বলিউডে আবারও প্রেমের গুঞ্জন! আর এবার জড়িয়েছে দক্ষিণী সুপারস্টার ধনুষ ও বলিউডের উঠতি নায়িকা ম্রুনাল ঠাকুরের নাম। বয়সে ৯ বছরের ফারাক থাকলেও, ইন্ডাস্ট্রির গুঞ্জন—এই দু’জন এখন একে অপরের অনেক বেশি কাছাকাছি।
তবে হঠাৎ এই আলোচনা কেন? সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে ধরা পড়েছে ধনুষ ও ম্রুনালের ‘কেমিস্ট্রি’। কখনও হাসিমুখে কথা বলা, কখনও একে অপরের দিকে গভীর দৃষ্টিতে তাকানো, সব কিছুতেই যেন স্পষ্ট, বন্ধুত্বের চেয়ে কিছুটা বেশিই যেন চলছে তাঁদের মধ্যে।
সম্প্রতি ‘তেরে ইশক মে’ ছবির কাজ শেষ হওয়ার পর ধনুষ ও কৃতি স্যাননের সঙ্গে একটি পার্টিতে হাজির ছিলেন ম্রুনালও। আবার ম্রুনালের ছবি ‘সন অফ সর্দার ২’-এর একটি স্পেশাল ট্রেনিংয়ে যোগ দিতে মুম্বই পৌঁছনো ধনুষের চেন্নাই ছাড়াও অনেকে সন্দেহের চোখে দেখছেন।
এই দুই তারকার প্রতিটি প্রকাশ্যে আসা মুহূর্তে ভক্তরা ইতিমধ্যেই অনুমান করছেন, খুব তাড়াতাড়ি হয়তো নতুন এক জুটিকে দেখবে ইন্ডাস্ট্রি—অন্তত তাঁদের চোখেমুখে যে ভাষা ফুটে উঠেছে, তাতে এমনই মনে করছেন অনুরাগীরা।
তবে এখনই ধনুষ কিংবা ম্রুনালের তরফে কোনও আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, ধানুশের ব্যক্তিগত জীবনও বেশ আলোচিত। রজনীকান্তের কন্যা ঐশ্বর্যার সঙ্গে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের পর ২০২২ সালে তাঁরা বিচ্ছেদের ঘোষণা করেন। আইনি বিচ্ছেদ হয় ২০২৪-এ। এই দম্পতির দুই সন্তান—যাত্রা এবং লিঙ্গা।
তবে হঠাৎ এই আলোচনা কেন? সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে ধরা পড়েছে ধনুষ ও ম্রুনালের ‘কেমিস্ট্রি’। কখনও হাসিমুখে কথা বলা, কখনও একে অপরের দিকে গভীর দৃষ্টিতে তাকানো, সব কিছুতেই যেন স্পষ্ট, বন্ধুত্বের চেয়ে কিছুটা বেশিই যেন চলছে তাঁদের মধ্যে।
সম্প্রতি ‘তেরে ইশক মে’ ছবির কাজ শেষ হওয়ার পর ধনুষ ও কৃতি স্যাননের সঙ্গে একটি পার্টিতে হাজির ছিলেন ম্রুনালও। আবার ম্রুনালের ছবি ‘সন অফ সর্দার ২’-এর একটি স্পেশাল ট্রেনিংয়ে যোগ দিতে মুম্বই পৌঁছনো ধনুষের চেন্নাই ছাড়াও অনেকে সন্দেহের চোখে দেখছেন।
এই দুই তারকার প্রতিটি প্রকাশ্যে আসা মুহূর্তে ভক্তরা ইতিমধ্যেই অনুমান করছেন, খুব তাড়াতাড়ি হয়তো নতুন এক জুটিকে দেখবে ইন্ডাস্ট্রি—অন্তত তাঁদের চোখেমুখে যে ভাষা ফুটে উঠেছে, তাতে এমনই মনে করছেন অনুরাগীরা।
তবে এখনই ধনুষ কিংবা ম্রুনালের তরফে কোনও আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, ধানুশের ব্যক্তিগত জীবনও বেশ আলোচিত। রজনীকান্তের কন্যা ঐশ্বর্যার সঙ্গে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের পর ২০২২ সালে তাঁরা বিচ্ছেদের ঘোষণা করেন। আইনি বিচ্ছেদ হয় ২০২৪-এ। এই দম্পতির দুই সন্তান—যাত্রা এবং লিঙ্গা।