ঢাকা , মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ , ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালীতে ডাকাতির সময় গণধর্ষণ, গ্রেপ্তার ১ রাউজানে শীতার্তদের মাঝে র‌্যাব-৭ এর শীতবস্ত্র বিতরণ কর্তৃত্ববাদী শাসনের পরিবর্তনে গণভোটে ‘হ্যাঁ’ বলার আহ্বান তথ্য সচিবের স্মরণসভা শেষে সাবেক এমপি মোজাম্মেল হকের ভাতিজার মৃত্যু তানোরের পাঁচন্দর ইউপি বিএনপির দোয়া মাহফিল সাবেক এমপি মোজাম্মেল হকের তৃতীয় মৃত্যু বার্ষিকী পালিত নতুন বইয়ে মলাট লাগানোর রীতির প্রীতি কমে গেছে নিয়ামতপুরে নিখোঁজ ব্যক্তিকে পরিবারে পৌঁছে দিয়ে প্রশংসায় ভাসছেন গ্রাম পুলিশ কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার পরিবর্তনে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান, তথ্য ও সম্প্রচার সচিব রাজশাহী নগরীতে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, পালিয়েছে ছিনতাইকারীরা নগরীর শ্রীরামপুরে নিষিদ্ধ ভারতীয় এম রেক্স সিরাপ জব্দ হযরত শাহ্ মখদুম রূপোশ (রহ.) দাতব্য চিকিৎসালয়ের উদ্বোধন কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার পরিবর্তন চাইলে গণভোটে হ্যাঁ বলতে হবে - তথ্য ও সম্প্রচার সচিব পুঠিয়ায় ফের ভেকু মেশিন নিস্ক্রীয় তানোরে সরকারি খাস জায়গায় পাকা বাড়ি নির্মাণের অভিযোগ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক সেলিম রেজা ​দুর্গাপুরে ড্রেজার মেশিন জব্দ ও ভাসমান ভেলা ধ্বংস মোহনপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মোহনপুরে সিসিডিবি উদ্যোগে শীতার্ত জনগণের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ ​নোয়াখালীতে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ

সুনামগঞ্জে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

  • আপলোড সময় : ০৬-০৮-২০২৫ ০৪:৫৮:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৮-২০২৫ ০৪:৫৮:৩৩ অপরাহ্ন
সুনামগঞ্জে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ছবি: সংগৃহীত
সুনামগঞ্জ-সিলেট সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২ জন।  

বুধবার (৬ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী স্নেহা চক্রবর্তী (২১), সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিটের শিক্ষার্থী আফসানা জাহান খুশি (১৯) ও সুনামগঞ্জ শহরের আলীপাড়ার বাসিন্দা সফিকুল ইসলাম (৪৫)। স্নেহা চক্রবর্তীর বাড়ি শান্তিগঞ্জ উপজেলার জয়কলস গ্রামে, তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে শহরের বাসায় ফিরছিলেন। আফসানা জাহান খুশি সুনমাগঞ্জ শহরের বাসিন্দা। 

আহতরা হলেন- সুনামগঞ্জ সদর উপজেলার লালরচর গ্রামের বিনয় ভূষণ পালের মেয়ে ঐশি রানী পাল (১৮) ও সিএনজি চালক শান্তিগঞ্জ উপজেলার বসিয়া খাউড়ি গ্রামের রমজান আলীর ছেলে রশিদ আহমদ (২৫)। 

স্থানীয়দের বরাত দিয়ে ট্রাফিক পুলিশ জানিয়েছে, নিয়ম ভেঙে বাসের চালক দ্রুত গতিতে অন্য একটি গাড়িকে অতিক্রম করার সময় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বাস ফেলে পালিয়ে গেছে বাসের চালক ও হেলপার। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার দুপুরে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস শান্তিগঞ্জের সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউট থেকে শহরে ফিরছিলেন শিক্ষার্থী স্নেহা চক্রবর্তী ও আফসানা জাহান খুশি। একই সিএনজিতে করে শহরে ফিরছিলেন সফিকুল ইসলাম ও ঐশি রানী পাল। তাদের বহনকারী সিএনজি গাড়িটি বাহাদপুর এলাকায় আসলে বিপরীতদিক (সুনামগঞ্জ শহর) থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাস নিয়ম ভেঙে আরেকটি গাড়িতে দ্রুত অতিক্রম করার সময় তাদের সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। 

এতে সিএনজির ভেতরে চাপা পড়ে ৩ জন ঘটনাস্থলেই নিহত হন এবং চালক ও যাত্রী ঐশি রানী পাল গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে ও আহত ২ জনকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়। তবে আহত দুই জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

সুনামগঞ্জ ট্রাফিক বিভাগের পরিদর্শক (ওসি) মো. আবু হানিফ বলেন, বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। আহত দুই জনকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী এবং দুর্ঘটনাকবলিত দুইটি গাড়ির অবস্থান দেখে মনে হয়েছে বাস চালকের ওভারটেকিংয়ের কারণে এই হতাহতের ঘটনা ঘটেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। বাসের চালক ও হেলপারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর শ্রীরামপুরে নিষিদ্ধ ভারতীয় এম রেক্স সিরাপ জব্দ

নগরীর শ্রীরামপুরে নিষিদ্ধ ভারতীয় এম রেক্স সিরাপ জব্দ