ঢাকা , মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ , ১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবাসিক হোটেলে পুলিশের হানা, নারীসহ আটক ৮ ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রী ও তাদের সন্তানের লাশ উদ্ধার ঐকমত্য কমিশনের মেয়াদ আরও ১ মাস বাড়ল মাত্র ৫ দিনের চেষ্টায় রিমোট কন্ট্রোল প্লেন বানিয়ে তাক লাগিয়ে দিলো বাঞ্ছারামপুরের সাকিব রাজশাহীতে আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্টে অংশ নিতে উনিশদেশের খেলোয়াড়দের নিবন্ধন নওগাঁয় ব্যতিক্রমধর্মীভাবে মাছের পোনা অবমুক্ত ও মৎস্যজীবী সমাবেশ রাজশাহী জেলা রেজিস্টারের সাথে দলিল লেখক সমিতির নবনির্বাচিত সদস্যদের মতবিনিময় রাজশাহীতে দুর্গাপূজা হবে ৪৬২ মণ্ডপে নাটোর জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত দেশসেরা উদ্ভাবনী শিক্ষকা আয়েশা আক্তার কুষ্টিয়ায় বাবা-মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ‘লালনকন্যা’ ফরিদা পারভীন মসজিদে নামাজরত অবস্থায় ব্যবসায়ীর মৃত্যু ভারী বৃষ্টিতে নদীর পানি বৃদ্ধি, ফসলি জমি তলিয়ে ক্ষতির মুখে কৃষক রামগতিতে পরকীয়ার জেরে বিএনপি নেতা গণধোলাইয়ের শিকার ​নাচোলে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত ১ রাসিকের কার্য সহকারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১২ নেত্রকোনায় তিন নারীকে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২ ভারতীয় নাগরিক রামদেব মাহাতোকে নিজ দেশে হস্তান্তর সিদ্দিক পুলিশকে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন অভিনেতা তাহসানপত্নী এবার শাড়িতে মুগ্ধতা ছড়াচ্ছেন

দুপুরের মধ্যে চার জেলায় সড়কে ঝরল ১২ প্রাণ

  • আপলোড সময় : ০৬-০৮-২০২৫ ০৫:৩৩:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৮-২০২৫ ০৫:৩৩:৩৬ অপরাহ্ন
দুপুরের মধ্যে চার জেলায় সড়কে ঝরল ১২ প্রাণ ছবি: সংগৃহীত
দেশের চার জেলায় সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৩২ জন। বুধবার (৬ আগস্ট) ভোর থেকে দুপুরের মধ্যে এ দুর্ঘটনা ঘটেছে।

পাঁচ জেলার মধ্যে নোয়াখালীতে ৭ জন, সুনামগঞ্জে ৩ জন, ঢাকায় ১ জন, ফরিদপুরে ১ জন নিহত হয়েছেন। এদিকে চট্টগ্রামে বাস দুর্ঘটনায় ২৮ যাত্রী আহত হয়েছেন।

নোয়াখালী: 
নোয়াখালীর বেগমগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের সাতজন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন চার নারী ও তিন শিশু। ভোরে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের পূর্ব জগদীশপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওমান প্রবাসী বাহার উদ্দিনের নানী ফয়েজ্জুনেছা (৮০), মা মোরশিদা বেগম (৫৫), স্ত্রী কবিতা বেগম (২৪), ভাবি লাবনী বেগম (৩০), ভাতিজি রেশমি আক্তার (৮), ভাতিজি লামিয়া আক্তার (৯) ও মেয়ে মীম আক্তার (২)।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন ভূঁইয়া জানান, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রবাস ফেরত স্বজনকে আনতে যাওয়া পরিবারের সদস্যরা মাইক্রোবাসযোগে ফিরছিলেন লক্ষ্মীপুরের চৌপল্লী গ্রামের বাড়িতে। পথে দ্রুতগতির মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গভীর খালে পড়ে যায়। এতে মাইক্রোবাসে থাকা ১১ জনের মধ্যে চারজন পুরুষ (প্রবাসীসহ) কোনোমতে বাইরে বেরিয়ে আসতে পারলেও, পানির গভীরতা বেশি থাকায় আটকা পড়ে মারা যায় নারী ও শিশুরা।

সুনামগঞ্জ: 
জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। দুপুরে সুনামগঞ্জ-সিলেট সড়কের বাহাদুরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম জানান, শান্তিগঞ্জ থেকে ছেড়ে আসা অটোরিকশা সুনামগঞ্জের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা মসকু পরিবহনের একটি মিনিবাস বাহাদুরপুর এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আফসানা খুশি ও শফিকুল ইসলাম নিহত হন। গুরুতর আহত অবস্থায় স্নেহলতা চক্রবর্তীকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আফসানা খুশি ও স্নেহলতা চক্রবর্তী শিক্ষার্থী ছিলেন। অপর নিহত শফিকুল ইসলামও অটোরিকশার যাত্রী ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন, তাদের চিকিৎসা চলছে। ঘটনার পরপরই বাসচালক পালিয়ে যান।

ঢাকা:
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাছে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর। তার পরনে রয়েছে বোরখা।

সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক বেলা ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. ফারুক জানান, ওই নারীর মরদেহ মর্গে রাখা হয়েছে। তার পরিচয় শনাক্তের জন্য চেষ্টা চলছে।

ফরিদপুর:
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন। দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলা সদরের মডেল মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিল্লাল খাঁন (৩৫) ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামের দেলোয়ার খাঁনের ছেলে।

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মো. মামুন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা স্টার ডিলাক্স নামের যাত্রীবাহী বাস মডেল মসজিদের সামনে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক বিল্লাল খাঁন মারা যান। এসময় আহত হন মোটরসাইকেলে থাকা দুই আরোহী হাফিজুর রহমান (৩২) ও মাহবুব মিয়া (২৫)।

চট্টগ্রাম:
চট্টগ্রামে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী পরিবহনকারী একটি বাসের সঙ্গে হানিফ পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৮ জন আহত হয়েছেন। সকাল সাড়ে ৯টার দিকে পটিয়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীবাহী বাসটি বেপরোয়া গতিতে রাস্তায় মোড় নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে চট্টগ্রামগামী একটি হানিফ বাসের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই বাসের অন্তত ২৮ জন যাত্রী আহত হন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্টে অংশ নিতে উনিশদেশের খেলোয়াড়দের নিবন্ধন

রাজশাহীতে আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্টে অংশ নিতে উনিশদেশের খেলোয়াড়দের নিবন্ধন