দোয়া করার সময় যদি দোয়ার প্রতি অন্তর উদাসীন থাকে তাহলে দোয়া কবুল হয় না। হাদিসে বর্ণিত হয়েছে, রাসুল (সা.) বলেছেন, প্রার্থনা কবুল হবে এ দৃঢ় বিশ্বাস রেখে তোমরা দোয়া করবে। জেনে রাখো, আল্লাহ কোনো উদাসীন অন্তরের দোয়া কবুল করেন না। (তিরমিজি)

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রাজশাহী বিভাগীয় বইমেলায় দরিদ্র পাঠকদের জন্য থাকছে পুরাতন বই বদলের সুযোগ

রাজশাহী বিভাগীয় বইমেলায় দরিদ্র পাঠকদের জন্য থাকছে পুরাতন বই বদলের সুযোগ